এই মুহূর্তে




প্রবল জনরোষের মুখে ভাই অ্যান্ড্রুর রাজকীয় উপাধি কাড়লেন চার্লস

নিজস্ব প্রতিনিধি: ভাই প্রিন্স অ্যান্ড্রুর সকল রাজকীয় উপাধি, সম্মান এবং সুযোগ-সুবিধা কাড়লেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। পাশাপাশি তিনি প্রিন্স অ্যান্ড্রুকে নির্দেশ দিয়েছেন উইন্ডসর বাসভবন খালি করার জন্য। জেফ্রি এপস্টাইনের সঙ্গে প্রিন্স অ্যান্ড্রুর সম্পর্ক নিয়ে কয়েক সপ্তাহের চাপান উতোরের পর অবশেষে এই সিদ্ধান্ত নিয়েছেন রাজা চার্লস। ৬৫ বছর বয়সী প্রিন্স অ্যান্ড্রু সঙ্গে শিশু নিগ্রহকারী এপস্টাইনের বন্ধুত্বের কথা কয়েক বছর আগে প্রথম প্রকাশ পায়। তারপর থেকেই কেলেঙ্কারির বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। চলতি মাসের শুরুতে প্রিন্স অ্যান্ড্রু দাদার নির্দেশে ‘ডিউক অফ ইয়র্ক’ উপাধি সহ সমস্ত রাজকীয় উপাধি ত্যাগ করেন।

ভার্জিনিয়া জিওফ্রের দায়ের করা দেওয়ানি মামলার পর অ্যান্ড্রুর খ্যাতি এখনও ক্ষুণ্ন। ভার্জিনিয়া অভিযোগ এনেছিলেন যে তাঁর যখন ১৭ বছর বয়স তাকে যৌন নির্যাতন করেছিলেন অ্যান্ড্রুজ। এই নিয়ে মামলা দায়ের হলে বাকিংহামের রাজপুত্র নাকি ঘুষ দিয়ে মামলার নিষ্পত্তি করেন ২০২২ সালে। পাশাপাশি নিজেকে নির্দোষ দাবি করে ঘোষণা করেন জিওফ্রে ভার্জিনিয়ার সঙ্গে তাঁর কখনও দেখাই হয়নি। দেখা হওয়ার ‘কোনও স্মৃতি নেই’।

প্রিন্স অ্যান্ড্রুর এই কীর্তিতে স্বভাবতই ক্ষুন্ন হয়েছে বাকিংহাম প্যালেসের ভাবমূর্তি। তারপরই ব্রিটেনের রাজপরিবারের পক্ষ থেকে এক বিবৃতি প্রকাশ করে ঘোষণা করা হয় যে রাজা তৃতীয় চার্লস প্রিন্স অ্যান্ড্রুর অবশিষ্ট সকল রাজকীয় উপাধি, সম্মান এবং সুযোগ-সুবিধা কেড়ে নিচ্ছেন। পাশাপাশি তাঁকে উইন্ডসর ক্যাসেল খালি করারও নির্দেশ দেওয়া হয়েছে। এই ক্যাসেলটি ছিল ৩০ কক্ষ বিশিষ্ট একটি প্রাসাদ।  বিবৃতিতে আরও নিশ্চিত করা হয়েছে যে প্রিন্স অ্যান্ড্রু আর নিজের রাজকীয় উপাধি ‘ডিউক অফ ইয়র্ক’ ব্যবহার করতে পারবেন না। প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে অভিযোগ হয়তো প্রমাণিত নয়, কিন্তু একজন রাজপুত্রের বিরুদ্ধে যে নিন্দার ঝড় উঠেছে তার জন্য এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ছিল।

বিবৃতি সমাপ্তিতে কিং চার্লস এবং ক্যুইন ক্যামিলা পার্কার নির্যাতনের শিকার ভার্জিনিয়া জিওফ্রের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। প্রসঙ্গত, চলতি সপ্তাহের শুরুতে লিচফিল্ড ক্যাথেড্রালে জনসমক্ষে উপস্থিত হওয়ার সময় কিং চার্লসকে জনরোষের সম্মুখীন হতে হয়। একজন বিক্ষোভকারী চিৎকার করে তাঁকে প্রশ্ন করেছিলেন, “আপনি অ্যান্ড্রু এবং এপস্টাইন সম্পর্কে কতদিন ধরে জানেন?” সেই সঙ্গে এও জানতে চান যে কিং চার্লস কি পুলিশকে নির্দেশ দিয়েছেন অ্যান্ড্রুকে লুকিয়ে রাখার। বোঝাই যাচ্ছে প্রবল জনরোষের মুখে বাকিংহামের ভাবমূর্তি রক্ষা করতে  কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে চার্লকে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি লিট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

জর্জিয়ায় ভেঙে পড়েছিল তুরস্ক সেনার কার্গো বিমান, নিহত ২০ জওয়ান

উঠেছে বড় অভিযোগ, গ্রেফতার দক্ষিণ কোরিয়ায় প্রাক্তন প্রধানমন্ত্রী ও গোয়েন্দাপ্রধান

বোরখা না পরলে মিলবে না চিকিৎসা, নতুন নিদান আফগানিস্তানে

ধর্মে বিশ্বাস ছিল না, ইউরোপে থাকতে চেয়েছিল, শাহিনের জঙ্গিযোগে হতবাক প্রাক্তন স্বামী

ইসলামাবাদে বিস্ফোরণের পরেই আফগানিস্তানে ফের হামলার হুঙ্কার পাক প্রতিরক্ষামন্ত্রীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ