এই মুহূর্তে

ভুয়ো নিয়োগ তালিকায় সোনারপুর পুরসভার এক কাউন্সিলরের নাম

নিজস্ব প্রতিনিধি: ভুয়ো শিক্ষক- শিক্ষিকা নিয়োগের তালিকায় এবারে নাম কাউন্সিলরের (COUNCILOR)। রাজপুর- সোনারপুর পুরসভার কাউন্সিলর তিনি। বেআইনি নিয়োগ তালিকায় কাউন্সিলরের নামের খবরে এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

জানা গিয়েছে, রাজপুর- সোনারপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি। তাঁর নাম কুহেলি ঘোষ। তিনি চৌহাটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের (HC) নির্দেশে গত বৃহস্পতিবার স্কুল সার্ভিস কমিশন (SSC) প্রকাশ করে নবম- দশম শ্রেণির শিক্ষক-শিক্ষিকা নিয়োগের ৯৫২ জনের তালিকা। তারপরেই প্রকাশ্যে এসেছে বেশ কিছু ওএমআর শিট। সেই তালিকাতেই নাম রয়েছে দক্ষিণ ২৪ পরগণা জেলার রাজপুর-সোনারপুর পুরসভার ১৮ নম্বরের ওয়ার্ডের এই কাউন্সিলরের নাম। তাঁর নাম রয়েছে ৪৭৪ নম্বরে। গত ২০১৯ সালে ইতিহাসের শিক্ষিকা হিসেবে কাজে যোগ দিয়েছিলেন তিনি। অবশ্য এখন তিনি স্কুলে যাওয়া বন্ধ করেছেন। 

যার বিরুদ্ধে অভিযোগ ওই কাউন্সিলর বলেন, এই বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। বিষয়টি বিচারাধীন। বলেন, আইনি পথে লড়াই করবেন তিনি। তাঁর দাবি, এসএসসি’র ২০১৬ সালের নিয়োগ বিজ্ঞপ্তি দেখে তিনি পরীক্ষা দিয়েছিলেন। প্রসঙ্গত, এই বিদ্যালয়ের আগে তিনি শিক্ষিকা হিসেবে নিযুক্ত ছিলেন সোনারপুরের কোদালিয়া প্রাথমিক বালিকা বিদ্যালয়ে।

উল্লেখ্য, বেশকিছু ভাইরাল হওয়া ওএমআর শিটে দেখা গিয়েছে কেউ ওএমআর শিটে একটি উত্তরও করেননি। আবার কেউ সব উত্তরই করেছেন, তবে বেশিরভাগই ভুল। অবাক বিষয় সকলের প্রাপ্ত নম্বর ৫৩।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়

ঝাড়গ্রামের জামবনিতে ফিল্মি কায়দায় জঙ্গলের রাস্তায় ৩ লক্ষ টাকার লুট দুষ্কৃতীদের

বারাসত উড়ালপুলের নিচে ফেন্সিংয়ের কাজে পুরসভাকে বাধা দিল হকাররা, অফিসারকে ঘিরে বিক্ষোভ

শিলিগুড়িতে ব্যাংকের ভেতরে নিরাপত্তারক্ষীর বন্দুক থেকে ছুটল গুলি, আহত শিশু সহ ৫

কৃষ্ণনগর পৌরসভা কার্যত দেউলিয়া, ছাঁটাই অনিবার্য ছিল , দাবি মহুয়া মৈত্রের

বঙ্গে টানা ৫ দিন চলবে হাড় কাঁপানো শীত, কলকাতায় কুয়াশার দাপট বাড়বে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ