এই মুহূর্তে




পথের কাঁটা সরাতে ছক! পুকুরে তলিয়ে গেল গাড়ি, মৃত্যু মহিলার, গ্রেফতার স্বামী

নিজস্ব প্রতিনিধি, মেমারি : ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে এক দম্পতি। গাড়ি নিয়ে বাড়ি ফেরার পথে পূর্ব বর্ধমানের মেমারি থানার ঘোষপাড়া এলাকায় সেটি পুকুরে পড়ে যায়। ডুবে যাওয়া গাড়ি থেকে দরজা খুলে সাঁতরে পাড়ে চলে আসেন স্বামী মফুজুল। কিন্তু তাঁর স্ত্রী আশা (৩৫) রক্ষা পায়নি। মৃতার পরিবারের অভিযোগ, চক্রান্ত করে খুন করা হয়েছে আশাকে। এই ঘটনায় গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, শুক্রবার রাতে  মেমারি থানার ঘোষপাড়া এলাকার একটি পুকুরে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় গাড়িটি। সেই গাড়ির দরজা খুলে সাঁতরে পাড়েও চলে আসে স্বামী মফিজুল। কিন্তু ওই গাড়িতে থাকা স্ত্রী ডুবে যান। রাতে স্থানীয় ও পুলিশের সহযোগীতায় মফুজুলের স্ত্রী আশাকে উদ্ধার করা হয়। তাঁর দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। তবে এই ঘটনাকে দুর্ঘটনা বলে মানতে নারাজ মৃতার পরিবার। মফিজুলের বিরুদ্ধে পরিবারের অভিযোগ, বিবাহবর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন মফিজুল। তাই পরিকল্পিত ভাবে ডুবিয়ে খুন করা হয়েছে তাঁদের মেয়েকে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। আশার দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। তারপরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

দুর্ঘটনার তত্ত্ব মানতে নারাজ পরিবার। জানা যায়, ১৫ বছর আগে বিয়ে হয়েছিল মফিজুল ও আশার। এই দম্পতির এক সন্তানও রয়েছে। তাঁদের অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই পথের কাঁটা সরাতে চেয়েছিল মফিজুল। সেই কারণে পরিকল্পনা করেই এই ঘটনা ঘটানো হয়েছে। ইতিমধ্যেই পরিবারের অভিযোগের ভিত্তিতে মফিজুলকে গ্রেফতার করেছে পুলিশ। আসল কারণ জানতে চলছে তদন্ত।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বাংলাদেশ নৌবাহিনীর হাতে বন্দি কাকদ্বীপের ১৪ ম‍ৎস্যজীবী

বন্যাবিধ্বস্ত গ্রামে ত্রাণ হাতে পৌঁছালেন মন্ত্রী, দিলেন আশ্বাস

দার্জিলিঙে বসে কাঞ্চনজঙ্ঘার ছবি এঁকেছিলেন মমতা, সেই বাড়ি পুড়ে ছাই

দুর্গাপুরে কালীপুজোয় এবারের থিম জৈন মন্দির, চোখের সামনে ভেসে উঠবে কালাপানির অত্যাচার

সাঁইথিয়ায় বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী কে? ঘোষণা করে দিলেন কেষ্ট

পদ্ম রাজ্যে সন্ত্রাসের শিকার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার হিড়িক, আবেদন ছাড়াল ৭৫ হাজার, শুরু বাছাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ