এই মুহূর্তে




ফের তেজি শেয়ার বাজার, সেনসেক্স ৬০ হাজার ছুঁইছুঁই

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার ভারতীয় শেয়ার বাজারে দারুণ বৃদ্ধি লক্ষ্য় করা গেল। বিএসই সেনসেক্স একদিনেই ১,০৩০ পয়েন্ট রেকর্ড লাফ দিয়ে পৌঁছে গেল ৫৯,৯৫৭.২৫ পয়েন্টে। যা কিনা রেকর্ড ৬০ হাজার পয়েন্টের কাছাকাছি পৌঁছে গেল। নিফটি-৫০ গুরুত্বপূর্ণ লাফ দিল এদিন। দিনের শেষে নিফটি বন্ধ হল রেকর্ড ১৭,৮০০ পয়েন্টে। ব্য়াঙ্কিং, ফাইনান্সিয়াল এবং তেল ও গ্য়াস সেক্টরে বৃদ্ধির জেরেই শেয়ার বাজার চাঙ্গা বলে মত বিশেষজ্ঞদের।

বৃহস্পতিবার দিনের শেষে ৯৫৮ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫৯,৯৫৭.২৫ পয়েন্টে থামল সেনসেক্স। আর নিফটি-৫০ ১৭৬ পয়েন্ট বেড়ে থেমেছে ১৭,৮২৩ পয়েন্টে। রিলায়েন্স ইনডাস্ট্রিস, এইচডিএফসি, ইনফোসিস, আইসিআইসিআই ব্য়াঙ্ক এবং লার্সেন অ্যান্ড টুব্রো এদিন ভালো ব্য়বসা করেছে শেয়ার বাজারে। এই সংস্থাগুলির শেয়ার একত্রে সেনসেক্স ৭৫০ পয়েন্টের বেশি তুলে দিয়েছে।

অপরদিকে নিফটি-তে সরকারি ও বেসরকারি ব্য়াঙ্ক, ফাইনান্সিয়াল সার্ভিস, মেটাল, আইটি সেক্টর, তেল ও গ্য়াস কোম্পানিগুলি ভালো ব্য়বসা করেছে। নিফটিতে বৃহস্পতিবার সবচেয়ে ভালো ব্য়বসা করেছে বাজাজ ফিনসার্ভ। তাঁদের শেয়ার ৪.৬৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এরপরেই আছে হিন্দালকো, টাটা মোটরস, লার্সেন অ্য়ান্ড টুব্রো, কোল ইন্ডিয়া, অ্য়াক্সিস ব্য়াঙ্ক, এইচডিএফসি ব্য়াঙ্ক, এসবিআই ভালো ব্য়বসা করেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিশ্বজুড়ে ফের মুখ থুবড়ে পড়ল ‘এক্স’, চরম সমস্যায় ব্যবহারকারীরা

শুরু Tata Sierra-এর আন অফিসিয়াল বুকিং, নতুন প্রজন্মের SUV-কে ঘিরে উন্মাদনা তুঙ্গে

অফার! ৯ হাজার টাকার কমে POCO M7 5G, কোথায় পাবেন?

নতুন বছরেই আসছে Samsung-র নতুন ফোন, কবে কত দামে আসছে জানুন

Jio-র স্পেশাল রিচার্জ: ১৯৫ টাকার প্ল্যানে পাওয়া যাচ্ছে ৩৪৯ টাকার সুবিধা

তেল ছাড়াই চলবে রয়্যাল এনফিল্ড, প্রথম বৈদ্যুতিক মোটর বাইক কবে আসছে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ