-273ºc,
Tuesday, 30th May, 2023 12:33 pm
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশে খাদ্যশস্যের দাম ক্রমশই লাগামছাড়া। আম আদমির কপালে চিন্তার ভাঁজ বাড়ছে। এই পরিস্থিতিতে দেসের বাজারে যাতে আটা-ময়দার দাম না বাড়ে তার জন্য গম রফতানি নিষিদ্ধ(Ban Wheat Export) করার সিদ্ধান্ত নিল মোদি সরকার। শুক্রবার ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড (ডিজিএফটি)(DGFT)-এর পক্ষ থেকে এক নির্দেশিকায় জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গম রফতানির উপরে নিষেধাজ্ঞা জারি থাকবে। একমাত্র শুক্রবারের আগে যে সমস্ত এল সি (লেটার অফ ক্রেডিট) খোলা হয়েছে, সেই সমস্ত ক্ষেত্রে রফতানির অনুমতি দেওয়া হবে।
উত্তর ও মধ্য ভারতে চলতি বছর প্রচণ্ড গরমের কারণে গম উৎপাদন যথেষ্টই ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি মন্ত্রকের পক্ষ থেকে চলতি বছর গম উৎপাদনের জন্য যে লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল, তার কাছাকাছি পৌঁছতে পারেনি উৎপাদন। যে কারণে চলতি বছর যাতে দেশের বাজারে আটা-ময়দার জোগান স্বাভাবিক রাখা যায়, তার জন্য গম রফতানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারির সুপারিশ করেছিলেন কৃষি মন্ত্রকের আধিকারিকরা(Union Agricultural Ministry)।
সূত্রের খবর, সেই সুপারিশে শিলমোহর দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেভাবে খুচরোর মুদ্রাস্ফীতি গত আট বছরের মধ্যে রেকর্ড করেছে এবং খাদ্যদ্রব্যের দাম লাগাতার বেড়ে চলেছে তাতে যথেষ্টই অস্বস্তিতে রয়েছে কেন্দ্র। যদি দেশে কোনও কারণে আটা-ময়দার দাম বেলাগাম হয়ে ওঠে এবং জোগানের ক্ষেত্রে সঙ্কট দেখা যায়, তাহলে যে বিরোধীরা সরকারকে বিঁধতে হাতে নতুন অস্ত্র পেয়ে যাবে, তা ভালই জানেন দুঁদে রাজনীতিবিদ মোদি। তাই আপাতত গম রফতানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারিতে সবুজসঙ্কেত দিয়েছেন তিনি। ডিজিএফটির এক আধিকারিক জানিয়েছেন, ‘শুধু বিভিন্ন দেশের পক্ষ থেকে যদি গম পাঠানোর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ আসে, তাহলেই সংশ্লিষ্ট দেশে গম রফতানির অনুমতি দেওয়া হবে।’