এই মুহূর্তে




৩৫ লাখের সোনা, বিলাসবহুল গাড়ির মালিক! রাজনীতিতে যোগ দিয়েই ফাঁস খেসারি লালের সম্পত্তির হিসেব

নিজস্ব প্রতিনিধি: আসন্ন বিহারের বিধানসভা নির্বাচন! গোটা দেশের চোখ থাকবে এই নির্বাচনের উপর। আগামী ৬ এবং ১১ নভেম্বর নির্বাচন, ফলাফল ঘোষণা ১৪ নভেম্বর। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলগুলি প্রস্তুতি শুরু করেছে। বিভিন্ন ক্ষেত্র থেকে প্রার্থী তালিকা বাছাই করছে। আগামী ২০ নভেম্বরের মধ্যে প্রথম দফার ভোটের জন্যে নির্বাচিত প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এবার বিহার বিধানসভা নির্বাচনে জয় পাওয়ার জন্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলির তুরূপের তাস সেলিব্রিটি প্রার্থীরা। রাজনৈতিক ক্ষেত্রগুলিতে এখন তারকাদের অবাধ বিচরণ। মানুষের কাছাকাছি পৌঁছনোর জন্যে তারকারাই ভরসা। ইতিমধ্যেই নির্বাচনের আগেই রাজনীতিতে যোগ দিয়েছেন বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী মৈথিলী ঠাকুর। তালিকায় রয়েছেন ভোজপুরি সুপারস্টার খেলারি লাল যাদবও। ভোজপুরি সিনেমা থেকে রাজনীতির জগতে পা রাখতে চলেছেন তিনি। জানা গিয়েছে, শুক্রবার (১৭ অক্টোবর) তিনি ছাপড়া বিধানসভা আসন থেকে আরজেডি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। হলফনামায় তিনি তার স্থাবর ও অস্থাবর সম্পদের তালিকাও দিয়েছেন। সেই ভিত্তিতে অভিনেতা কত কোটি টাকার সম্পত্তির মালিক, চটপট জেনে নিন….

ভোজপুরি সিনেমার একজন জনপ্রিয় গায়ক এবং নায়ক খেসারি লাল যাদব। আরজেডি তাঁকে বিহারের সরণ জেলার ছাপড়া বিধানসভা আসন থেকে তাদের প্রার্থী হিসেবে মনোনীত করেছে। মনোনয়ন জমা দেওয়ার আগে দলে যোগ দিয়েছেন খেসারি। খেসারির সঙ্গে তার স্ত্রী চন্দাও আরজেডিতে যোগ দিয়েছেন। তার হলফনামায় তিনি নিজেকে ২৪ কোটি টাকার (প্রায় ২.৪ বিলিয়ন ডলার) সম্পদের মালিক হিসেবে দাবি করেছেন। খেসারির ১৬.৮৯ কোটি টাকার স্থাবর এবং ৭.৯১ কোটি টাকার স্থাবর সম্পদ রয়েছে। তার স্ত্রীর ৯০.০২ লক্ষ টাকার স্থাবর এবং ৬.৪৯ কোটি টাকার স্থাবর সম্পদ রয়েছে। খেসারির ৫ লক্ষ টাকার নগদ অর্থ রয়েছে এবং তার স্ত্রীর ২ লক্ষ টাকার নগদ অর্থ রয়েছে। ভোজপুরি অভিনেতার বেশ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট এবং ৩৫ লক্ষ টাকার সোনার গয়না রয়েছে।

হলফনামা অনুসারে, খেসারি লাল যাদবের অস্থাবর সম্পদের মধ্যে ৩ কোটি টাকার একটি বিলাসবহুল গাড়িও রয়েছে। ভোজপুরি সিনেমায় খেসারি লাল যাদব ১০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন এবং ৫,০০০-এরও বেশি গান গেয়েছেন। তবে তিনি অত্যন্ত দরিদ্র পরিবার উঠে এসেছেন। তার বাবা রাস্তার ধারে জিনিসপত্র বিক্রি করতেন এবং রাতে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন। একটা সময় ছিল যখন খেসারি গরু চড়াতেন এবং দুধ বিক্রি করে তার পরিবারের ভরণপোষণ করতেন। এরপর তিনি দিল্লিতে লিট্টি-চোখা বিক্রি শুরু করেন। তবে তাঁর ভোজপুরি ইন্ডাস্ট্রিতে প্রবেশের পরেই তাঁর ভাগ্য উজ্জ্বল হয়ে ওঠে, আজ তিনি কোটি কোটি টাকার সম্পত্তির মালিক এবং বিলাসবহুল জীবনযাপন করেন। ব্যক্তিগত দিকে, খেসারি লাল যাদব কাজল রাঘওয়ানির সঙ্গে সম্পর্কে ছিলেন। তারা বেশ কয়েক বছর ধরে ডেট করেছিলেন, কিন্তু তাদের সম্পর্ক ভেঙে যায়। কাজল খেসারির প্রতি এতটাই আকৃষ্ট হয়েছিলেন যে তিনি তাকে বিয়ে করতে প্রস্তুত ছিলেন। তবে খেসারির স্ত্রী হাল ছাড়তে রাজি নন। আজকাল, তাকে অভিনেত্রী আকাঙ্ক্ষা পুরীর সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন চলছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিহারে ভোটের মুখে জোর ধাক্কা ‘ইন্ডিয়া’র, জোট ভেঙে ৬ আসনে প্রার্থী দিল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা

দুর্গাপুরে কালীপুজোয় এবারের থিম জৈন মন্দির, চোখের সামনে ভেসে উঠবে কালাপানির অত্যাচার

রাস্তার মধ্যেই মহিলাকে জোরপূর্বক চুমু খেয়ে পালাল দুষ্কৃতী, সাঙ্ঘাতিক ঘটনা যোগী রাজ্যে

পদ্ম রাজ্যে সন্ত্রাসের শিকার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার হিড়িক, আবেদন ছাড়াল ৭৫ হাজার, শুরু বাছাই

ব্রিটিশ পুলিশের হাত থেকে রক্ষা করেছিলেন স্বয়ং মা কালী, কোথায় সেই মন্দির?

৫০০ বছর আগে শ্মশানঘাটে দেবীর আবির্ভাব কীভাবে? পুরুলিয়ার শাঁকড়া গ্রামে পূজিত দেবী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ