এই মুহূর্তে




 লালকেল্লার বিস্ফোরণ থেকে শিক্ষা নিন, গাড়ি বেচা-কেনার আগে কি কি নিয়ম মানবেন?

নিজস্ব প্রতিনিধি: লালকেল্লায় সোমবারের (১০ নভেম্বর) শক্তিশালী বিস্ফোরণ গাড়ির মালিকদের বিশেষ সতর্ক থাকার বিষয়টি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। ইতিমধ্যেই দিল্লির ঘটনায় ব্যবহৃত হুন্ডাইয়ের আই২০ মডেলের গাড়ির সঙ্গে জড়িত তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন গোয়েন্দারা। আর ওই ঘটনাতেই স্পষ্ট গাড়ি কেনা বা বেচার ক্ষেত্রে চোখ-কান খুলে রাখতে হবে। কোনও বড় ধরনের বিপদে জড়িয়ে পড়ার আগেই বিশেষ কয়েকটি নিয়ম মেনে চলার উপরে জোর দিতে হবে। একটু অসাবধান হলেই হাতে পরতে পারে হাতকড়া। সেই সঙ্গে জেলের ঘানিও টানতে হতে পারে।

কি কি মনে রাখবেন?

মালিকানা হস্তান্তর ছাড়াই গাড়ি বিক্রি করা আপনার বিপদ ডেকে  আনতে পারে। কারণ প্রথম মালিক হিসাবে আপনার নাম যেহেতু আঞ্চলিক পরিবহণ কার্যালয়ে নিবন্ধিত তাই গাড়ি বেচে দিলেও আইনি  মালিক হিসাবে আপনিই থেকে যাবেন। আঞ্চলিক পরিবহন অফিসের (RTO) রেকর্ডে মালিকানা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর না হওয়া পর্যন্ত গাড়ির জন্য দায়ী থাকেন।

যদি গাড়িটি দুর্ঘটনার সাথে জড়িত থাকে, তাহলে কর্তৃপক্ষ আপনাকে নিবন্ধিত মালিক হিসেবে চিহ্নিত করবে। এমনকি আপনাকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণও দিতে হতে পারে। এছাড়া মালিকানা হস্তান্তর ছাড়া আপনার গাড়ি কোনও অপরাধমূলক কাজে ব্যবহৃত হয়, তাহলে পুলিশ প্রথমে আপনার জামার কলার পাকড়াও করবে। এই ধরনের ক্ষেত্রে, আপনাকে প্রমাণ করতে হবে যে, গাড়িটি আপনার দখলে ছিল না। তাছাড়া, আপনাকে গাড়ির যাবতীয় ট্র্যাফিক এবং পার্কিং জরিমানা দিতে হতে পারে।

আপনার গাড়ি বিক্রি করার সময় মনে রাখার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি গাড়িটি আপনার পরিচিত কাউকে বিক্রি করা সর্বদা নিরাপদ।

RTO কাগজপত্র পূরণ করার পরেই স্বাক্ষর করুন। খালি কাগজপত্রে স্বাক্ষর করবেন না। বিমা বাতিল করুন এবং নতুন মালিককে তাদের নিজস্ব বিমা কিনতে বলুন। মালিকের ড্রাইভিং লাইসেন্স এবং বসবাসের প্রমাণপত্রের কপি নিন। নিশ্চিত করুন যে আপনি ক্রেতার কাছে  নির্দিষ্ট তারিখের মধ্যে গাড়ি হস্তান্তর করেছেন আর্থিক লেনদেনের সময় কিংবা গাড়ি বিক্রির সময়ে দু’পক্ষের তরফে যাতে সাক্ষী থাকে তা নিশ্চিত করুন। উভয় পক্ষের সাক্ষীর ঠিকানা সহ নথিতে স্বাক্ষর করুন।  বিক্রয়ের শর্ত হিসাবে মালিকানা অবিলম্বে হস্তান্তরের উপর জোর দিন। বিক্রির চেয়ে আপনার পুরনো গাড়িটি স্ক্র্যাপ করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। আপনি আপনার গাড়ির স্ক্র্যাপের বিষয়ে অফিসিয়াল ওয়েবসাইটে (https://vscrap.parivahan.gov.in/vehiclescrap/vahan/welcome.xhtml) নথিভুক্ত করে নিন।

যদি গাড়ি কিনতে চান তাহলে কি-কি দেখে নেবেন?

প্রথমে যাঁর কাছ থেকে গাড়ি কিনছেন তাঁকে ভালভাবে যাচাই করে নিন। বিক্রেতার পরিচয়পত্র, ঠিকানার প্রমাণপত্র এবং প্যান কার্ডের সত্যায়িত কপি দেখাতে বলুন।

সমস্ত বকেয়া পরিশোধ হয়েছে কিনা তা নিশ্চিত হোন। নিশ্চিত করুন যে কোনও ট্র্যাফিক চালান (জরিমানা) এবং রোড ট্যাক্স বকেয়া নেই।

যদি গাড়িটি ঋণে কেনেন তাহলে নিবন্ধন শংসাপত্র (RC) থেকে বন্ধক অপসারণের জন্য সর্বদা অর্থদাতার কাছ থেকে অনাপত্তি শংসাপত্র (NOC) নিয়ে নিন।

 যে নথি অবশ্যই দেখে নেবেন-  মূল নিবন্ধন শংসাপত্র (RC): RC বই/কার্ড।

বিমা পলিসির কপি: একটি বৈধ বা মেয়াদোত্তীর্ণ পলিসির কপি। দূষণ নিয়ন্ত্রণাধীন (PUC) সার্টিফিকেট: যদি পাওয়া যায়। পরিচয় এবং ঠিকানার প্রমাণ: আধার কার্ড, প্যান কার্ড, ইত্যাদি। চ্যাসিস নম্বর প্লেট: চ্যাসিস নম্বরের প্রকৃত প্লেট বা স্পষ্ট ছাপ/পেন্সিল ট্রেসিং।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চিন সীমান্তে নতুন সামরিক বিমানঘাঁটি উদ্বোধন ভারতের, নেপথ্যে কোন পরিকল্পনা?

ভিএইচপি নেতার গ্রেফতারি, চাপের মুখে প্রশাসন? রাতারাতি বদলি করা হল ‘লেডি সিংহম’ ADM ঋতুকে

CPIM-র ৬ কর্মীকে অপহরণ ও খুনে ৪৫জনকে যাবজ্জীবন

তীব্রতা ছিল ভয়ানক, লালকেল্লায় বিস্ফোরণস্থল থেকে প্রায় ৩০০ মিটার দূরে দোকানের ছাদে উদ্ধার কাটা হাত

দিল্লিতে ফের বিস্ফোরণ, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

ডিসেম্বরের ৬ তারিখ পরিকল্পনা ছিল ছয় বিস্ফোরণের, বাবরি ধ্বংসের প্রতিশোধ নিতেই বেছে নেওয়া হয় তারিখ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ