-273ºc,
Tuesday, 30th May, 2023 1:53 pm
নিজস্ব প্রতিনিধি: বিয়ের মরসুমে খামখেয়ালি আবহাওয়ার মতোই ওঠা-নামা করছে সোনার দাম। বুধবার হলুদ ধাতব পদার্থের দাম কিছুটা চড়লেও বৃহস্পতিবার ফের পড়ল। ২২ ও ২৪ ক্যারেটের সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪০০ টাকা কমেছে। সোনার পাশাপাশি রুপোর দামেও বড়সড় পতন ঘটেছে। প্রতি কেজিতে রুপোর দাম কমেছে ১০০০ টাকা। যার ফলে প্রতি কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ৬৩ হাজার ২০০ টাকা। স্বাভাবিকভাবেই মধ্যবিত্তের চোখেমুখে হাসি ফুটেছে।
বিয়ের মরসুমে সোনা ও রুপোর চাহিদা এক লহমায় বেড়ে যায়। আর সেই চাহিদা বাড়ার কারণেই গত কয়েক কয়েক বছর ধরে বিয়ের মরসুমে সোনার দাম ওঠা-নামা করছে। চলতি বছরেও তার ব্যতিক্রম হয়নি। সোনার দাম একদিন কমছে তো পরদিন আবার বেড়েও চলেছে। আর দাম বাড়া-কমার ফলে কিছুটা হলেও বিভ্রান্ত হচ্ছেন ক্রেতা থেকে শুরু করে বিক্রেতারা।
রাজ্যে গত কয়েকদিন ধরেই করোনা সংক্রমণ নিম্নমুখী। যার ফলে অনেকেই গয়না থেকে বিয়ের কেনাকাটা আগেভাগে সেরে ফেলতে চাইছেন। গতকাল বুধবার সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৫ হাজার ৯০০ টাকায় পৌঁছেছিল। এদিন বাজার খুলতেই দেখা যায় প্রতি ১০ গ্রামে ২২ ক্যারেট সোনার দাম ৪০০ টাকা কমে দাঁড়িয়েছে ৪৫ হাজার ৫০০ টাকা। আর ২৪ ক্যারেট সোনার দাম কমে দাঁড়ায় ৪৮ হাজার ২০০ টাকা।
সোনার পাশাপাশি রুপোর দামেও পতন ঘটেছে। বুধবার প্রতি কেজি রুপোর দাম ছিল ৬৪ হাজার ২০০ টাকা। এদিন প্রতি কেজি রুপোর দাম কমেছে হাজার টাকা। যার ফলে প্রতি কেজি রুপোর দাম দাঁড়িয়েছিল ৬৩ হাজার ২০০ টাকা।