এই মুহূর্তে




ধামাকা অফার! কোথায় পাবেন ২০ হাজারের কমে Samsung Galaxy-র স্মার্টফোন?

নিজস্ব প্রতিনিধি : স্মার্টফোন ছাড়া এখন জীবন অচল। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত স্মার্টফোনই হয়েছে সঙ্গী। নিত্যদিনের কাজেও অতি প্রয়োজনীয় হয়ে উঠেছে এটি। প্রতি মুহূর্তে ফোনের নিত্য নতুন ফিচার সামনে আসছে। আবার একাধিক সংস্থা ফোনের ওপর বিশেষ ছাড়ও দিচ্ছে। Samsung ব্যবহারকারীদের জন্য রয়েছে সুখবর।২০ হাজারের কমে গ্রাহকদের জন্য স্মার্টফোন বিক্রি করছে Samsung। Samsung Galaxy M36 5G ফোনের দাম কমে গিয়েছে। অ্যামাজনে কমদামে পাওয়া যাবে এই ফোন।

জানা যায়, এই ফোনের 8GB RAM+128GB স্টোরেজ রয়েছে। এর দেদার ছাড় পাওয়া যাচ্ছে। ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে এই ফোনে। এই ফোনটি গ্রাহকরা কিনতে পারবে ১৮,৯৯৯ টাকায়। পাশাপাশি সংস্থা ৫০০ টাকার কুপন দেওয়া হচ্ছে। এরফলে দাম আরও কমে গিয়েছে। ফোনটি কিনতে পাওয়া যাবে ১৮,৪৯৯ টাকা। পাশাপাশি ৯৪৯ টাকা ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। গ্রাহকরা পুরানো ফোন এক্সচেঞ্জ করার সুযোগ পাবেন। তারফলে ফোনটিরা দাম আরও কমে আসবে। তবে এক্সচেঞ্জ করার ক্ষেত্রে ফোনের মডেল ও অবস্থার ওপরে নির্ভর করবে সেটি।

এই ফোনের ফিচারের দিলে দেখা যাবে, Samsung Galaxy M36 5G ফোনে 6.7-ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। পাশাপাশই ফোনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনটিতে 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজও রয়েছে। এই ফোনে প্রসেসর হিসেবে রয়েছে Exynos 1380 চিপসেট। এই ফোনটি ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে। ১৩ মেগাপিক্সল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ফোনে রয়েছে ৫ হাজার মেগাহার্জ ব্যাটারি। ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। তিনটি রঙে পাওয়া যাবে ফোনটি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৭ হাজার ছাড়ে 6200mAh ব্যাটারি সহ Redmi 5G স্মার্টফোন কিনুন, কোথায় পাবেন?

২৬ হাজার টাকা সস্তা Samsung Galaxy-র স্মার্টফোন, কোথায় পাবেন?

চিনের পরে Oppo Reno 15 series আসবে ভারতের বাজারে, কবে?

দেখানো হচ্ছে নগ্ন মডেল, বন্দুক, প্রকাশ্যে ফ্লিপকার্টের আপত্তিকর বিজ্ঞাপনের স্ক্রিনশট

১৪ হাজার টাকার বেশি সস্তায় Google Pixel 10, কোথায় পাওয়া যাচ্ছে?

সিয়েরার নয়া সংস্করণ প্রথমে বিশ্বজয়ী ভারতীয় মহিলা ক্রিকেটারদের উপহার দিচ্ছে টাটা মোটরস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ