এই মুহূর্তে




আমতায় ট্রেন থেকে পড়ে টানা ২ঘণ্টা রেল লাইনের ধারে অচৈতন্য আহত মহিলা, উদ্ধারে গড়হাজির রেল

নিজস্ব প্রতিনিধি, আমতা: বুধবার সকালে হাওড়া–আমতা লোকাল ট্রেন থেকে পড়ে গুরুতরভাবে আহত হলেন এক মহিলা। এদিন মহেন্দ্রলাল স্টেশন সংলগ্ন রেললাইনের পাশে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে ওই মহিলা সেখানেই পড়ে ছিলেন বলে অভিযোগ। অমানবিক রেলের প্রতিচ্ছবি ফের ফুটে উঠল।স্থানীয়দের দাবি, ঘটনাটি ঘটে বুধবার সকাল নটা কুড়ি নাগাদ আমতা থেকে হাওড়ামুখী লোকাল ট্রেনে । গেটম্যানকে বারবার আরপিএফ(RPF) ও থানায় খবর দিতে অনুরোধ করা হলেও কোনও উদ্যোগ নেয়নি বলে অভিযোগ ওঠে। পরে স্থানীয়রাই জগৎবল্লভপুর থানায় খবর দেন।পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে জগৎবল্লভপুরের গোয়ালপোতা হাসপাতালে ভর্তি করে। সেখানে তিনি চিকিৎসাধীন।ওই মহিলার অবস্থা গুরুতর থাকায় তাকে হাওড়া হাসপাতালে(Howrah Hospital) স্থানান্তরিত করা হয়।

গোটা ঘটনাটি খতিয়ে দেখছে জগৎবল্লভপুর থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই মহিলা মানসিক ভারসাম্যহীন। ট্রেনে যাওয়ার সময় অসাবধানতায় তিনি পড়ে যান। ট্রেনের যাত্রীরা হইচই করলে ট্রেন থামিয়ে দেন চালক। এরপর কেবিনের দরজা খুলে চালক নিজেই বিষয়টি দেখতে উদ্যোগ নেন। কিন্তু আহতকে ট্রেনে না তুলে ট্রেন চালিয়ে চলে যান চালক। মারাত্মক জখম অবস্থায় দু ঘন্টার বেশি সময় এই মহিলা রেল লাইনের ধারে অচৈতন্য অবস্থায় পড়ে থাকেন। রেল পুলিশ তাকে উদ্ধার করতে এগিয়ে আসেনি। এলাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দেয়। অবশেষে জগৎবল্লভপুর থানার(Jagatballavpur P.S.) পুলিশ ঘটনাস্থলে এসে ওই মহিলাকে উদ্ধার করে জগৎবল্লভপুর হাসপাতালে নিয়ে যায়।

সেখান থেকে ওই মহিলার অবস্থা গুরুতর থাকায় তাকে হাওড়া হাসপাতালে(Howrah Hospital) স্থানান্তরিত করা হয়। ওই মহিলাদের একাধিক জায়গায় আঘাত লেগেছে বলে জানা গেছে। কেন রেল এর পক্ষ থেকে ওই আহত মহিলাকে উদ্ধার করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হলো না তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার মানুষজন। সম্প্রতি ডোমজুড়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছিল এক ব্যক্তির। ওই ঘটনার পরেও মৃতদেহ  দীর্ঘক্ষণ রেল লাইনের ওপরে পড়েছিল রেলের তরফে মৃতদেহ দ্রুত উদ্ধার করেনি। পরে মৃতদেহ স্থানীয় মানুষজনের মাধ্যমে খবর পেয়ে স্থানীয় থানা উদ্ধার করেছিল। পরপর একই ধরনের ঘটনা ঘটায় রেল পুলিশের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষজনের ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভারতীয়কে বাবা সাজিয়ে হিঙ্গলগঞ্জে বাংলাদেশি যুবকের সরকারি সুবিধা পাওয়ার অভিযোগ

বহরমপুরে মমতার প্রশাসনিক সভায় আমন্ত্রণ পেলেন ‘বিদ্রোহী’ হুমায়ুন কবীর

বনগাঁয় গরু পাচার চক্রে যুক্ত থাকার অপরাধে গ্রেফতার বিজেপি নেতা

বাজার করতে বেরিয়ে দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু এএসআইয়ের

ভোটার কার্ড-আধারে ভিন্ন নাম, আতঙ্কে আত্মঘাতী তুফানগঞ্জের মহিলা

আদালতের রায়ে চাকরি বেঁচে যাওয়ায় হাইকোর্ট চত্বরে অকাল হোলিতে মাতলেন শিক্ষকরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ