এই মুহূর্তে




শাহরুখের মুকুটে নয়া পালক, দুবাইয়ে বসছে কিং খানের মূর্তি, তৈরি হচ্ছে টাওয়ার

নিজস্ব প্রতিনিধি: তিনি বলিউডের বাদশা। কিং খান নামেই জগত কাঁপান। গোটা বিশ্বে রয়েছে তাঁর অগণিত ভক্ত। এবার সুপারস্টার শাহরুখ খানের মুকুটে আরও একটি পালক যুক্ত হয়েছে কারণ  তাঁর নামে দুবাইয়ের একটি টাওয়ারের নামকরণ করা হয়েছে। জানা গেছে, তিনিই প্রথম অভিনেতা যিনি এই মাইলফলক অর্জন করেছেন। শুক্রবার, শাহরুখ খান দুবাই-ভিত্তিক দানুবে গ্রুপের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান রিজওয়ান সঙ্গে মুম্বইতে একটি জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এই ঘোষণা করেছেন। বসবে তাঁর একটি মূর্তিও।

দুবাইয়ের রিয়েল এস্টেট সংস্থা ‘দানুবে’ বলিউড সুপারস্টার শাহরুখ খানের নামে একটি বিলাসবহুল হোটেল তৈরি করেছে। সেই বিলাসবহুল হোটেলের নাম ‘শাহরুখজ দানুবে’। বহুতল ভবনের সামনে রয়েছে শাহরুখের দেই দুই বাহু ছড়িয়ে আইকনিক মূর্তি। মুম্বইয়ের অনুষ্ঠানঞ্চে ফারাহ খান এবং অন্যদের সঙ্গে যোগ দেন বলিউডের বাদশা। তিনি সংক্ষিপ্তভাবে মঞ্চে পারফর্মও করেছিলেন ‘ছাইয়া চাইয়া’ গানে। ৪০০০ কোটি টাকা ব্যায়ে নির্মাণ হবে এই টাওয়ার। দুবাইয়ে বহুতল নির্মাণ নিয়ে কিং খান বলেছেন, “বহু মানুষ এই শহরে বাড়ি তৈরির স্বপ্ন দেখেন। তাদের স্বপ্নের পথে আমি একজন হতে পারলে ক্ষতি কীসের।”

জানা গিয়েছে, বহুতল ভবনটির কাজ শেষ হবে আগামী তিন-চার বছরের মধ্যে। বহুতলের প্রবেশ পথে থাকবে শাহরুখের মূর্তি। অন্যদিকে টাওয়ারের প্রবেশদ্বারে থাকবে শাহরুখ খানের স্বাক্ষরযুক্ত ভাস্কর্য, যেখানে দাঁড়িয়ে ভক্তরা ছবি তুলতে পারবেন। দুবাইয়ের শেখ জায়েদ রোডে অবস্থিত এই বাণিজ্যিক টাওয়ারটির মোট বিক্রয়যোগ্য মূল্য ৪,০০০ কোটি টাকা। এদিনের অনুষ্ঠানে কিং খান আবেগপ্রবণ হয়ে পড়েন এবং তাঁর প্রয়াত মায়ের কথা বলেন। তিনি আরও বলেন যে, গ্রুপের চেয়ারম্যান বিশেষভাবে দুবাইয়ে নয়, ভারতে অনুষ্ঠানটি আয়োজন করতে চেয়েছিলেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

স্ত্রীকে পেটানোর মামলায় ২০০ টাকার মুচলেকায় জামিন পেলেন হিরো আলম

বউকে পেটানোর দায়ে গ্রেফতার বাংলাদেশের চর্চিত নায়ক হিরো আলম

স্বামী জাহিরের সঙ্গে প্রথমবার মসজিদে গিয়ে উচ্ছ্বসিত সোনাক্ষী, তবে কী ধর্ম বদলে ফেললেন?

৩৫ বছর পর মায়ানমার-থাইল্যান্ড সীমান্তবর্তী মডং শহর নিজেদের দখলে নিল কারেন বিদ্রোহীরা

তীর্থে গিয়ে নিখোঁজ, ধর্মান্তরিত হয়ে পাক-যুবককে বিয়ে ভারতীয় শিখ মহিলার, পঞ্জাবে চাঞ্চল্য

চতুর্থ বিবাহবার্ষিকীতেই সংসারে নতুন সদস্যের আগমন, বাবা-মা হলেন রাজকুমার-পত্রলেখা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ