এই মুহূর্তে

মুম্বই পুর নিগমও দখল করছে বিজেপি জোট, ইঙ্গিত বুথফেরত সমীক্ষায়

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দেশের আর্থিক রাজধানী হিসাবে পরিচিত মুম্বইয়ের পুরভোটেও অব্যাহত বিজেপির জয়যাত্রা। দীর্ঘ ২০ বছর পর হাত ধরাধরি করেও বৃহন্মুম্বই পুরসভা দখল করতে পারছেন না উদ্ধব ঠাকরে ও রাজ ঠাকরে। কংগ্রেসের অবস্থাও খুব একটা সুবিধার নয়। বুথফেরত সমীক্ষায় অন্তত তেমনই ইঙ্গিত মিলেছে।

বৃহস্পতিবারই (১৫ জানুয়ারি) বৃহন্মুম্বই পুর নিগমের ভোট নেওয়া হয়েছ। যদিও পুর ভোট ঘিরে ভোটারদের খুব একটা আগ্রহ নজরে পড়েনি। এবারের ভোটে বিজেপি এবং একনাথ শিন্ডের শিবসেনা হাত মিলিয়ে লড়েছিল। অন্যদিকে উদ্ধব ঠাকরের শিবসেনা ও রাজ ঠাকরের মহারাষ্ট্র নব নির্মাণ সেনা (এমএনএস) জোট বেঁধে লড়েছিল। কংগ্রেস নিজেদের জনপ্রিয়তা যাচাই করতে আলাদা লড়েছিল। ভোটগ্রহণ শেষের পরেই একাধিক সমীক্ষক সংস্থা বুথফেরত সমীক্ষা প্রকাশ করতে শুরু করেছে। তাতে বলা হয়েছে, মরাঠি ও মুসলিম ভোটাররা শিবসেনার প্রতিই আনুগত্য প্রকাশ করেছেন। অন্যদিকে উত্তর ও দক্ষিণ ভারতীয় ভোটাররা বেছে নিয়েছেন বিজেপি জোটকে। মহিলা ও যুব ভোটারদেরও পছন্দ ছিল গেরুয়া শিবিরকে। ‘অ্যাক্সিস মাই ইন্ডিয়া’র সমীক্ষা অনুযায়ী, বৃহন্মুম্বই পুরসভার ২২৭টি ওয়ার্ডের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন জোটের ঝুলিতে যেতে চলেছে ১৩১ থেকে ১৫১টি। উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন জোট জিততে পারে ৫৮ থেকে ৬৮টি ওয়ার্ডে। কংগ্রেস পেতে পারে ১২ থেকে ১৬টি ওয়ার্ড। অন্যান্যরা জয়ী হতে পারে ৬ থেকে ১২ ওয়ার্ডে। বিজেপি জোট পেতে পারে ৪২ শতাংশ ভোট। ঠাকরে ভাইদের জোট পেতে পারে ৩২ শতাংশ ভোট। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ১৩ শতাংশ। অর্থা‍ৎ কংগ্রেস ও ঠাকরে ভাইরা জোট বেঁধে লড়লে ফল উল্টে যেতে পারত।

আর এক সমীক্ষক সংস্থা ‘জেভিসি’র সমীক্ষা অনুযায়ী, বিজেপি জোটের প্রার্থীরা জিততে পারেন ১৩৮ ওয়ার্ডে। ঠাকরে ভাইদের ঝুলিতে যেতে পারে ৫৯টি ওয়ার্ড। আর কংগ্রেস প্রার্থীরা জয়ী হতে পারেন ২৩টি ওয়ার্ডে। ‘সকাল পোল’ এর তথ্য অনুযায়ী, বিজেপি জোট পেতে পারে ১১৯টি ওয়ার্ড। শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) ও মহারাষ্ট্র নব নির্মাণ সেনা জয়ী হতে পারে ৭৫টি ওয়ার্ডে। কংগ্রেস পেতে পারে সর্বোচ্চ ২০টি ওয়ার্ড।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘অশ্লীল গান বন্ধ করো, ভজন গাও’, মঞ্চে উঠে গায়িকাকে সংস্কারের পাঠ দিলেন লালু পুত্র

শুক্র থেকেই দেশে ফেরানো হচ্ছে ইরানে আটকে পড়া ভারতীয়দের

‘আগে সরি বল’, হাইকোর্টের আইনজীবীর কলার ধরে বেধড়ক মার টোল প্লাজার কর্মীদের

অসুস্থ প্রেমিকার সাধ পূরণে ২৬ কিলোমিটার দৌড়লেন যুবক, দিলেন জন্মদিনের সারপ্রাইজ

কী চাই? শিশুর কাছে জানতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী, যে জবাব পেলেন…

পুলিশের দায়ের করা এফআইআরের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের, সব পক্ষকে নোটিস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ