এই মুহূর্তে




সর্বাধিনায়ককে শেষ শ্রদ্ধা জানাতে রাজপথে মানুষের ঢল

নিজস্ব প্রতিনিধিঃ শেষ যাত্রায় সস্ত্রীক সিডিএস বিপিন রাওয়াত। বুধবারের ভয়ংকর কপ্টার দুর্ঘটনায় মৃত্যুর পরে শেষকৃত্তের জন্য ব্রার শ্মশানের উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা দিয়েছেন চিফ এফ স্টাফ ডিফেন্স বিপিন রাওয়াত এবং তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতের মরদেহ। আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরেই পঞ্চভূতে বিলীন হবেন জেনারেল বিপিন রাওয়াত এবং তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত। আর তাই দেশের সর্বাধিনায়ককে শেষ শ্রদ্ধা জানাতে রাজপথে নামল সাধারণ মানুষের ঢল। 

শুক্রবার ঠিক দুপুর দুটোর সময়ে বিপিন রাওয়াতের দিল্লির বাসভবন থেকে তাঁর এবং তাঁর স্ত্রীর মরদেহ ব্রার শ্মশানের উদ্দেশ্যে রওনা দেন। ভারতীয় সেনার উচ্চপদস্থ সেনা আধিকারিকদের নেতৃত্বে ধীরে ধীরে সেই কনভয় শ্মশানের দিকে এগিয়ে যাচ্ছে। কনভয়ের প্রথমেই মোটর বাইকে সওয়ার রয়েছেন তিন সেনার বিশিষ্ট আধিকারিক। তার ঠিক পিছনেই একাধিক গাড়িতে সওয়ার রয়েছেন ভারতীয় সেনার বিশিষ্ট আধিকারিকরা। কিন্তু এদিন এই কনভয়ের পিছনেই জাতীয় পতাকা হাতে নিয়ে ছুটতে ছুটতে সর্বাধিনায়ককে শেষ শ্রদ্ধা জানাতে দেখা গেল বহু সাধারণ মানুষকে। তাঁদের মধ্যে কেউ পায়ে হেঁটে এসেছেন আলীগড় থেকে। কেউ আবার পরিজনদের হাসপাতালে ভর্তি করিয়ে রেখেই সোজা চলে এসেছেন জেনারেলের শেষযাত্রায় অংশগ্রহণ করবেন বলে। তাঁদের চোখের জল আর ‘ভারত মাতা কি জয়’ ধবনিতেই এদিন মুখরিত রাজধানীর আকাশ বাতাস।

এদিন বিপিন রাওয়াতের শেষযাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই দেখা যায় রাস্তায় সস্ত্রীক রাওয়াতকে শেষ শ্রদ্ধা জানাতে অপেক্ষা করছেন হাজার হাজার মানুষ। কনভয় কিছুদূর এগোতেই অপেক্ষায়মান দর্শনার্থীরা বিপিন রাওয়াতকে শ্রদ্ধা জানিয়ে ফুল, মালা ছুঁড়তে শুরু করেন। এমনকি বহু সাধারণ মানুষকে কনভয়ের পাশে পাশে জাতীয় পতাকা হাতে নিয়ে ছুটতে দেখা যায়।  সেই সঙ্গে সমস্বরে দেওয়া হয় ‘বিপিন রাওয়াত অমর রহে’ জয়ধ্বনি। এমনকি যে রাস্তা দিয়ে বিপিন রাওয়াতের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে সেই রাস্তার বহু জায়গায় সিডিএস বিপিন রাওয়াত এবং মধুনিকা রাওয়াতের নামে জয়ধ্বনি দেওয়া পোস্টারও চোখে পড়ে। পাশাপাশি যে রাস্তা দিয়ে বিপিন রাওয়াত এবং মধুলিকা রাওয়াতের শোভাযাত্রা গিয়েছে তার উল্টোদিকের রাস্তাতেও গাড়ি থামিয়ে মানুষকে শেষ শ্রদ্ধা জানাতে দেখা গেল। শত্রুপক্ষের হাত থেকে দেশকে একাধিকবার রক্ষা করেছেন যে ব্যক্তি, সেই দেশনায়ককে  চোখের জলে শেষ বিদায় দিতে শুক্রবার রাজপথে নামল সাধারণ মানুষের ঢল। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ঠিক যেন শোলে, প্রেমিকার বিয়ে আটকাতে হাইটেনশন টাওয়ারের মাথায় চড়লেন যুবক!

ঐতিহ্যবাহী শাড়ি এবং ‘জেন্টলম্যান’ লুকে প্রথম জাতীয় পুরস্কার নিলেন শাহরুখ-রানি

মঙ্গলেই অমঙ্গল, টাকার দামে সর্বকালীন রেকর্ড পতন

‘আগে চেয়ার থেকে উঠুন…’, ভরা বৈঠকে মহিলা কাউন্সিলরদের স্বামীদের নির্দেশ জেলাশাসকের

গাড়ি চোরাচালান কাণ্ডে দুলকার সলমান, পৃথ্বীরাজের বাড়িতে শুল্ক দফতরের হানা

বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে কাবুল থেকে দিল্লি পাড়ি কিশোরের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ