এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

দিলীপের গ্রামে তীব্র পানীয় জলের সঙ্কট, কিছুই করেনি BJP

নিজস্ব প্রতিনিধি: জঙ্গলমহলের একদম দক্ষিণতম প্রান্ত বললে খুব একটা ভুল হবে না। ঝাড়গ্রাম(Jhargram) জেলার গোপীবল্লভপুর(Gopiballavpur)-২ ব্লকের কুলিয়ানা গ্রাম পঞ্চায়েত(Kuliyana GP)। এই গ্রামের একটি বিশেষ পরিচিতি আছে। গ্রামেই বাড়ি বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথা মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষের(Dilip Ghosh)। কুলিয়ানার জোড়াকুশমা(Jorakushma) গ্রামেই পৈতৃক বাড়ি দিলীপবাবুর। সেখানে তাঁর মা অয়া ভাইয়ের পরিবার থাকে। স্থানীয় গ্রাম পঞ্চায়েতটিও বিজেপি(BJP)রই দখলে। কিন্তু সেই গ্রামেই তীব্র পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে। গরম পড়তেই পানীয় জলের হাহাকার শুরু হয়েছে সেখানে। কখনও দেড়-দুই কিমি দূর থেকে অন্যের বাড়িতে গিয়ে দাঁড়িয়ে থেকে জল সংগ্রহ করতে হচ্ছে, আবার কখনও স্থানীয় একটি স্কুলের প্রাঙ্গণে জলের জন্য লম্বা লাইন পড়ছে। কিন্তু এই জলসঙ্কট মেটাতে কিছুই করেনি বিজেপি পরিচালিত স্থানীয় গ্রাম পঞ্চায়েত। আর তার জেরে দিলীপের নিজের গ্রামের লোকেরাই খচে ব্যোম হয়ে আছে গেরুয়া শিবিরের ওপরে।

আরও পড়ুন পথ দুর্ঘটনার কারণ খুঁজতে মোদির IRAD App-এ আস্থা মমতার

জানা গিয়েছে, জোড়াকুশমা গ্রামের বাসিন্দারা প্রায় ১০ বছর ধরে এই পানীয় জলের সংকটে ভুগছেন। গ্রামবাসীদের দাবি, পঞ্চায়েত প্রধান সহ প্রশাসনকে একাধিকবার পানীয় জলের জন্য লিখিত আবেদন জানানো হয়েছে। কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি। গ্রামে যে টিউবওয়েল আছে, তা গরম পড়তে না পড়তেই শুকিয়ে যায়। প্রতিবেশী দু’এক ঘর থেকে বহু কষ্টে পানীয় ও গৃহপালিত পশুর জন্য জল সংগ্রহ করা হয়। একবছর আগে গ্রামের বাড়ি বাড়ি টাইমকল করে দেওয়া হয়েছে। কিন্তু এখনও জল সরবরাহ শুরু হয়নি। পানীয় জল না পাওয়ায় বিজেপির বিরুদ্ধে ক্ষোভ ক্রমশ বাড়ছে গ্রামবাসীদের। সামনের পঞ্চায়েত নির্বাচনে সেই ক্ষোভ যে উগরে পড়বে, গ্রামবাসীদের ঝাঁঝেই তা পরিষ্কারভাবে ধরা পড়েছে। এই নিয়ে জোড়াকুশমা গ্রামের বাসিন্দাদের দাবি, ‘১০ বছরের বেশি হয়ে গেল আমাদের গ্রামের পানীয় জলের সঙ্কট নিয়ে কারও কোনও হেলদোল নেই। প্রধান ও স্থানীয় প্রশাসনকে একাধিকবার জানানো হয়েছে। সবাই আশ্বাস দিয়েছেন, জলের ব্যবস্থা হয়ে যাবে। আদতে কোনও কিছুই হয়নি। এই গ্রামের বেশিরভাগ খেটে খাওয়া মানুষ। ৪০টি পরিবার বহু কষ্টে দূর থেকে জল সংগ্রহ করছে। প্রতিটি বাড়িতে টাইম কল দেওয়া হয়েছে এক বছর আগেই, অথচ জল দেওয়া চালু হয়নি।’

আরও পড়ুন নিউ কোচবিহার স্টেশন হবে আন্তর্জাতিক মানের, বিনিয়োগ ২১০ কোটি

এই বিষয়ে বিজেপির গ্রাম পঞ্চায়েতের প্রধান আরতি সিং জানিয়েছেন, ‘তিন-চারদিন আগে ব্লক প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। টেন্ডার করে সেখানে পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হবে।’ এলাকার পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য তথা তৃণমূল নেতা ও গোপীবল্লভপুর-২ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি হিমসাগর সিংহ জানিয়েছেন, ‘কুলিয়ানা গ্রামপঞ্চায়েতটি বিজেপির দখলে রয়েছে। পাঁচ বছর গড়াতে চলল, কোথাও তাঁরা মানুষের জন্য কোনও উন্নয়নের কথা ভাবেনি। আমাদের মুখ্যমন্ত্রীর জলস্বপ্ন প্রকল্প রয়েছে। তার মাধ্যমে আমরা সেখানে পানীয় জলের ব্যবস্থা করব।’ ক্ষিপ্ত গ্রামবাসীদের দাবি, প্রতিবারই এই কথা শোনা যায়। ভোট এলেই সবাই বলে সব কিছু করে দেব। কিন্তু ভোটের পরে আর আমাদের কথা কারোর মনে পড়ে না।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শ্লীলতাহানি নিয়ে মুখ খুললেন রাজ্যপাল, কী বললেন বোস?

উত্তরপ্রদেশে ১৭ বছরের কিশোরীকে অপহরণ করে লাগাতার ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত

গরমে পুড়ছে গোটা বাংলাদেশ, ৭৬ বছরের রেকর্ড ভাঙল তাপপ্রবাহ

জেনে নিন মকর রাশির কিছু অজানা দিক, না মানলেই বিপদ

এসি ছাড়াই নিমেষে ঠান্ডা রাখবে ঘর, জেনে নিন কিছু গোপন মন্ত্র

এসি থেকে বাইরে বেরোলে নাকের মধ্যে সুড়সুড়ি, জেনে নিন কি করবেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর