এই মুহূর্তে




টস জিতে প্রোটিয়াদের ব্যাট করতে পাঠালেন সূর্য, ভারতের প্রথম একাদশে কারা?

নিজস্ব প্রতিনিধি, মুল্লানপুর: টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মুখোমুখি হয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। টস জিতে চোখ বন্ধ করে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রথম ম্যাচে প্রোটিয়াদের বিরুদ্ধে যে দল খেলছিল সেই দল অপরিবর্তিত রয়েছে। কটকে রান না পেলেও প্রথম একাদশে রাখা হয়েছে শুভমন গিলকে।

গত মঙ্গলবার কটকের বারাবাটি স্টেডিয়ামে প্রথম ম্যাচে প্রোটিয়াদের দুরমুশ করে ১০১ রানে জয়ী হয়েছিল টিম ইন্ডিয়া। চোট সারিয়ে ৭৪ দিন বাদে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হার্দিক পাণ্ড্যর ঝোড়ো অর্ধশতরানের দৌলতেই (২৮ বলে  ৫৯) দক্ষিণ আফ্রিকাকে জয়ের জন্য ১৭৬ রানের লক্ষ্য দিয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু যশপ্রীত বুমরাহ-আর্শদীপ সিংহদের আগুনে বোলিংয়ের মুখে মাত্র ৭৪ রানেই গুটিয়ে গিয়েছিল প্রোটিয়ারা।

প্রথম ম্যাচে বিশাল জয় হাসিল করে অনেকটাই উজ্জীবিত গৌতম গম্ভীরের শিষ্যরা। যদিও চোট সারিয়ে দলে ফেরা শুভমন গিল রান না পাওয়ায় খানিকটা চিন্তায় রয়েছে  টিম ম্যানেজমেন্ট। ফলে প্রথম একাদশে অন্য কাউকে সুযোগ দেওয়া হতে পারে বলে জল্পনা চলছিল। তবে টসের পর অধিনায়ক সূর্যকুমার যাদব যে একাদশ ঘোষণা করেছেন তাতেই স্পষ্ট টিম ম্যানেজমেন্ট গিলের উপরেই আস্থা রাখছে। পেসারদের স্বর্গরাজ্য হিসাবে পরিচিত মুল্লানপুরে প্রথমে বল করার সুবিধা বুমরাহরা তুলতে পারেন কিনা, তাই দেখার।

এক নজরে দেখে নেওয়া যাক ভারতের প্রথম একাদশঅভিষেক শর্মা, শুভমন গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, জিতেশ শর্মা, অক্ষর পটেল, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিংহ, বরুণ চক্রবর্তী।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ডি’ককের ঝোড়ো ইনিংস, আর্শদীপদের হতশ্রী বোলিং, জিততে ভারতের চাই ২১৪ রান

শনিতে যুবভারতীতে মেসির সঙ্গে থাকবেন সৌরভ, থাকছেন আরও ১ তারকা

গিল-সূর্যের অফ ফর্ম বাড়াচ্ছে চিন্তা, আজ দ্বিতীয় টি-২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি ভারত

বৃহস্পতিবার প্রোটিয়াদের বিরুদ্ধে এক উইকেট নিলেই দুরন্ত নজির গড়বেন হার্দিক

আইসিসি র‍্যাঙ্কিংয়ে রোহিত-কোহলির আধিপত্য, চমক দিলেন বুমরাহ-জাদেজা-বরুণ-অভিষেক

ডাক্তার হলেন আম্পায়ার, সিএবি’র ‘নিয়ম ভাঙা’ কীর্তি দেখে অবাক ক্রিকেট জগৎ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ