এই মুহূর্তে




হাজার টাকার কমে পাওয়া যাচ্ছে এই দুর্দান্ত ব্লুটুথ স্পিকারগুলো! এবার জমে যাবে পার্টি আর পিকনিক

নিজস্ব প্রতিনিধি: গান ছাড়া কি আর জীবন চলে? মন খারাপ হোক বা বন্ধুদের আড্ডা, ব্যাকগ্রাউন্ডে একটু মিউজিক না থাকলে ঠিক জমে না। কিন্তু অনেক সময় পকেটের দিকে তাকিয়ে আমরা পিছিয়ে আসি। দামী স্পিকার কেনার বাজেট সবসময় থাকে না। তবে চিন্তা নেই! টেকনোলজি এখন অনেক সস্তা হয়েছে। বর্তমান অনলাইন মার্কেটে আপনি মাত্র ₹1000-এর কমে এমন কিছু দুর্দান্ত পোর্টেবল ব্লুটুথ স্পিকার পাবেন, যা আপনাকে অবাক করে দেবে।

এগুলোতে ইন-বিল্ট ব্যাটারি থাকায় কারেন্টের চিন্তা নেই। বাড়ির ছাদ হোক বা পাহাড়ের চূড়া—গান বাজবে নন-স্টপ! আমরা ঘেঁটেঘুঁটে আপনার জন্য সেরা 5টি অপশন বের করেছি। চলুন দেখে নেওয়া যাক এই বাজেটের সেরা হিরোদের তালিকা।

  1. পোর্ট্রনিক্স সাউন্ডড্রাম (Portronics SoundDrum):

যদি আপনি জোরালো সাউন্ড পছন্দ করেন, তবে পোর্ট্রনিক্স সাউন্ডড্রাম (Portronics SoundDrum) আপনার প্রথম পছন্দ হতে পারে। মাত্র ₹899 দামে আপনি পাচ্ছেন 12 Watt-এর শক্তিশালী সাউন্ড আউটপুট! এই দামে এত বেশি ওয়াটের স্পিকার পাওয়া সত্যিই কঠিন। এতে TWS (ট্রু ওয়্যারলেস স্টেরিও) ফিচার আছে, অর্থাৎ আপনি চাইলে একই মডেলের দুটো স্পিকার কানেক্ট করে একদম সিনেমা হলের মতো সাউন্ড এফেক্ট তৈরি করতে পারেন। এর ব্যাটারিও বেশ লং লাস্টিং, তাই ছোটখাটো পার্টির জন্য এটি একদম পারফেক্ট।

  1. বোট স্টোন ১১০ (boAt Stone 110):

সাইজে ছোট কিন্তু কাজে বড়—এটাই হলো boAt Stone 110। এর দাম মাত্র ₹799। এটি 3 Watt সাউন্ড আউটপুট দেয়, যা ছোট রুমের জন্য যথেষ্ট। এর সবচেয়ে বড় সুবিধা হলো এর পোর্টেবিলিটি; এটি এতটাই ছোট যে অনায়াসেই পকেটে বা ব্যাগের এক কোণায় জায়গা করে নেবে। এতে ইন-বিল্ট মাইক রয়েছে, তাই গান শুনতে শুনতে কল এলে ফোন কানে না তুলেই কথা বলা যাবে। এছাড়া এটি ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করে, মানে Siri বা Google Assistant দিয়ে আপনি একে কমান্ড দিতে পারবেন।

  1. পিট্রন ফিউশন টিউনস (pTron Fusion Tunes):

যারা প্রায়ই ট্রাভেল করেন বা লং ড্রাইভে যান, তাদের জন্য সেরা অপশন হলো pTron Fusion Tunes। এর দামও ₹799। কিন্তু এর স্পেশালিটি হলো এর ব্যাটারি লাইফ। একবার ফুল চার্জ দিলে এটি প্রায় ৮ ঘণ্টা পর্যন্ত টানা গান শোনাতে পারে! সাথে থাকছে 10 Watt-এর সাউন্ড আউটপুট, যা বেশ লাউড এবং ক্লিয়ার। এর সাউন্ড কোয়ালিটি এতটাই স্বচ্ছ যে মনে হবে আপনি লাইভ কনসার্ট শুনছেন।

  1. মিভি রোম ২ (Mivi Roam 2):

একটু রাফ-অ্যান্ড-টফ ব্যবহারের জন্য খুঁজছেন? তাহলে Mivi Roam 2 আপনার জন্য। এর দাম ₹999। এই স্পিকারের সবচেয়ে বড় গুণ হলো এটি ওয়াটারপ্রুফ। অর্থাৎ বৃষ্টির জল লাগলে বা ভুল করে একটু ভিজে গেলেও এর কিচ্ছু হবে না। 5 Watt সাউন্ড আউটপুট সহ এই স্পিকারটি বেশ স্পষ্ট সাউন্ড দেয়। রক বা পপ মিউজিকের জন্য এটি দারুণ। পিকনিক বা পুল পার্টির জন্য এটি চোখ বন্ধ করে নেওয়া যায়।

  1. হ্যামার ড্রপ (Hammer Drop):

বাজেট যদি একদমই টাইট থাকে, তবে Hammer Drop আপনার বেস্ট ফ্রেন্ড হতে পারে। মাত্র ₹699-এ আপনি পাচ্ছেন 5 Watt-এর সাউন্ড। এত কম দামে ইন-বিল্ট মাইক এবং অটো পেয়ারিং ফিচার পাওয়া সত্যিই অবিশ্বাস্য। এর বিল্ড কোয়ালিটি বেশ মজবুত, তাই হাত থেকে পড়ে গেলেও চট করে ভাঙবে না। এতেও TWS ফিচার আছে। যারা কম খরচে ভালো জিনিস খুঁজছেন, তাদের জন্য এটি সেরা ডিল।

তাহলে আর দেরি কেন? এই 5টি অপশনের মধ্যে প্রয়োজন আর পছন্দ অনুযায়ী বেছে নিন আপনার নতুন মিউজিক পার্টনার। সবকটি মডেলই Amazon বা Flipkart-এ সহজেই পাওয়া যাচ্ছে।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

স্বমহিমায় বাজার কাঁপাচ্ছে এই দুর্ধর্ষ ম্যাক্সি স্কুটার

মাত্র ৩,১৬৭ টাকায় 200MP ক্যামেরার Vivo X300 সিরিজ এখন হাতের মুঠোয়! কিভাবে জেনে নিন

মাত্র ১৩৯ টাকায় ৩০০ জিবি ডেটা দিচ্ছে এই মোবাইল পরিষেবা  সংস্থা! বিশ্বাস হচ্ছে না?

প্রিয় বন্ধুর জায়গা নিয়েছে ChatGPT বা AI? বিশ্বাস করে এই ১০টি জিনিস শেয়ার করলেই ঘনাবে বিপদ

প্রতিদিন মাত্র ৩৩৩ টাকা বাঁচাতে পারলে পাবেন ১৭ লক্ষ! দূর্দান্ত স্কিম আনল পোস্ট অফিস

বিয়ের মরসুমে মধ্যবিত্তের ঘুম উড়িয়ে ২ লক্ষের কাছে রুপো

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ