এই মুহূর্তে




স্বমহিমায় বাজার কাঁপাচ্ছে এই দুর্ধর্ষ ম্যাক্সি স্কুটার

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের জানুয়ারিতে Bharat Mobility Global Expo–তে প্রদর্শিত হওয়ার পর থেকেই স্কুটার প্রেমীদের মধ্যে উত্তেজনার ঝড় বইয়ে দিয়েছিল Hero Xoom 160। যার আনুষ্ঠানিক ভাবে ডেলিভারি শুরু হয়েছিল সেপ্টেম্বর মাস থেকে ও প্রারম্ভিক মূল্য ধার্য্য হয়েছিল ১.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

কেন প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে ?

ডিজাইনের দিক থেকে Hero Xoom 160 একটি শক্তিশালী ও রাগড লুকিং ম্যাক্সি স্কুটার, যা তার মাস্কুলার বডিওয়ার্ক, উঁচু উইন্ডস্ক্রিন এবং একটানা লম্বা সিটের মাধ্যমে আলাদা পরিচিতি পেয়েছে। দ্বি-চেম্বার LED হেডল্যাম্প এর ফ্রন্ট ফ্যাসিয়াকে আরও আকর্ষণীয় করে তুলেছে। গ্রাহকেরা ইচ্ছে করলে লম্বা উইন্ডস্ক্রিন ও ট্যুরিং বক্স অ্যাক্সেসরিজ হিসেবে যুক্ত করতে পারবেন। স্কুটারটির দৈর্ঘ্য ১৯৮৩ মিমি ও প্রস্থ ৭৭২ মিমি; সিটের উচ্চতা ৭৮৭ মিমি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৫৫ মিমি। ম্যাট রেইনফরেস্ট গ্রে, সামিট হোয়াইট, ক্যানিয়ন রেড এবং ম্যাট ভলকানিক গ্রে—এই চারটি রংয়ে পাওয়া যাচ্ছে।

এছাড়া Xoom 160–এ রয়েছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট প্যানেল, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, কী-লেস স্টার্ট, LED লাইটিং, রিমোট সিট আনলক, সিঙ্গেল-চ্যানেল ABS এবং ১৪-ইঞ্চির অ্যালয় হুইল। সামনে টেলিস্কোপিক হাইড্রোলিক সাসপেনশন ও পেছনে ডুয়াল শক-অ্যাবজর্ভার যে কোনও ধরণের রাস্তাতেই যাত্রাকে স্থিতিশীল করে। ডিস্ক ব্রেক ও ABS স্কুটারটির সুরক্ষা বাড়িয়েছে।

শক্তির উৎস হিসেবে স্কুটারটিতে রয়েছে ১৫৬ সিসির লিকুইড-কুল্ড ইঞ্জিন, যা ৮,০০০ RPM–এ ১৪.৬ bhp পাওয়ার ও ৬,৫০০ RPM–এ ১৪ Nm টর্ক উৎপন্ন করে। CVT অটোমেটিক গিয়ারবক্সের সঙ্গে মিলিত এই সেটআপ শহর ও হাইওয়ে—উভয় পরিস্থিতিতেই মসৃণ রাইড দেয়। প্রায় ৪০ কিমি/লিটার মাইলেজ এবং ১৪২ কেজি ওজনের সঙ্গে স্কুটারটি Yamaha Aerox 155–এর যথার্থ প্রতিদ্বন্দ্বী। এমনকী বহু ক্ষেত্রে, গ্রাহকদের কাছে Aerox 155-এর থেকেও অনেকাংশে আকর্ষণীয় হয়ে উঠেছে।

ব্যবহারকারী প্রতিক্রিয়ায় দেখা গিয়েছে —এর আকর্ষণীয় ডিজাইন, আরামদায়ক রাইডিং পজিশন, প্রশস্ত স্টোরেজ ও কী-লেস ইগনিশন বেশ প্রশংসিত হয়েছে। তবে কিছু গ্রাহক প্লাস্টিক কোয়ালিটি, দৃঢ় সাসপেনশন এবং স্পোর্টি রাইডে দৃঢ় হ্যান্ডলিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

তবে সব মিলিয়ে, Hero Xoom 160 একটি আধুনিক, শক্তিশালী ও ফিচার-সমৃদ্ধ ম্যাক্সি স্কুটার, যা শহুরে রাইডারদের পাশাপাশি দীর্ঘ পথযাত্রীদেরও আকর্ষিত করতে অত্যন্ত সক্ষম।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাজার টাকার কমে পাওয়া যাচ্ছে এই দুর্দান্ত ব্লুটুথ স্পিকারগুলো! এবার জমে যাবে পার্টি আর পিকনিক

মাত্র ৩,১৬৭ টাকায় 200MP ক্যামেরার Vivo X300 সিরিজ এখন হাতের মুঠোয়! কিভাবে জেনে নিন

মাত্র ১৩৯ টাকায় ৩০০ জিবি ডেটা দিচ্ছে এই মোবাইল পরিষেবা  সংস্থা! বিশ্বাস হচ্ছে না?

প্রিয় বন্ধুর জায়গা নিয়েছে ChatGPT বা AI? বিশ্বাস করে এই ১০টি জিনিস শেয়ার করলেই ঘনাবে বিপদ

প্রতিদিন মাত্র ৩৩৩ টাকা বাঁচাতে পারলে পাবেন ১৭ লক্ষ! দূর্দান্ত স্কিম আনল পোস্ট অফিস

বিয়ের মরসুমে মধ্যবিত্তের ঘুম উড়িয়ে ২ লক্ষের কাছে রুপো

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ