এই মুহূর্তে

Jio-এই অ্যাপটি থাকলেই বিনামূল্যে দেখতে পাবেন সিনেমা এবং টিভি শো!

নিজস্ব প্রতিনিধি: দেশের অন্যতম বৃহৎ টেলিকম সংস্থার কথা বলতে গেলে সবার আগে আসবে Jio-র নাম। বর্তমানে যার গ্রাহক সংখ্যা সবথেকে বেশি। আর সেইসমস্ত গ্রাহকদের জন্য প্রায়ই নিত্য-নতুন আকর্ষণীয় প্ল্যান এনে থাকে। আর করোনা জন্য তৈরি হওয়া অতিমারির কারণে জনসাধারণের মধ্যে ফোন ব্যবহার করার প্রবণতা অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে। আর টানা দু’বছর কয়েকমাস লকডাউন চলার জন্য বেড়েছে ইন্টারনেটের ব্যবহারও। সেইসঙ্গে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মগুলি দেখার প্রবণতাও। যেই কারণে Jio এমন অনেক প্রিপেইড প্ল্যান এনেছে যেটার মাধ্যমে এই ওটিটি প্ল্যাটফর্মগুলি ব্যবহারের ক্ষেত্রে নানারকম সুবিধা নিয়ে আসে। কিন্তু পুরোপুরি বিনামূল্যে এবার থেকে সিনেমা এবং টিভি শো দেখতে পাবেন Jio-র গ্রাহকরা। তবে তার জন্য থাকতে হবে Jio-র এই অ্যাপটি। সেটি হল Jio- সিনেমা।

প্রকৃতপক্ষে এটি একটি ওটিটি প্ল্যাটফর্ম। যেখানে আপনি বিভিন্ন ভাষায় সিনেমা এবং অন্যান্য ওটিটি সামগ্রী পাবেন। এই Jio- সিনেমা অ্যাপটির মাধ্যমে নানা রকমের টিভি শো, সিরিয়াল ইত্যাদি দেখতে পাবেন। সেই সঙ্গে পেয়ে যাবেন অন্যান্য ওটিটি সামগ্রীগুলিও। পাশাপাশ, সমস্ত কিছু এইচডি মানের চ্যানেলে উপভোগ করতে পারবেন। গুগুল প্লে-স্টোর থেকে গ্রাহকরা এই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। তবে এর জন্য আলাদা করে কোনও সাবক্রিপশন চার্জ দিতে হবে না।

দিন কয়েক আগেই Disney plus Hotstar ব্যবহারকারীদের জন্য একটি প্রিপেইড প্ল্যান এনেছে Jio। Jio-র নতুন আসা প্রিপেইড প্ল্যানটির মূল্য হল ৪৯৯ টাকা। সম্প্রতি এই রিচার্জকে Jio তাদের পোর্টফোলিওতে যুক্ত করেছে। এই প্ল্যানে গ্রাহকরা প্রত্যহ কমপক্ষে ২ জিবি করে ডেটা ফ্রি পাবেন। সেইসঙ্গে মিলবে আনলিমিটেড ফ্রি কল, প্রত্যহ ১০০টি করে মেসেজ এবং Disney plus Hotstar ব্যবহার করার সুবিধা। তবে এই প্ল্যানটি মাত্র ২৮ দিন বৈধ থাকবে। কিন্তু এই প্ল্যানে প্রধান আকর্ষণ হল Disney plus Hotstar-এর সাবস্ক্রিপশনটি একবছরের জন্য পাওয়া যাবে। আর Jio-র নতুত ব্যবহারকারীরা এই প্ল্যানের সঙ্গে পেয়ে যাবেন প্রাইম মেম্বারশিপ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

স্পোর্টসবাইকের দুনিয়ার ঝড় তুলতে আসছে ইয়ামাহার এই নতুন বাইক

Airtel-এর ধামাকা! একবার রিচার্জ, সারা বছর টেনশন ফ্রি, পাবেন আনলিমিটেড কলিং মাত্র ৫টাকায়

জানেন কি নম্বর প্লেট বলে দিতে পারে আপনার গাড়ি কোন শ্রেণির?   

নতুন বছরে BSNL-এর উপহার, গ্রাহকদের জন্য বিনামূল্যে নিয়ে এল এই পরিষেবা

DSLR-এর দিন শেষ? দুর্দান্ত ক্যামেরা ফিচার নিয়ে ৮ জানুয়ারি আসছে Oppo Reno 15 Series

মাস্কের ”Grok’-এ বিকিনি ট্রেন্ড নিয়ে কড়া পদক্ষেপ কেন্দ্রের, অশ্লীল কনটেন্ট সরানোর নির্দেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ