এই মুহূর্তে

রাজ্যের ২ জেলায় হানা দিয়ে বিপুল পরিমাণে নকল গুড নাইট LV রিফিল আটক,গ্রেফতার একাধিক

নিজস্ব প্রতিনিধি: শীত বাড়লেই মশার উপদ্রব বাড়ে। সেই মশার হাত থেকে মুক্তি পেতে সকলে ঘরে দরজা-জানলা বন্ধ করে মশা তাড়াতে গুড নাইট(Good Knight) তেল ব্যবহার করে। কিন্তু মশা তাড়ানোর সেই তেলে ভেজাল। পতঙ্গ নাশক ব্যান্ড নির্মাতা গুড নাইট গোদরেজ কনসিউমার প্রোডাক্টস লিমিটেডের কর্তাদের সঙ্গে নিয়ে এই নকল মশার গুড নাইট রিফিলের প্রস্তুতকারকদের বিরুদ্ধে অভিযান চালাল পুলিশ। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জায়গায় হানা দিয়ে এই নকল গুড নাইট এলভি রিফিল তৈরি ও বিক্রি বন্ধ করতে অভিযান চালায় পুলিশ। একাধিক গুদামে হানা দেওয়া হয় সেখান থেকে আটক করা হয়, জাল গুড নাইট তৈরীর এলভি রিফিল তার নানা উপাদান। উত্তর ২৪ পরগনা জেলাতে টিটাগরের আলি হায়দার রোডে এক রিফিল ইউনিট থেকে বিপুল সংখ্যায় উদ্ধার হয় এইসব জিনিসপত্র যার মধ্যে পাওয়া গেছে ২৫৪০ টি গুড নাইট প্লাস টু ইন প্যাক ৬ ভর্তি বোতল ১৮৬০ টি খালি বোতল , ৬২ ০০ নকল লেভেল, ৬৫০০ প্যাকিং বাক্স।

টিটাগড়ের এন এসপথের এক গুদামে হানা দিয়ে উদ্ধার হয়েছে এক ১৯৫০ খানা টুইন রিফিল প্যাক এর পাশাপাশি খোরদার নিরাষ্ট্র থেকে উদ্ধার হয়েছে ৫০০ খানা প্যাক। বেলঘড়িয়ার(Belgharia) আচার্য স্টোর থেকে উদ্ধার হয়েছে ৬৭ খানা টু ইন প্যাক ও পানিহাটির(Panihati) মা তারা ভান্ডার থেকে উদ্ধার হয়েছে ১৬৫ টন রিফিল্ড প্যাক সঙ্গে ওয়ান মেশিন কম্বো প্যাক। দক্ষিণ ২৪ পরগনা জেলার  মা বাসন্তী ভান্ডার কাকদ্বীপ স্টেশন রোড(Kakdwip Station Road) সংলগ্ন এলাকা থেকে ৫৬৯ খানা টুইন রিফিল প্যাক উদ্ধার হয়েছে। এর পাশাপাশি কাকদ্বীপ অঞ্চলের কালী মন্দির রোডের বাসন্তী স্টোর থেকে উদ্ধার হয়েছে ২৫৫ পিস লুজ প্যাক। এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতা এবং কপিরাইট আইন অনুযায়ী এফ আই আর দায়ের করা হয়েছে।

এই বিষয়ে সি এম ও অশ্বিনী মূর্তি গোদরেজ কনজিউমার প্রোডাক্টস লিমিটেড জানিয়েছেন গোটা দেশ জুড়ে জাল প্রোডাক্ট ছড়িয়ে পড়েছে। এই নিয়ে তারা দুশ্চিন্তায় রয়েছেন। এই ধরনের নকল মশার তেল স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এবং বিপদজনক। বাড়ির পতঙ্গ নাশক বিভাগের বাজারের এক নম্বর প্রোডাক্ট গুড নাইট তাকে নকল করে অধিক মুনাফা লাভের আশায় একটি বড়চক্র এই কাণ্ড ঘটাচ্ছে। ক্রেতাদের সতর্ক হওয়ার জন্য সংস্থার পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে। এই ধরনের ঘটনায় যারা যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি যাতে হয় তা সংস্থা দেখবে বলে প্রতিজ্ঞাবদ্ধ। এই ধরনের নকল গুডনাইট প্রোডাক্ট বিক্রির রুখতে ক্রেতাদের রশিদ সহ কেনাকাটা করার উপরে যোগ দেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে। এই ধরনের নকল গুড নাইট প্রোডাক্টের সন্ধান পেলে সরাসরি ১-৮০০২৬৬০০৭ নম্বরে ফোন করে তথ্য দেওয়ার জন্য সংস্থার পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে সাধারণ ক্রেতাদের কাছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজ্য বিজেপির সাংগঠনিক একাধিক পদে ব্যাপক রদবদল ঘটালেন শমিক ভট্টাচার্য

ফের বাংলায় মৃত্যু বিএলও-র, এসআইআরের কাজের চাপকে দায়ী করল মৃতার পরিবার

একাধিক জেলায় জারি শৈত্যপ্রবাহের সতর্কতা, আর কতটা নামবে তাপমাত্রা?

রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়

ঝাড়গ্রামের জামবনিতে ফিল্মি কায়দায় জঙ্গলের রাস্তায় ৩ লক্ষ টাকার লুট দুষ্কৃতীদের

বারাসত উড়ালপুলের নিচে ফেন্সিংয়ের কাজে পুরসভাকে বাধা দিল হকাররা, অফিসারকে ঘিরে বিক্ষোভ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ