এই মুহূর্তে

বিধানসভা নির্বাচনে রাজ্যে কত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আসবে,সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে কমিশন

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচনে কত কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন এই রাজ্যে? জানতে সোমবার দিল্লিতে বৈঠকে বসছে কমিশন। দিল্লি গেলেন মুখ্য নির্বাচনী আধিকারিক(CEO) মনোজ আগরওয়াল। সোমবার দুপুর ১২ টায় নির্বাচন কমিশনের দফতরে এই বৈঠক বসবে। এই বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সচিব পর্যায় আধিকারিক রাজ্যের মুখ্য নির্বাচনে আধিকারিক রাজ্য পুলিশের নোডাল অফিসার, জাতীয় নির্বাচন কমিশনের সচিব পর্যায়ের আধিকারিকরা। কত বাহিনী লাগবে এবং কত দফায় পশ্চিমবঙ্গে নির্বাচন হবে সবটা নিয়েই এই বৈঠকে পর্যালোচনা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক(Home Department) কত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান(Central Force) দিতে পারবে তার ওপরে নির্ভর করেই রাজ্যে বিধানসভা নির্বাচন কত দফায় হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে  কমিশন।

এই বৈঠকে অতীতে রাজ্যে কত দফায় নির্বাচন হয়েছিল এবং কি পরিমান কেন্দ্রীয় বাহিনী আনা হয়েছিল এই সবটাই পর্যালোচনা করা হবে। শুধু তাই নয় কিভাবে কবে থেকে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পাঠিয়ে রুট মার্চ শুরু হবে এবং কোথায় কোথায় প্রথমে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে, তা নিয়েও বিস্তারিত আলোচনা হবে এই বৈঠকে। নির্বাচন ঘোষণা করার আগে রাজ্যের বর্তমান এসআইআর শুনানি প্রক্রিয়া কতদূর এগিয়েছে এবং বর্তমান যে প্রক্রিয়া চলছে তা কত দ্রুত শেষ হবে তা নিয়েও আলোচনা হবে এই বৈঠকে। এস আই আর এর শুনানি নিয়ে ইতিমধ্যেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ক্ষোভ উগড়ে দিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার চার পাতার চিঠি পাঠিয়ে দিল্লির নির্বাচন কমিশনকে অবিলম্বে এসআইআর শুনানি প্রক্রিয়া বন্ধ করে ত্রুটিমুক্ত ভোটার খসড়া তালিকা প্রকাশ করার দাবি জানিয়েছেন।

এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ৩১ ডিসেম্বর দিল্লিতে গণেশ কুমারের সঙ্গে দেখা করে এসআইআর খসড়া তালিকা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন। যত সময়ে এগোচ্ছে রাজ্যে কনকনে শীতে রাজনীতির পারদ তপ্ত হচ্ছে। সেই পরিস্থিতিতে নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে গেলে কি পরিমাণ কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন তা নিয়ে পর্যালোচনা করতে সোমবার দুপুরে দিল্লিতে বৈঠকে বসে জাতীয় নির্বাচন কমিশন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শান্তিপুর হাসপাতালে ৫ কেজির টিউমারে ঝুঁকিপূর্ণ অস্ত্রপচারে বড় সাফল্য চিকিৎসকদের

হাবড়ায় টিসি’র জন্য প্রধান শিক্ষক মাথাপিছু ৩০০ টাকা করে নিচ্ছেন, থানায় অভিযোগ অভিভাবকদের

রাজ্য বিজেপির সাংগঠনিক একাধিক পদে ব্যাপক রদবদল ঘটালেন শমীক ভট্টাচার্য

ফের বাংলায় মৃত্যু বিএলও-র, এসআইআরের কাজের চাপকে দায়ী করল মৃতার পরিবার

একাধিক জেলায় জারি শৈত্যপ্রবাহের সতর্কতা, আর কতটা নামবে তাপমাত্রা?

রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ