বাংলার বড় কাটমানি খোর, বিঁধলেন গিরি, কিন্তু কাকে!
খাতায় কলমে শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী তৃণমূলের সাংসদ থাকলেও কার্যত শুভেন্দু সহ গোটা অধিকারী পরিবারই এখন বিজেপিতে। আবার গিরিরা এখনও আছেন তৃণমূলেই। দুই পরিবারের মধ্যেকার বিবাদ কিন্তু থামার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না।