এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদ সঙ্কেত

নিজস্ব প্রতিনিধি: ব্যারাকপুরের বিজেপি সাংসদ রবি বিকালেই দলবদল করেছেন। সেই ঘটনার হাত ধরে বঙ্গ রাজনীতিতে পারা অনেকটাই চড়েছে। তবে সোম সকালে কলকাতা(Kolkata) সহ দক্ষিণবঙ্গের(South Bengal) জেলাগুলিতে আবহাওয়া(Weather) বেশ মনোরম। দেখা যাচ্ছে রোদ ঝলমলে আকাশ। যদিও আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বেলা গড়ালেই ফিরবে ভ্যাপসা গরম। সেক্ষেত্রে ফের ফিরবে আর্দ্রতাজনিত অস্বস্তি। সেই সঙ্গে সোম বিকালে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছেন তাঁরা। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে শুধু এদিন নয়, আগামী বুধবার পর্যন্ত এই ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকায়, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা(Yellow Alert)।

আলিপুর আবহাওয়া দফতর থেকে সোম সোম সকালে জানানো হয়েছে, এদিন কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝড়বৃষ্টির হাত ধরে ২-৩ ডিগ্রি তাপমাত্রা কমতেও পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের(North Bengal) জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, দুই দিনাজপুর ও মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। সোমবার খাস কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। শনিবার প্রবল কালবৈশাখী ঝড়ের সঙ্গে বৃষ্টির দরুনই গতকাল সর্বোচ্চ তাপমাত্রা খুব একতা বেশি ওঠেনি বরঞ্চ তা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কমই ছিল। সোম ভোরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ, ন্যূনতম ৫৭ শতাংশ।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ-পশ্চিমী বাতাস ঢুকছে। পাশাপাশি উত্তরপ্রদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। এই কারণেই রাজ্যের পশ্চিমাঞ্চল সংলগ্ন ঝাড়খণ্ডে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়তে পারে। আগামী বুধবার পর্যন্ত এমন পরিস্থিতি থাকবে। তবে একটা সুখবরও আছে। মে মাসের শেষ দিক থেকেই বাংলার বুকে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে চলতি মাসের ২৭-২৮ তারিখ থেকেই সেই বৃষ্টি শুরু হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দীর্ঘ ১৩ মাস পর মুর্শিদাবাদে নিজের বাড়িতে ফিরলেন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা

মানিকচকের মথুরাপুর হাটে বিক্রি হচ্ছে সরকারি ত্রাণের ত্রিপল, তদন্তের নির্দেশ জেলা শাসকের

বনগাঁতে শান্তিপূর্ণ নির্বাচন করতে ৫৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নামল

দুর্গাপুর থানার পুলিশ গ্রেফতার করল বাইক চুরি চক্রের পান্ডাকে, উদ্ধার ৬’টি মোটরসাইকেল

শান্তি আর উন্নয়নের স্বার্থে ব্যারাকপুর শিল্পাঞ্চল এবার পার্থ’র পাশে

কালিয়াচকে শৌচাগারের পরিত্যক্ত ট্যাংকিতে বোমা বিস্ফোরণ, এলাকায় চাঞ্চল্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর