নিজস্ব প্রতিনিধি: গুগল প্লে স্টোর (Google Play store) থেকে অ্যান্ড্রয়েড টিভি রিমোট অ্যাপ সরিয়ে দিল বহুজাতিক সংস্থা গুগল (Google)। এর পরিবর্তে গুগল বাজারে নিয়ে এল নতুন প্রযুক্তির টিভি রিমোর্ট অ্যাপ। তবে আগে থেকে যাদের অ্যান্ড্রয়েড টিভি রিমোট অ্যাপ ডাউনলোড রয়েছে তাঁরা ওই অ্যাপটি দিয়ে কাজ করতে পারবেন বলে জানিয়ে দিয়েছে গুগল। নতুন টিভি রিমোর্ট অ্যাপটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উপলব্ধ থাকবে। তাঁরা কুইক সেটিংস মেনু বা গুগল টিভি অ্যাপের মাধ্যমে উপলব্ধ হবে।
তবে একটি প্রতিবেদন অনুযায়ী গুগল ধীরে ধীরে অ্যান্ড্রয়েড টিভি রিমোট অ্যাপের সাপোর্ট বন্ধ করে দেবে। সংস্থা জানিয়েছে, অ্যান্ড্রয়েড টিভি রিমোট অ্যাপ যাদের আগে থেকেই ডাউনলোড করা নেই, তাঁরা আর গুগল প্লে স্টোরে খুঁজে পাবেন না। কিন্তু যাদের আছে, তাঁরাই শুধু দেখতে পাবেন। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই অ্যাপটি গত ১ অগষ্ট থেকে গুগল প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পরে গুগলও এই বিষয়টি নিশ্চিত করেছে।
গুগলের এক মুখপাত্র জানিয়েছেন, আমরা আপনার ফোনকে ভার্চুয়াল রিমোট কন্ট্রোল হিসাবে ব্যবহার করার অভিজ্ঞতা দিতে চাই। যা দ্রুত ব্যবহার করতে এবং UI আপগ্রেড করতে সাহায্য় করবে। এছাড়া বৈশিষ্ট্যটি সরাসরি অ্যান্ড্রয়েড মোবাইল অপারেটিং সিস্টেম এবং গুগল টিভি অ্যাপে সংযুক্ত করে ব্যবহার করতে সহজ হবে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে ব্যবহারকারীদের অ্যান্ড্রয়েড টিভি রিমোট সার্ভিস ৫.০ প্রয়োজন হবে – যা ইতিমধ্যেই চালু করা শুরু করেছে। যে কোনও অ্যান্ড্রয়েট টিভি (Android TV OS) বা ওই জাতীয় ডিভাইসের জন্য় নতুন প্রযুক্তিটি মোবাইলে আপডেট করা যাবে গুগল প্লে স্টোর থেকে।