এই মুহূর্তে




SIR করে বাংলাকে দমানো যাবে না, ব্যবসায়ী সম্মেলন মঞ্চ থেকে তোপ মমতার

নিজস্ব প্রতিনিধি : SIR নিয়ে বাংলায় একের ডামাডোল পরিস্থিতি। একের পর এক মানুষের মৃত্যু। লক্ষাধিক নাম বাতিল। এরমধ্যেই কলকাতায় ব্যবসায়ী সম্মেলনের মঞ্চ থেকে SIR-র বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, এসআইআর-র মাধ্যমে অত্যাচার করে বাংলাকে দমিয়ে রাখা যাবে না। জেলায় জেলায় বড়দিন, নতুন বছর, মেলার অনুষ্ঠান পালন করা হবে। তারপরেই রয়েছে একাধিক অনুষ্ঠান। সবকিছুর পরে দেখতে দেখতে এসে যাবে বিধানসভা নির্বাচন। সাধারণ মানুষ একজোট হয়ে সমস্ত চক্রান্তের জবাব দেবে।

বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়াম থেকে বণিক মহলের সামনে মোদি সরকারের ধারাবাহিক বঞ্চনা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  নোটবন্দি করে দেশে টাকা বাড়েনি। বাংলার সরকার মানুষের হাতে টাকা রাখতে  ৯৫টি সামাজিক প্রকল্প চালু করেছে। কেন্দ্রের নীতি আয়োগ সূত্রের খবর, বাংলায় বেকারত্ব ৪০ শতাংশ কমেছে। এসআইআর করে মানুষকে চাপে রাখার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। বলেছেন, এইভাবে অত্যাচার করে কোনও লাভ হবে না। এর জবাব মিলবে।

শিল্পমঞ্চ থেকে বিরোধীদের নিশানা করে তিনি বলেন, বাংলা আমূল বদলে গিয়েছে। অথচ অনেকে বাংলাকে অসম্মান করে বেড়ান।  পশ্চিমবঙ্গের নামে গুজব ছড়ানো হচ্ছে। বাংলার নামে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। ভুয়ো খবরকে চ্যালেঞ্জ করলেন তিনি। বৃহস্পতিবার ১৫ বছরের শিল্প আইনের খতিয়ান পেশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, বাংলায় একদিন সারা বিশ্বকে নেতৃত্ব দেবে। বাংলায় শিল্পের সম্ভাবনা প্রচুর। পশ্চিমবঙ্গ অত্যন্ত শান্তিপূর্ণ রাজ্য। ব্যবসায়ীদের কাজ করার স্বাধীনতা দিতে হবে। সবকিছুতে সরকারি হস্তক্ষেপ দরকার নেই। এখন ২৪ ঘন্টা ধরে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দু’টি এনুমারেশন ফর্ম জমা দেওয়ার অভিযোগে এবার ভোটারকে শোকজ ল্যাজেগোবরে হওয়া কমিশনের

‘আমার সুনাম নষ্ট করা হচ্ছে’, মেসির দলের ফ্যান ক্লাবের কর্তার বিরুদ্ধে লালবাজারে অভিযোগ সৌরভের

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের পরই বাংলায় আসছেন অমিত শাহ, কবে আসবেন?‌ তৎপর পদ্ম নেতারা

৫ লক্ষ টাকা পণ দিতে না পারায় ২২ বছরের তরুণীকে পিটিয়ে হত্যা, বারাসতে গ্রেফতার স্বামী

দুর্গা অঙ্গনের শিলান্যাস কবে? বাণিজ্য সম্মেলনের মঞ্চে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

‘সব ধর্মের অনুষ্ঠান পালন করি’, কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ