এই মুহূর্তে




জলের দর! ১৫ হাজারের কম দামে Full Automatic Washing Machine, কোথায় পাবেন জানুন

নিজস্ব প্রতিনিধি : মোবাইল, ফ্রিজের মতো এখন ওয়াশিং মেশিনও একটি অপরিহার্য মেশিন। এটি ছাড়া এখন অনেক বাড়িতে চলে না। আগে কাজের লোক দিয়ে হোক বা নিজেরা কাপড় কাচার কাজ করতেন। কিন্তু এখন ঘরে ঘরেই রয়েছে ওয়াশিং মেশিন। জনসাধারণকে আরও সুবিধা করে দিতে জলের দরে বিক্রি হচ্ছে Full Automatic Washing Machine। ১৫ হাজার টাকার কমে বিক্রি হচ্ছে এই ওয়াশিং মেশিনগুলো। ই-কমার্স সাইট ফ্লিপকার্টে প্যানাসনিক, স্যামসাং, রিয়েলমি, মারকিউ, হায়ার-র টপ লোড অটোমেটিক ওয়াশিং মেশিন বিক্রি হচ্ছে।

জানা গিয়েছে, ফ্লিপকার্টে MarQ-র ৬.৫ কেজি টপ লোডের অটোমেটিক ওয়াশিং মেশিন পাওয়া যাচ্ছে। এই ওয়াশিং মেশিনের দাম ১৮,৯৯০ টাকা। সেটি পাওয়া যাচ্ছে ১১৪৯০ টাকায়। এক কথায় ৩৯ শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে এটি। পাশাপাশি ব্যাঙ্ক অফার ব্যবহার করলে আরও কম দামে পাওয়া যাবে। পাশাপাশি এক্সচেঞ্জ অফার ব্যবহার করা যাবে।

Realme TechLife ৭ কেজি 5 Star Top Load Fully Automatic Washing Machine পাওয়া যাচ্ছে ১১,৬৯০ টাকায়। এটির আসল দাম ২১,৯৯০ টাকা। ফ্লিপকার্টে তার দাম কমে গিয়েছে অনেকটাই। প্রায় ৪৮ শতাংশ ছাড় পাওয়া গিয়েছে। Axis Bank Flipkart ডেবিট কার্ড পেমেন্টে ৫ শতাংশ ক্যাশব্যাক পেতে পারেন, যার ফলে আরও দাম কমে যাবে। পুরানো ওয়াশিং মেশিনের বিনিময়ে এক্সচেঞ্জ অফারও পেতে পারেন।

Haier-র ৭ কেজি Fully Automatic Top Load Washing Machine ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে ১৩,৯৯০। এটির আসল দাম ২০,৯৯০ টাকা। ব্যাঙ্ক অফারে আরও কমে যাবে দাম। প্যানাসনিকের ৬.৫ কেজি Fully Automatic Top Load Washing Machine-এ ২৮ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে। ১৪,৪৯০ টাকায় গ্রাহকরা বাড়িতে এটিকে কিনে নিয়ে যেতে পারবেন। এটির আসল দাম ২০,৪০০ টাকা।এখানেও রয়েছে এক্সচেঞ্জ অফারের সুযোগ। সামসাংয়ের ৭ কেজি অটোমেটিক  টপ লোড ওয়াশিং মেশিনটি ২১ হাজারের পরিবর্তে ১৪,৭৯০ টাকায় পাওয়া যাবে।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

 লালকেল্লার বিস্ফোরণ থেকে শিক্ষা নিন, গাড়ি বেচা-কেনার আগে কি কি নিয়ম মানবেন?

সস্তায় বিক্রি হচ্ছে 100W চার্জিংয়ের OnePlus ফোন, কোথায় জেনে নিন

১৪ হাজার টাকা সস্তায় OPPO Reno 13, কোথায় পাবেন জানুন

১১ হাজারেরও কমে 5G স্মার্টফোন, Vivo-এর নতুন মডেল বাজার মাতাতে প্রস্তুত, দেখে নিন ফিচার্স

সস্তা আনলিমিটেড 189 টাকার রিচার্জ প্ল্যান বন্ধ করল Airtel, এবার সর্বনিম্ন কত রিচার্জ করতে হবে?

২০০ MP ক্যামেরা-সহ বাজারে আসছে Samsung Galaxy S26 Ultra, কবে, কত দাম?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ