এই মুহূর্তে




সুখবর, Facebook Messenger-এ HD ভিডিও কল ও AI ফিচার যুক্ত করল meta

নিজস্ব প্রতিনিধি: প্রযুক্তি সংস্থা Meta সম্প্রতি Facebook Messenger-এর জন্য একাধিক নতুন আপডেট প্রকাশ করেছে। এই আপডেটের মধ্যে উল্লেখযোগ্য হলো HD Video Call, উন্নত Call Quality, এবং Noise Suppression। নতুন ফিচারগুলি যাতে ব্যবহারকারীদের কাছে সহায়ক হয়ে ওঠে সে দিকেই বিশেষ নজর রেখেছেন Meta আধিকারিকরা।

HD Video Call-এর সুবিধায় এখন থেকে Wi-Fi Calls-এ স্বয়ংক্রিয়ভাবে উচ্চমানের ভিডিওর অভিজ্ঞতা পাওয়া যাবে। Mobile Data Calls-এর ক্ষেত্রেও HD অপশনটি অ্যাক্টিভ করার সুযোগ থাকবে। তাছাড়া, Background Noise Suppression এবং Voice Isolation প্রযুক্তি ব্যবহারকারীদের Call-এ বক্তার আওয়াজকে স্পষ্ট করতে সাহায্য করবে। ব্যবহারকারীরা চাইলে এই ফিচারগুলো Call Settings থেকে চালু বা বন্ধ করতে পারবেন।

এর পাশাপাশি, Messenger-এ নতুন একটি আকর্ষণীয় ফিচার যোগ হয়েছে। যদি কোনো কল মিস হয়ে যায়, তবে ব্যবহারকারীরা এখন থেকে Audio বা Video Message রেকর্ড করে পাঠানোর সুবিধা পাবেন। শুধুমাত্র Record Message অপশনে ক্লিক করলেই মেসেজ পাঠানো সম্ভব। এই ফিচারটি এমন পরিস্থিতির জন্য আদর্শ যেখানে নেটওয়ার্কের সমস্যা থাকে।

iOS ব্যবহারকারীদের জন্য Meta আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছে। এখন থেকে Siri-কে ব্যবহার করে Messenger-এ কল করা বা মেসেজ পাঠানো যাবে। ভয়েস কমান্ডের মাধ্যমে এই কাজগুলি সম্পন্ন করা সম্ভব হবে, যা ব্যবহারকারীদের জন্য আরও সহজ ও সুবিধাজনক হবে।

শিগগিরই AI-Generated Backgrounds ফিচারও Messenger-এ যুক্ত হতে চলেছে। ভিডিও কল চলাকালীন Effects Icon-এ ক্লিক করে ব্যবহারকারীরা আকর্ষণীয় ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন।

Meta-র এই নতুন আপডেটগুলি Facebook Messenger-কে আরও শক্তিশালী, ব্যবহারবান্ধব এবং আকর্ষণীয় করে তুলেছে। উন্নত যোগাযোগের পাশাপাশি, এটি ব্যবহারকারীদের একটি নতুন অভিজ্ঞতা উপহার দেবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

স্বমহিমায় বাজার কাঁপাচ্ছে এই দুর্ধর্ষ ম্যাক্সি স্কুটার

হাজার টাকার কমে পাওয়া যাচ্ছে এই দুর্দান্ত ব্লুটুথ স্পিকারগুলো! এবার জমে যাবে পার্টি আর পিকনিক

মাত্র ৩,১৬৭ টাকায় 200MP ক্যামেরার Vivo X300 সিরিজ এখন হাতের মুঠোয়! কিভাবে জেনে নিন

মাত্র ১৩৯ টাকায় ৩০০ জিবি ডেটা দিচ্ছে এই মোবাইল পরিষেবা  সংস্থা! বিশ্বাস হচ্ছে না?

প্রিয় বন্ধুর জায়গা নিয়েছে ChatGPT বা AI? বিশ্বাস করে এই ১০টি জিনিস শেয়ার করলেই ঘনাবে বিপদ

প্রতিদিন মাত্র ৩৩৩ টাকা বাঁচাতে পারলে পাবেন ১৭ লক্ষ! দূর্দান্ত স্কিম আনল পোস্ট অফিস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ