এই মুহূর্তে




হায়দরাবাদে বড় ড্রাগচক্রের পর্দাফাঁস, চিকিৎসকের বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকার মাদক

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! স্নাতকোত্তর ডিগ্রিধারী চিকিৎসকের ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে লক্ষ লক্ষ মাদকদ্রব্য উদ্ধার করল তেলেঙ্গানার আবগারি বিশেষ টাস্ক ফোর্স (STF)। অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ যে, তিনি ভাড়া বাড়িতে থেকেই হায়দরাবাদ জুড়ে মাদক পাচারকারী নেটওয়ার্ক পরিচালনা করতেন। জানা গিয়েছে, STF-এর টিম অভিযুক্ত চিকিৎসক জন পলের হায়দরাবাদের মুশিরাবাদের বাড়িতে অভিযান চালিয়ে ছয় ধরণের উচ্চমূল্যের মাদকদ্রব্য জব্দ করেছেন। যার আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ টাকা। এই ঘটনায় ইতিমধ্যেই পলকে গ্রেফতার করা হয়েছে, তবে তাঁর তিন সহযোগী এখনও পলাতক।

STF কর্মকর্তারা জানিয়েছেন, মাদক সেবনকারী চিকিৎসক জন পল তাঁর নেশার খরচ মেটানোর জন্যে পাচারে যোগ দিয়েছিলেন। সঙ্গে তিনি তাঁর তিন বন্ধু-প্রমোদ, সন্দীপ এবং শরৎ বা সারাতুলুকে নিয়ে ছিলেন, যারা তার বাড়িটিকে একটি গোপন এবং নিরাপদ স্থান হিসাবে ব্যবহার করত। তদন্তে নিশ্চিত হয়েছে যে, পলের ভাড়া বাড়িটি কেবল একটি নিষ্ক্রিয় সঞ্চয় স্থান ছিল না বরং সিন্ডিকেটের জন্য প্রাথমিক বিতরণ কেন্দ্র ছিল। অর্থাৎ এখান থেকেই পাচারচক্র পরিচালনা করতেন চিকিৎসক। ​প্রমোদ, সন্দীপ এবং শরৎ, দিল্লি এবং বেঙ্গালুরু-সহ প্রধান মহানগর কেন্দ্রগুলি থেকে বিপুল পরিমাণে মাদক সংগ্রহ করতেন বলে অভিযোগ।

এরপর তারা জন পলের মুশিরাবাদের বাসভবনে মাদকদ্রব্য পৌঁছে দিত, যেখানে সেগুলিকে মজুদ করত পল। চিহ্নিত ক্লায়েন্টদের কাছে বিক্রি করত। তিন অভিযুক্ত পলের বাড়িটিকে মাদকের আস্তানা এবং বিক্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করত এবং পলকে বিনামূল্যে মাদকদ্রব্য সরবরাহ করত। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, গোপন তথ্যের ভিত্তিতে STF এই তল্লাশি চালায়। ডাক্তারের বাসভবনে বিপুল পরিমাণে নিয়ন্ত্রিত পদার্থ পাওয়া গিয়েছে। যা দেখে অবাক হয়ে গিয়েছেন দলটি, যার মধ্যে রয়েছে OG কুশ (২৬.৯৫ গ্রাম), MDMA (৬.২১ গ্রাম), ১৫টি LSD স্টিক, কোকেন ১.৩২ গ্রাম, গামাস ৫.৮০ গ্রাম এবং হাশিশ তেল ০.০০৮ গ্রাম।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘ভয় পেও না, দেশের গর্ব তোমরা’, ফাইনালের আগে হরমনপ্রীতদের সাহস যোগালেন গম্ভীর-বুমরাহ

ফুল-চাদরে মোড়া জুবিনের আসন, মুক্তি পেল গায়কের শেষ সিনেমা, প্রেক্ষাগৃহে চলবে না অন্য কোনও ছবি

মমতার সঙ্গে সাক্ষাতের ৪৮ ঘন্টার মধ্যেই পদপ্রাপ্তি শোভনের, কোন পদে বসানো হল কাননকে?

‘যখনই হাল ছাড়বেন, তখনই আপনি ব্যর্থ’, ‘ODI’ ছাড়ার স্পষ্ট ইঙ্গিত, বিরাটের রহস্যময় পোস্ট ঘিরে জল্পনা

সোনার মূল্যে রেকর্ড বৃদ্ধি, ১,২১,০০০ টাকা ছাড়াল, কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটের দাম কত হল?

‘ক্যান্সার আমার হাসি কাড়তে পারবে না’, কেমোথেরাপির পর ‘ন্যাড়া’ লুকে ভাইরাল নাফিসা আলি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ