এই মুহূর্তে




বাজারে আসছে vivo’র নতুন ফোন, কত দাম Vivo T4 Ultra 5G’র?




নিজস্ব প্রতিনিধি : বাজারে আসছে vivo-র নতুন ফোন। এই সংস্থা গ্রাহকদের কথা চিন্তা করে নতুন ফোন আনতে চলেছে ভারতের বাজারে। জানা গিয়েছে Vivo T4 Ultra 5G ফোনটি বাজারে আসবে আগামী বুধবার। তবে বাজারে আসার আগে ভিভো টি৪ আল্ট্রা ৫জি ফোনের ডিজাইন, রং অপশন এবং একাধিক ফিচার প্রকাশ্যে এসেছে। Flipkart সাইটে প্রকাশ করা হয়েছে ফোনের সব ফিচার।  ভারতে নতুন ভিভো টি৪ আল্ট্রা ফোনের দাম কত হবে তাও ফাঁস হয়েছে। আসুন জেনে নেওয়া যাক ভারতে কত দাম আসবে নতুন ভিভো টি৪ আল্ট্রা এবং স্পেসিফিকেশন কী হবে।

সূত্রের খবর, ভিভো টি৪ আল্ট্রা ৫জি ফোনটি ভারতে ৩৫ হাজার টাকায় লঞ্চ করতে পারে। যদি আগের Vivo T3 Ultra 5G ফোনের কথা বলা হয়ে, সেটি ৩১,৯৯৯ টাকায় লঞ্চ করেছিল। আপকামিং ভিভো টি৪ আল্ট্রা ৫জি ফোনটি ফ্লিপকার্ট থেকে করা হবে। ফোনটি কালো এবং সাদা রঙের পাওয়া যাবে। এছাড়া ভিভো টি৪ আল্ট্রা ফোনটি ভিভো-র অফিসিয়াল ই-স্টোর এবং অফলাইন রিটেল স্টোর থেকেও কেনা যাবে।

ফিচারের কথা বললে, ফোনটি 6.7-ইঞ্চি pOLED কোডায়-কার্ভড ডিসপ্লে থাকতে পারে। এটি 120Hz রিফ্রেশ রেট, আই কেয়ার ফিচার এবং 5000 নিট পিক ব্রাইটনেস থাকবে। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 9300 এবং  চিপসেট থাকবে। ফোনের রিয়ারে OIS সহ 50MP Sony IMX921 প্রাইমারি ক্যামেরা, একটি ৫০ মেগাপিক্সেল থ্রিএক্স  পেরিস্কোপ লেন্স এবং একটি 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর থাকবে বলে জানা গিয়েছে। ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে। ৫৫০০ মেগাহার্জ ব্যাটারি থাকবে। ৯০ ওয়াট ফাস্ট চার্জিং ব্যবস্থা থাকবে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

BSNL আনছে Q-5G! কবে থেকে পাবেন এই হাই-স্পিড ইন্টারনেট?

ফের লক্ষ ছুঁল সোনার দাম, পাল্লা দিয়ে বেড়েছে রূপোর মূল্যও, মাথায় হাত মধ্যবিত্তদের

আশঙ্কাই সত্যি, ১১ বছর পর চরম পদক্ষেপ নিল Whatsapp, মাথায় হাত ব্যবহারকারীদের

বাজাজের নয়া স্কুটারে মাত্র চার ঘণ্টা চার্জ দিয়েই পৌঁছে যাবেন খড়গপুর

আই ফোনের ব্যবসায়  ধাক্কা দিতে স্মার্টফোন আনছেন ট্রাম্প, কবে আসছে?

পুরনো দামে নতুন চেহারায় হাজির হোন্ডার এই দুর্ধর্ষ অ্যাডভেঞ্চার ট্যুরার বাইক

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ