এই মুহূর্তে




চিনের মহাসড়কে ভয়াবহ ভূমিধস, নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্কঃ ভয়াবহ বিপর্যয় চিনে। লাগাতার বৃষ্টির জেরে চিনের দক্ষিণাঞ্চলে গুয়াংডংয়ে ভয়াবহ ভূমিধস। বর্তমানে ওই  এলাকার মহাসড়কের একাংশ ধসে পড়েছে। যার জেরে প্রাণ হারিয়েছেন ১৯ জন। ইতিমধ্যেই বর্তমান পরিস্থিতি নিয়ে  গুয়াংডং প্রশাসনের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি।

সেখানে বলা হয়েছে, লাগাতার বৃষ্টির জেরে মহাসড়কের ১৭ দশমিক ৯ মিটার দীর্ঘ একটি অংশ ধসে পড়েছে। এরফলে প্রায় ১৮টি গাড়ি মহাসড়ক থেকে নিচে পড়ে যায়। তাতেই প্রাণ হারিয়েছেন ১৯জন এবং ৩০ জন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার অভিযানে সহায়তার জন্য প্রশাসনের তরফে  প্রায় ৫০০ লোককে ঘটনাস্থলে পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতে বেলা তারা বিকট শব্দ শুনতে পান। এরপর ঘটনাস্থলে গিয়ে দেখেন মহাসড়কের একাংশ ভেঙে পড়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ। অন্যদিকে  গত সপ্তাহগুলিতে ভারী বৃষ্টিপাতের জেরে বন্যার পরিস্থিতি  তৈরি হয়েছে গুয়াংডংয়ে এলাকায় । এই আবহে ঘটল ভুমিধসের ঘটনা।

উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি চিনের  উন্নান প্রদেশে আচমকাই ভূমিধস নামে। এরফলে চাপা পড়ে যান ৪৭ জন। তারমধ্যে প্রাণ হারিয়েছেন ১১ জন।  জরুরিভিত্তিতে সরিয়ে নিয়ে যাওয়া হয় পাঁচশোর বেশি মানুষকে।  এই ঘটনার কয়েকমাস পরেই ফের চিনে ভয়াবহ ভূমিধস।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রবল জনরোষের মুখে ভাই অ্যান্ড্রুর রাজকীয় উপাধি কাড়লেন চার্লস

‘সত্যিকারের গণহত্যা’, সুদানে তিন দিনে ১৫০০ জনের মৃত্যুতে নিন্দায় সরব বহু দেশ

প্রথম বিশ্বযুদ্ধের সময় মাকে চিঠি লিখে বোতলে ভাসিয়ে দিয়েছিলেন দুই সৈনিক, মিলল ১০৯ বছর পর

জিনপিংয়ের সঙ্গে দুর্দান্ত বৈঠক, চিনের ট্যরিফ ১০% কমালেন ট্রাম্প

আফগান সীমান্তের কাছে তালিবানদের সঙ্গে সংঘর্ষে নিহত ক্যাপ্টেনসহ ৬ পাকিস্তানি সেনা

ছ’বছর পর ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ জিনপিং-র, কী বললেন চিনা প্রেসিডেন্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ