এই মুহূর্তে

বিজেপি বিধায়কদের সঙ্গে পুজো উদ্বোধন করলেন ‘বিতর্কিত’ শিশির অধিকারী

নিজস্ব প্রতিনিধি: তিনি তৃণমূল (TMC) সাংসদ। অবশ্য বারবার তিনি নিজেকে প্রমাণ করেছেন বিজেপি (BJP) ঘনিষ্ঠ হিসেবে। বিধানসভা ভোটের আগে উঠেছিলেন বিজেপির মঞ্চে। বলেছিলেন, তৃণমূল সরকার পড়ার কথা। তিনিই ভোট দিতেও গিয়েছিলেন রাষ্ট্রপতি নির্বাচনে। যেখানে তৃণমূলের অবস্থান ছিল, কেউ ভোট দেবেন না। তৃণমূল শিবির থেকে তাঁর বিরুদ্ধে বারবার আনা হয়েছে দলীয় রীতি ভঙ্গের অভিযোগ। আবেদন করা হয়েছে, তাঁর সাংসদ পদ খারিজের।

এর আগে তাঁর বাড়িতে এসে আড্ডা জমিয়েছিলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এবং বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি। বারবার বিজেপির সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা দেখা গেলেও তিনি তৃণমূলের শিবিরের টিকিটে পাওয়া সাংসদ পদ ছাড়তে নারাজ। আবারও বিতর্কের কেন্দ্রে তিনি। কাঁথি’র একটি পুজো মণ্ডপে পুজো উদ্বোধনের সময় তাঁকে এবং বিজেপি বিধায়ক, নেতাদের দেখা গেল একসঙ্গে।

উপস্থিত ছিলেন খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, কাঁথি দক্ষিণের বিজেপি বিধায়ক অরূপ দাস, বিজেপি নেতা রুদ্রনীল সেন। সেখানেই দেখা গেল তাঁরা এবং শিশির অধিকারী একসঙ্গে মিলে উদ্বোধন করছেন পুজো। তারপরে প্রথমে বিগ্রহের দিকে ফুল ছুঁড়ে দেন শিশির। তারপরেই ফুল ছুঁড়ে দেন বিজেপি নেতাদের মাথায়। তবে এই ঘটনা নিয়ে সংবাদ মাধ্যম প্রশ্ন করলে মুখে কুলুপ এঁটেছেন তিনি।

তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, এই বিষয়টি সাংসদ পদ খারিজের শুনানিতে উল্লেখ করা হবে। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘পুজোর সময় রাজনৈতিক মন্তব্য করা ঠিক নয়। তবে ওঁ বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব হয়েও মুখে ও কাজে অন্য কাজ করছেন। যা কাম্য নয়। তৃণমূল সাংসদ হয়ে বারবার উঠছেন বিজেপির মঞ্চে, পুজো উদ্বোধন করছেন বিজেপি’র সঙ্গে। মন থেকে বিজেপি করছেন অথচ মুখে স্পষ্ট করে বলতে পারছেন না। স্পষ্ট যে ওঁ মানসিক ও শারীরিক ভাবে বিজেপির সঙ্গেই আছেন’।  ওঁর উচিৎ রাজনৈতিক অবস্থান স্পষ্ট করা’।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৪ বছরের শিশুকে বাড়ি থেকে নিয়ে গিয়ে রাস্তার ধারে ফেলে রেখে পালিয়ে গেল মা

৪৫ তম মুর্শিদাবাদ জেলা বইমেলার উদ্বোধনে সিদ্দিকুল্লা চৌধুরী

রাজ্যের ২ জেলায় হানা দিয়ে বিপুল পরিমাণে নকল গুড নাইট LV রিফিল আটক,গ্রেফতার একাধিক

সোনার তালের সন্ধানে এক ব্যক্তিকে অপহরণ করে পুলিশের হাতে পাকড়াও ৮ দুষ্কৃতী

রাজ্যের ৯ জেলায় নামবে পারদ, ঠান্ডার সর্তকতা জারি,কুয়াশার দাপট বাড়বে

কাজল-কেষ্টর উদ্যোগে মুখ‍্যমন্ত্রীর জন্মদিন পালন, কাটা হল ৭১টি কেক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ