এই মুহূর্তে

মুস্তাফিজকে তাড়ানোর বদলা নিতে ভারতে T20 বিশ্বকাপ বয়কটের পথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড?

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কট্টর হিন্দুত্ববাদীদের লাগাতার হুমকির মুখে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) মুস্তাফিজের বিকল্প নেওয়ারও অনুমতি দিয়েছে। আর তাতেই চটেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা (বিসিবি)। সূত্রের খবর, মুস্তাফিজের অপমানের বদলা নিতে আগামী ফেব্রুয়ারি মাসে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না না আসার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। বাংলাদেশ ক্রিকেট দলের ম্যাচগুলি যাতে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কা কিংবা তৃতীয় কোনও নিরপেক্ষ দেশে করা হয় সেই আর্জি নিয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির দ্বারস্থ হচ্ছে বিসিবি। শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে নয়টায় বৈঠকে বসছেন বিসিবির পরিচালকরা। ওই বৈঠকের পরেই মুস্তাফিজ ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করবেন তাঁরা।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় বসতে চলেছে আইসিসির টি টোয়েন্টি ক্রিকেটের আসর। প্রতিযোগিতায় ‘সি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। ওই গ্রুপের বাকি চার দল হল-ইংল্যান্ড, ইতালি, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজ। ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ক্যারিবীয়দের বিরুদ্ধে মাঠে নেমেই অভিযান শুরু করবেন লিটন দাসরা। ইংল্যান্ড ও ইতালির বিরুদ্ধেও ইডেনে খেলবে টাইগাররা। গ্রুপের শেষ ম্যাচ খেলবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিরুদ্ধে। কিন্তু বাংলাদেশে সাম্প্রতিক সময়ে হিন্দুদের উপরে নির্যাতন নিয়ে যেভাবে দুই শহরে বিক্ষোভ হয়েছে, তাতে নিরাপত্তার অভাব বোধ করছেন বিসিবি কর্তারা।

তাই বাংলাদেশের ম্যাচগুলি ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কা কিংবা অন্য কোথাও আয়োজনের দাবি নিয়ে আইসিসির দরবারে হত্যে দেওয়ার বিষয়টি ভাবনাচিন্তা করছেন বিসিবির পরিচালকরা। এক্ষেত্রে পাকিস্তানের ভারতের মাটিতে না খেলতে আসার বিষয়টি যুক্তি হিসাবে তুলে ধরতে চাইছেন তাঁরা। এ বিষয়ে জানতে চাওয়া হলে   বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, ‘আমাদের কাছে দেশের ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি সর্বাগ্রে। আমাদের তরফে তাই এ বিষয়ে আইসিসির সঙ্গে কথা বলা হবে। আইসিসিই ঠিক করবে কোনটি উপযুক্ত ভেন্যু হবে।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগ দেখতে এদিন সিলেটে ছিলেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। যিনি নিজে কট্টর ভারত ও হিন্দু বিদ্বেষী এবং মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা। তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, ‘বিশ্বকাপের সময় কলকাতা ও মুম্বইয়ে বাংলাদেশের ক্রিকেটাররা নিরাপদ থাকবেন কি না?’ জবাবে তিনি বলেন, ‘বিশ্বকাপ আয়োজন করছে আইসিসি, ভারত হচ্ছে স্বাগতিক। আমাদের কিছু যোগাযোগ করার দরকার হলে আইসিসিতে করব।’

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দক্ষিণ আফ্রিকার ছোটদের বিরুদ্ধে তাণ্ডব ১৪ বছরের বৈভব সূর্যবংশীর, ৬৩ বলে শতরান

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শচিন পুত্র অর্জুন, চিনে নিন পাত্রীকে

বৈভবের দ্রুত শতরানের বিশ্ব রেকর্ড ভেঙে দিলেন পাকিস্তানি ব্যাটার, কে তিনি?

‘দেশ আগে’, বাংলাদেশ প্রিমিয়ার লিগের সঞ্চালিকার পদ থেকে সরে দাঁড়ালেন ঋদ্ধিমা পাঠক

ভারতেই খেলতে হবে এমন নির্দেশ দেয়নি ICC, দাবি বাংলাদেশ বোর্ড সভাপতির

টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ সদস্যের দল ঘোষণা নিউজিল্যান্ডের, বাদ পড়লেন টিম রবিনসন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ