এই মুহূর্তে




মাত্র ১৩৯ টাকায় ৩০০ জিবি ডেটা দিচ্ছে এই মোবাইল পরিষেবা  সংস্থা! বিশ্বাস হচ্ছে না?

নিজস্ব প্রতিনিধি: ভারতের টেলিকম বাজারে এখন জোর টক্কর চলছে। একদিকে Jio এবং Airtel-এর দাপটে অন্য সংস্থাগুলি যখন কোণঠাসা, ঠিক তখনই Vodafone Idea বা Vi এমন এক ধামাকা অফার নিয়ে এসেছে যা শুনে অনেকেরই চোখ কপালে উঠতে বাধ্য। যেখানে Vi-এর গ্রাহক সংখ্যা ক্রমশ কমছে, সেখানে গ্রাহকদের ধরে রাখতে সংস্থাটি এমন এক ‘সিলেক্টেড’ প্ল্যান এনেছে যা সচরাচর দেখা যায় না।

মাত্র Rs. 139-এ 300GB ডেটার জাদু!

সম্প্রতি জনপ্রিয় টেক টিপস্টার অভিষেক যাদব একটি চাঞ্চল্যকর তথ্য শেয়ার করেছেন। তাঁর দাবি অনুযায়ী, Vi তাদের গ্রাহকদের মাত্র Rs. 139 টাকার ডেটা প্যাক রিচার্জে পুরো 300GB হাই-স্পিড ইন্টারনেট ডেটা দিচ্ছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ অনেকেই এই অফারের স্ক্রিনশট শেয়ার করেছেন। সাধারণত, Jio বা Airtel-এর মতো সংস্থাগুলোর কাছে এই দামে এত বিপুল পরিমাণ ডেটার কোনও প্ল্যান নেই। তাই Vi-এর এই পদক্ষেপকে গেম-চেঞ্জার হিসেবে দেখা হচ্ছে।

অফারটি কি সবার জন্য? আসল সত্যটা জানুন

এই খবরটি শোনার পর আমরা যখন Vi-এর অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যাপ চেক করি, তখন দেখা যায় সাধারণ গ্রাহকদের জন্য Rs. 139 প্ল্যানে মূলত 12GB Data দেওয়া হচ্ছে।

তবে টিপস্টার এবং একাধিক গ্রাহকের দাবি, এটি একটি ‘স্পেশাল অফার’ বা ‘লাকি অফার’ যা সংস্থা বেছে বেছে কিছু নির্দিষ্ট গ্রাহককে (Selected Users) দিচ্ছে। অর্থাৎ, সবার অ্যাপে এই অফার নাও দেখাতে পারে। এই অফারের শর্তগুলো হল:

  • এটি একটি ডেটা-অনলি প্যাক (Data Pack), এতে কোনও কলিং বা এসএমএস সুবিধা নেই।
  • পাওয়া তথ্য অনুযায়ী, এই 300GB ডেটার মেয়াদ থাকছে 28 দিন
  • যাঁরা প্রচুর ইন্টারনেট ব্যবহার করেন বা ফোনের হটস্পট অন করে ল্যাপটপ বা অন্য ডিভাইসে কাজ করেন, তাঁদের জন্য এটি লটারির চেয়ে কম নয়।

সম্প্রতি TRAI-এর October 2025-এর রিপোর্টে দেখা গিয়েছে, যে Vi-এর অবস্থা বেশ শোচনীয়। September 2025-এ যেখানে তাদের গ্রাহক সংখ্যা ছিল 20.28 Crore, সেখানে October মাসে তা কমে দাঁড়িয়েছে 20.07 Crore-এ। যেখানে দেশে মোট টেলিফোন ব্যবহারকারীর সংখ্যা 123.1 Crore, সেখানে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং গ্রাহক ভাঙন রুখতে Vi এই ধরনের লোভনীয় অফার দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

স্বমহিমায় বাজার কাঁপাচ্ছে এই দুর্ধর্ষ ম্যাক্সি স্কুটার

হাজার টাকার কমে পাওয়া যাচ্ছে এই দুর্দান্ত ব্লুটুথ স্পিকারগুলো! এবার জমে যাবে পার্টি আর পিকনিক

মাত্র ৩,১৬৭ টাকায় 200MP ক্যামেরার Vivo X300 সিরিজ এখন হাতের মুঠোয়! কিভাবে জেনে নিন

প্রিয় বন্ধুর জায়গা নিয়েছে ChatGPT বা AI? বিশ্বাস করে এই ১০টি জিনিস শেয়ার করলেই ঘনাবে বিপদ

প্রতিদিন মাত্র ৩৩৩ টাকা বাঁচাতে পারলে পাবেন ১৭ লক্ষ! দূর্দান্ত স্কিম আনল পোস্ট অফিস

বিয়ের মরসুমে মধ্যবিত্তের ঘুম উড়িয়ে ২ লক্ষের কাছে রুপো

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ