এই মুহূর্তে




পরিবারের সঙ্গে ১০০ শতাংশ মিলেছে DNA, লালকেল্লায় বিস্ফোরণ ঘটানো গাড়িতে ছিলেন চিকিৎসক উমরই

নিজস্ব প্রতিনিধি: সোমবার সন্ধ্যায় লালকেল্লার কাছে বিস্ফোরণে ১২ নিহত এবং ২০ জন আহত হয়েছেন বলে সূত্রে জানা গিয়েছে। মৃতদের ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। এই পরীক্ষার সময়েই জানা গিয়েছে যে i20 গাড়িটি বিস্ফোরিত হয় সেই গাড়িতেই ছিলেন ডাঃ উমর মহাম্মদ। ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হওয়া গিয়েছে যে চিকিৎসক উমরই লালকেল্লার কাছে বিস্ফোরণ ঘটিয়েছেন।

ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হয়েছে যে দিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ ঘটিয়েছিলেন তিনি হলেন কাশ্মীরের একজন চিকিৎসক ডাঃ উমর উন নবী। বিস্ফোরণে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। যার কারণে তদন্তকারীরা তার পরিচয় সম্পর্কে অনিশ্চিত ছিল। দেহটি কার তা পরীক্ষা করার জন্য করা হয় ডিএনএ পরীক্ষা। সূত্র জানিয়েছে, তার ডিএনএ নমুনা তার মা এবং ভাইয়ের ডিএনএর সাথে ১০০ শতাংশ মিলেছে। বিস্ফোরণের পর i20-তে পাওয়া উমরের হাড়, দাঁত এবং পোশাকের টুকরোর সাথে ডিএনএ মিলেছে। সূত্র জানিয়েছে, ডাঃ উমর মহম্মদই i20 গাড়িটি চালাচ্ছিলেন যেটি রাজধানী দিল্লির ঐতিহাসিক স্মৃতিস্তম্ভের বাইরে একটি ব্যস্ত রাস্তায় বিস্ফোরিত হয়েছিল। সোমবার সন্ধ্যা ৬.৫২ মিনিটে বিস্ফোরণটি ঘটে। জাতীয় তদন্তকাী সংস্থা (NIA) বর্তমানে তদন্তের দায়িত্ব গ্রহণ করেছে।

ডাঃ উমর মহম্মদ ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে একজন সিনিয়র ডাক্তার হিসেবে কর্মরত ছিলেন। তদন্তকারীরা প্রাথমিকভাবে সন্দেহ করেছিলেন যে বোমা হামলাকারী হলেন ডাঃ উমর, যিনি বিস্ফোরণের মাত্র ১১ দিন আগে হামলায় ব্যবহৃত সাদা হুন্ডাই আই২০ কিনেছিলেন। কাশ্মীরের পুলওয়ামায় তার পরিবারের সদস্যদের কাছ থেকে নেওয়া ডিএনএ নমুনা পরে গাড়ি থেকে উদ্ধার হওয়া মানুষের দেহাবশেষের সাথে মিলে যায়, যা নিশ্চিত করে যে চিকিৎসক উমর হুন্ডাই আই২০ গাড়িটি বিস্ফোরণের সময় চালাচ্ছিলেন। এমনটাই সূত্র জানিয়েছে।

 তদন্তকারীরা উমরের সঙ্গে ফরিদাবাদ, লখনউ এবং দক্ষিণ কাশ্মীরের মধ্যে পরিচালিত জৈইশ-ই-মহম্মদের (জেইএম) একটি লজিস্টিক মডিউলের যোগসূত্র খুঁজে  পেয়েছে। এই দলে নয় থেকে দশজন সদস্য ছিল বলে জানতে পেরেছে, যাদের মধ্যে পাঁচ থেকে ছয়জন চিকিৎসক ছিলেন, যারা তাদের মেডিকেল  ডিগ্রি  ব্যবহার করে বিস্ফোরক তৈরির জন্য রাসায়নিক এবং উপকরণ সংগ্রহ করেছিলেন।

লালকেল্লার বিস্ফোরণ সন্ত্রাসবাদীরাই ঘটিয়েছে বলে ৪৮ ঘন্টা বাদে স্বীকার করে নিয়েছে মোদি সরকার। বুধবার (১২ নভেম্বর) প্রধানমন্ত্রীর পৌরাহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বিশেষ বৈঠক বসেছিল। ওই বৈঠকে জানানো হয়েছে, ‘দিল্লিতে সন্ত্রাসবাদীরাই হামলা চালিয়েছিল।’ সেই সঙ্গে বিস্ফোরণে নিহতদের প্রতিও শ্রদ্ধা জানাতে দুই মিনিট নীরবতাও পালন করা হয়। প্রশ্ন উঠেছে, ‘একটি শিশুও যখন জেনে গিয়েছে দিল্লিতে বিস্ফোরণের পিছনে জঙ্গিরা রয়েছে, সেখানে লালকেল্লার বিস্ফোরণকে সন্ত্রাসবাদীদের কাজ হিসাবে ঘোষণা করতে কেন ৪৮ ঘন্টা সময় লাগল কেন্দ্রীয় সরকারের?’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গিরিডিতে সাইবার জালিয়াতি চক্র উন্মোচিত, জামতারা থেকে পুলিশের হাতে মাস্টারমাইন্ড সহ পাঁচ

‘ভারত-আফগানিস্তানের সঙ্গে দ্বিমুখী লড়াইয়ে প্রস্তুত পাকিস্তান’, হাস্যকর দাবি পাক প্রতিরক্ষামন্ত্রীর

চিন সীমান্তে নতুন সামরিক বিমানঘাঁটি উদ্বোধন ভারতের, নেপথ্যে কোন পরিকল্পনা?

ভিএইচপি নেতার গ্রেফতারি, চাপের মুখে প্রশাসন? রাতারাতি বদলি করা হল ‘লেডি সিংহম’ ADM ঋতুকে

CPIM-র ৬ কর্মীকে অপহরণ ও খুনে ৪৫জনকে যাবজ্জীবন

তীব্রতা ছিল ভয়ানক, লালকেল্লায় বিস্ফোরণস্থল থেকে প্রায় ৩০০ মিটার দূরে দোকানের ছাদে উদ্ধার কাটা হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ