এই মুহূর্তে




৭ হাজারের কমে Realme Narzo Series-র ফোন, কোথায়?

নিজস্ব প্রতিনিধি :  Realme ফোনপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। ফোটোপ্রেমী বা টেকপ্রেমীদের কাছে এটি খুব পছন্দের। বাজার কাঁপানো বড় বড় ফোনের সংস্থাকে এখন বলে বলে গোল দিচ্ছে রিয়েলমি। রিয়েলমির ফোন অত্যন্ত পকেট ফ্রেন্ডলি ব্যবহারকারীদের কাছে।

জানা গিয়েছে,  চলতি বছরেই Realme তার Narzo Series এর একটি নতুন স্মার্টফোন বাজারে এনেছে চলতি বছরের মাঝামাঝি সময়ে। Realme Narzo 80 Lite 5G ভারতে এসেছিল ৯৯৯৯ টাকায়। এখন তার দাম অনেকটাই কমেছে। ই কমার্স সাইট অ্যামাজনে ৩২০১ টাকা ছাড় পাওয়া যাচ্ছে। ফোনটি অ্যামাজনে পাওয়া যাচ্ছে ৬৭৯৮ টাকায়। অ্যামাজন পে ব্যবহার করলে ২০০ টাকার ক্যাশব্যাক পাওয়া যাবে। পুরোনো ফোন এক্সচেঞ্জ করলে আরও কমে পাওয়া যাবে। জানা গিয়েছে, দুর্দান্ত ফিচার রয়েছে ফোনটিতে। দুটো রঙে আর দুটো মেমোরি কনফিগারেশনে এই নতুন ফোন বাজারে পাওয়া যায়। আর এই ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট প্রসেসর রয়েছে। ৫জি-র ক্ষেত্রে এটি অত্যন্ত দুর্দান্ত প্রসেসর। বাজারে আসার সময় ফোনটি যা দাম ছিল, তার থেকে অনেকটাই কম পাওয়া যাবে ফোনটি।

সূত্রের খবর, এই ফোনে রয়েছে ৬৩০০ মেগাহার্জ ব্যাটারি। মিলিট্রি গ্রেড প্রোটেকশন রয়েছে। রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি ফোনে ৬.৭-ইঞ্চি এইচডি+ এলসিডি ডিসপ্লে রয়েছে। এটি ১২০ হার্জ রিফ্রেশ রেট থাকবে। ফোটোর ক্ষেত্রে এই রিয়েলমি খুব ভালো। রিয়েলমি নারজো ৮০ লাইট ফোনের সঙ্গে মিলবে ৫০  মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এটি দুর্দান্ত ফটোগ্রাফি হবে। ব্যাটারির ক্ষেত্রে জানা গিয়েছে, এতে ৬ হাজার মেগাহার্জ ব্যাটারি থাকবে। যেরফলে ব্যাটারিতে চার্জ দিলে সহজে শেষ হবে না। ব্যাকআপ অনেকক্ষণ পাওয়া যাবে। একটিতে 4GB RAM এবং 128GB স্টোরেজ এবং অন্যটিতে 6GB RAM এবং 128GB স্টোরেজ থাকবে। ফোনটি দুটি কালার ক্রিস্টাল পার্পল এবং অনক্সি কালো অপশনে আসবে বলে সূত্রের খবর।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সিয়েরার নয়া সংস্করণ প্রথমে বিশ্বজয়ী ভারতীয় মহিলা ক্রিকেটারদের উপহার দিচ্ছে টাটা মোটরস

বাজারে এল Motorola Edge 70, স্লিম ডিজাইনের সঙ্গে শক্তিশালী Snapdragon 7 Gen 4 চিপসেট!

প্রতিদিন 2.5GB ডেটা, ৩০ দিনের ভ্যালিডিটি, তাও মাত্র ২২৫ টাকায় সাথে ফ্রি আনলিমিটেড কল! দিচ্ছে কে?

খবরের দুনিয়ায় AI-এর ম্যাজিক! ওয়ানইন্ডিয়ার ‘ওয়াইজ’ প্ল্যাটফর্ম আনছে আঞ্চলিক খবরের নতুন বিপ্লব

মুম্বইয়ের ১৩ বছরের পুরনো দুটি ফ্ল্যাট বেচে কোটি কোটি টাকা লাভ করলেন বিগ বি

7000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা সহ বাজারে নয়া ফোন আনল Motorola

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ