এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

Rose Valley কাণ্ডে লকেটকে ছাড় কেন, ED-কে প্রশ্ন তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি: নজরে লকেট। গলার নয় অবশ্যই। হতে পারেন তিনি একসময় তৃণমূলের গলায় ছিলেন, কিন্তু এখন তিনি শোভিত হন পদ্মের গলায়। মানে বিজেপিতে। নজরে হুগলির বিজেপি সাংসদ(Hooghly BJP MP) লকেট চট্টোপাধ্যায়(Locket Chatterjee)। কেননা তৃণমূলের এক কাউন্সিলর শুক্রবার সল্টলেকের Enforcement Department বা ED’র কার্যালয়ে এসে এদিন দাবিপত্র জমা দিয়ে গিয়েছেন। সেই দাবিপত্রের মুখ্য দাবি, Rose Valley কাণ্ডে তদন্ত করছে ED। অথচ সেই ঘটনায় এখনও অবধি লকেটকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকেই পাঠায়নি এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। লকেট Rose Valley কাণ্ডে সব থেকে বড় সুবিধাভোগী। তাহলে সেই তদন্তে কেন তাঁকে ছাড় দেওয়া হচ্ছে? সেটা কী তিনি বিজেপি সাংসদ বলে? প্রশ্ন তৃণমূল(TMC) কাউন্সিলর তুলসি সিনহা রায়ের(Tulsi Sinha Roy)। প্রশ্ন তৃণমূলেরও।

আরও পড়ুন মমতার ঘোষণায় জঙ্গলমহলে কুড়মি ভোট হাতছাড়া বিজেপির

জানা গিয়েছে, এদিন সকালে যান বিধাননগর পৌরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা মেয়র পারিষদ তুলসি সিনহা রায় কয়েকজনকে নিয়ে সোজা চলে যান সল্টলেকের ED’র কার্যালয়ে। তাঁর আবেদন, রোজভ্যালি চিটফান্ড থেকে প্রভূত আর্থিক সুবিধা ভোগ করেছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সেই ঘটনার যথাযথ তদন্ত হোক। তুলসি পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ‘আজকে আমরা আইনজীবী এবং সমাজকর্মীর তরফ থেকে একটা আবেদন নিয়ে এসেছি তদন্ত করার জন্য। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় রোজভ্যালি চিটফান্ড সংস্থার একজন বেনিফিশিয়ারি। সেই ব্যাপারে যাতে নিরপেক্ষ তদন্ত হয়, সেই ব্যাপারে ইডি কার্যালয়ে একটা আবেদন জমা দিয়ে গেলাম। আমাদের কাছে তথ্য আছে। কিন্তু আমরা চাই, আগে ইডি তদন্ত করুক এবং এই তদন্ত চলাকালীন যদি আমাদের কোনও সহযোগিতা প্রয়োজন হয় আমরা সহযোগিতায় থাকব।’

আরও পড়ুন অ্যালুমিনিয়ামের বাসন নিয়ে কেন্দ্রের নয়া নির্দেশিকা রাজ্যকে

তিনি আরও বলেন, ‘যখন রোজভ্যালি কাণ্ডে ইডি এত তদন্ত করছে, সেক্ষেত্রে তদন্তের বাইরে কেন থাকবেন লকেট চট্টোপাধ্যায়? তিনি বিজেপি সাংসদ বলেই কি তদন্তের বাইরে? সেই আবেদনটাই আমরা করতে এসেছি যে, তাঁর ব্যাপারেও তদন্ত করা হোক। নিরপেক্ষ তদন্তের আশায় আমরা এখানে আবেদন জানিয়ে গেলাম। বিভিন্ন ঘটনায় তদন্ত করছে ED। আমরাও নিরপেক্ষ তদন্ত চাইছি। রোজভ্যালি চিটফান্ডের সুবিধা পেয়েছেন লকেট চট্টোপাধ্যায়। তাঁর আয়ের সঙ্গে সংগতি বিহীন সম্পত্তি নিয়ে যাতে তদন্ত হয় সেই জন্য আমরা আবেদন জানাচ্ছি। আমরা চাই ED তদন্ত করুক। প্রয়োজনে আমরা সাহায্য করব। আমাদের আবেদন এই মামলায় তাঁর দিকটিও খতিয়ে দেখা হোক। নিরপেক্ষ তদন্তের আবেদন করলাম।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বুধবার বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হবে, শুক্রবারের মধ্যে নিম্নচাপ অতি শক্তিশালী হবে

রামের নামে আর চিঁড়ে ভিজছে না শিল্পাঞ্চলে, খাবি খাচ্ছে বিজেপি

ভূপতিনগর ও পটাশপুর থানার ওসি সহ পুরুলিয়ার এসপিকে সরাল কমিশন

বিধান ভবনে খাড়গের ছবিতে লেপে দেওয়া হল কালি, লেখা হল ‘টিএমসি দালাল’

বাংলার মুখ্যসচিবের মেয়াদবৃদ্ধি নিয়ে মুখে কুলুপ এঁটেছে মোদি সরকার

ভোট মিটলেই ১৩ হাজার অঙ্গনওয়াড়ি পদে নিয়োগের পথে রাজ্য সরকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর