এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

কলকাতার নজরদারিতে বিপ্লব, বসছে ১০ হাজার CCTV আর ANPR Camera

নিজস্ব প্রতিনিধি: শহর কলকাতার(Kolkata) বুকে নজরদারির ক্ষেত্রে কার্যত বিপ্লব আনতে চলেছে লালবাজার(Lalbazaar)। শহরের প্রতিটি বড় রাস্তা থেকে অলিগলি সিসিটিভিতে মুড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ(KP)। প্রতি ১৫০মিটার অন্তর বসবে সেই ক্যামেরা। লক্ষ্য শহরের বুকে অপরাধের ঘটনা কমানো এবং যদি কোনও অপরাধ হয়ও তাহলেও সেই ঘটনা যেন সিসিটিভি(CCTV) ফুটেজ হিসাবে সংরক্ষিত থেকে যায় যা দেখে দ্রুত অপরাধীদের চিহ্নিত করা যাবে। সেই সূত্রে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে কলকাতা পুলিশ। কলকাতা শহরে এখন প্রায় ২৫০০ সিসিটিভি রয়েছে যার নিয়ন্ত্রণ রয়েছে কলকাতা পুলিশের হাতে। কিন্তু শহরের সব বড় রাস্তা বা সব অলিগলিতে এখনও নজরদারির ক্ষেত্রে সিসিটিভি বসানো যায়নি। কিন্তু এবার নির্ভয়া প্রকল্পের মাধ্যমে কার্যত গোটা কলকাতা শহরকে সিসিটিভির নজরদারিতে মুড়ে দিতে চাইছে কলকাতা পুলিশ। সেই লক্ষ্যে কাজও শুরু হয়ে গিয়েছে। নতুন করে শহরের বুকে আরও ১২০০ সিসিটিভি বসানো হয়েছে এবং আরও ৩ হাজার সিসিটিভি বসানোর কাজ শুরু হয়েছে। সব মিলিয়ে কলকাতার নজরদারিতে এবার প্রায় ৭ হাজার সিসিটিভি সর্বদা সক্রিয় ভূমিকা পালন করতে চলেছে।

আরও পড়ুন কলকাতায় উদ্ধার ৫৯ লাখ টাকা, গ্রেফতার ৯

লালবাজার সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালে শহরে যত অপরাধের ঘটনা ঘটেছে তার একটা বড় অংশের ক্ষেত্রে দেখা যাচ্ছে তদন্তে সাফল্য এসেছে সিসিটিভি ফুটেজের মাধ্যমে। আবার এটাও দেখা গিয়েছে কোনও কোনও এলাকায় সিসিটিভি’র উপস্থিতি সেখানে অপরাধ সংক্রান্ত ঘটনা কমিয়ে দিয়েছে। আর এই দুই ছবি দেখেই লালবাজারের কর্তাদের সিদ্ধান্ত গোটা শহরের বড় রাস্তা থেকে অলিগলি মুড়ে ফেলতে হবে সিসিটিভির নজরদারিতে। সেই সূত্রেই শহরজুড়ে সিসিটিভি বসানোর তোড়জোড়। লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে চলতি নতুন বছরের প্রথম ৩৩ মাসের মধ্যেই এই সিসিটিভি বসানোর কাজ শেষ করে তা চালু করে দিতে। শুধু তাই নয় ধাপে ধাপে আগামী ৫ বছরের মধ্যেই শহরের বুকে এই সিসিটিভির সংখ্যা ১০ হাজারে নিয়ে যেতে চান কলকাতা পুলিশের কর্তারা।

আরও পড়ুন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে গাড়ি চাপা দেওয়ার ঘটনায় গ্রেফতার চালক

শুধু সিসিটিভিই নয়, শহরের রাস্তাগুলিতে নজরদারির ক্ষেত্রে এবার কলকাতা পুলিশের বাজি হয়ে উঠতে চলেছে অটোমেটিক নম্বর প্লেট রেকগনিশন(ANPR Camera) বা এএনপিআর ক্যামেরা। এই ক্যামেরা রাস্তা দিয়ে অতি দ্রুত গতিতে চলে যাওয়া গাড়ির নম্বর প্লেট স্বয়ংক্রিয় পদ্ধতিতে তুলে রাখতে পারবে ও দ্রুত তা সেভ করতেও পারবে। ইতিমধ্যেই শহরের বুকে ১৫০টি রাস্তায় এই ক্যামেরা বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে। এই সব ক্যামেরাগুলি একসঙ্গে কাজ শুরু করে দিলে তখন কোনও অপরাধ বা দুর্ঘটনায় যুক্ত গাড়ির নম্বর কন্ট্রোল রুমের সার্ভারে দিলেই কোন কোন রাস্তা দিয়ে গাড়িটি গিয়েছে, তা বলে দেবে এএনপিআর ক্যামেরা। এএনপিআর ক্যামেরার জালে পালাতে পারবে না কোনও গাড়ি। পুলিশের হাতে চলে আসবে গাড়ির স্যাটেলাইট ম্যাপ। এই মুহূর্তে শহরের ‘এন্ট্রি’ ও ‘এগজিট’ পয়েন্ট মিলিয়ে মোট ২৫টি এএনপিআর ক্যামেরা রয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পরবর্তী দু’দফার ভোটে কেন্দ্রীয় বাহিনী বাড়ছে, জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক

১৯ মে নাগাদ আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করছে বর্ষা: আবহাওয়া দফতর

বউবাজার বিস্ফোরণকাণ্ডে অভিযুক্ত খালিদের মুক্তির ওপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট

মঙ্গলবার গঙ্গাধর মামলার শুনানি সুপ্রিম কোর্টে

‘বিজেপি বড়জোর ১৯৫টা আসন পাবে’, বনগাঁ থেকে ভবিষ্যৎবাণী মমতার

FIR খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর