এই মুহূর্তে

SIR-এর নামে লাগাতার বাঙালি হেনস্থা কমিশনের, প্রতিবাদে গণইস্তফা স্বরূপনগরের ৫৩ বিএলওর

নিজস্ব প্রতিনিধি: বাংলায় এসআইআর (SIR) প্রক্রিয়া ঘিরে জটিলতা ক্রমেই বাড়ছে। আগামী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের লক্ষ্য থাকলে বাস্তবে কাজের অগ্রগতি নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন। এই প্রক্রিয়া তদারকির জন্য নির্বাচন কমিশন একাধিক মাইক্রো অবজার্ভার নিয়োগ করলেও শেষ পর্যায়ে তার সুফল মিলছে না বলেই অভিযোগ। কারণ অতিরিক্ত কাজের চাপ ও লাগাতার অসন্তোষের জেরে একের পর এক বিএলও ইস্তফা দিচ্ছেন।

ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগরের ৫৩ জন বিএলওর গণ ইস্তফার অভিযোগ সামনে এসেছে। স্বরূপনগরের প্রায় ৫০ টি বুথের ৫০ জন BLO ইস্তফা দিতে হাজির হলেন বসিরহাট মহাকুমার স্বরূপনগর ব্লক অফিসে । BLO দের দাবি, নির্বাচন কমিশনার তাদেরকে অহেতুক হয়রানি করছে। ছোটখাটো ভুলের কারণে বারবার ভোটারদের নোটিশ ধরানো হচ্ছে, দিনের পর দিন কাজের চাপ বেড়েই চলেছে। একদিকে স্কুল করতে হবে অন্যদিকে নির্বাচন কমিশনারের এই চাপ সব মিলিয়ে ব্যাপক চাপের মুখে বি এল ওরা। তাই তারা গনইস্তফা প্রদানের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন। স্বরূপনগরের BDO ধ্রুব জ্যোতি রায়ের কাছে তাঁদের ইস্তফা পত্র জমা দেন আজ শুক্রবার দুপুর ১২টা নাগাদ |

আরও পড়ুন: ফরাক্কায় গণইস্তফা দিলেন মাইক্রো অবজার্ভাররা, এসআইআর শুনানি প্রক্রিয়া বিশ বাঁও জলে 

এই পরিস্থিতিতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ ভোটাররা। বহু মানুষকে শুনানির জন্য ডাকা হলে কাজ শুরু না হওয়ায় তাঁরা ফিরে যেতে বাধ্য হন। অন্যদিকে এসআইআর প্রক্রিয়ায় ভোটার হেনস্থার অভিযোগ ক্রমেই জোরালো হচ্ছে অভিযোগ উঠছে। বয়স্ক ভোটাররা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে শুনানিতে সুযোগ পাচ্ছেন না। এমনকি যারা শুনানিতে হাজির হতে পারছেন তাদেরও নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। এইসব অভিযোগের প্রেক্ষিতে ফারাক্কা ব্লকে কর্মরত প্রায় ২০০ জন বিএলও আগেই গণইস্তফা দিয়েছিলেন, যদিও নির্বাচন কমিশন তা গ্রহণ করেনি। ফের আজ শুক্রবার স্বরূপনগরে ৫৩ জন বিএলওর গণ ইস্তফার অভিযোগ উঠেছে। পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এখন এস আই আর প্রক্রিয়া কার্যত অচলাবস্থার মুখে।

উল্লেখ্য, ফারাক্কা বিডিও অফিসে ভাঙচুরের ঘটনায় নির্বাচন কমিশনের নির্দেশে এফ আই আর দায়ের করা হয়েছে। পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ