এই মুহূর্তে

ওড়িশার ঢেঙ্কানলে খ্রিস্টান যাজককে জুতোর মালা পরিয়ে, গোবর জল খাওয়াল বজরং দলের কর্মীরা

নিজস্ব প্রতিনিধি, ভুবনেশ্বর: ২৭ বছর আগের ভয়ঙ্কর স্মৃতি ফিরল বিজেপি শাসিত ওড়িশার ঢেঙ্কানলে। ২৭ বছর আগে ১৯৯৯ সালের ২২ জানুয়ারি কেওনঝড়ের মোহনপুরে অস্ট্রেলীয় খ্রিস্টান সন্ন্যাসী গ্রাহাম স্টেইনস ও তাঁর দুই শিশুপুত্রকে পুড়িয়ে মারার মতো ন্যক্কারজনক ঘটনায় নাম জড়িয়েছিল বজরং দলের। এবার ঢেঙ্কানলে  ধর্মান্তকরণে জড়িত থাকার অভিযোগে এক খ্রিস্টান সন্ন্যাসীকে জুতোর মালা পরিয়ে গ্রামে ঘোরানোর পাশাপাশি ব্যাপক মারধরের অভিযোগ উঠল বজরং দলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। শুধু তাই নয়, প্রায়শ্চিত্ত করতে ওই খ্রিস্টান সন্ন্যাসীকে জোর করে গোবর জল পান করতেও বাধ্য করার মতো অভিযোগ উঠেছে। ধর্মান্তরে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন নির্যাতিত খ্রিস্টান যাজক বিপিন বিহারী নায়েক।

ঘটনাটি ঘটেছে চলতি বছরের ৪ জানুয়ারি ঢেঙ্কানলের পারজং গ্রামে। খ্রিস্টান যাজক বিপিন বিহারী নায়েক তার স্ত্রী বন্দনা নায়েক এবং আরও কয়েকজনের সাথে পরিবারের সদস্য কৃষ্ণা নায়েকের বাড়িতে প্রার্থনা সভা পরিচালনা করছিলেন। অভিযোগ সেই সময়ে লাঠিসোঁটা হাতে বজরং দলের ১৫ থেকে ২০ জন কর্মী ওই বাড়িতে ঢুকে পড়ে এবং বিপিন বিহারী নায়েকের উপরে চড়াও হয়। ঘর থেকে তাঁকে টেনে বের করে বাইরে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করা হয়। তার মুখে লাল সিঁদুর মাখানো হয় এবং তার গলায় চপ্পলের মালা পরানো হয়।

নির্যাতিত খ্রিস্টান যাজক বিপিন বিহারী নায়েকের স্ত্রী বন্দনা নায়েক অভিযোগ করেছেন, ‘বজরং দলের সদস্য এবং স্থানীয় কিছু গ্রামবাসী প্রায় দু’ঘণ্টা ধরে জুতোর মালা পরিয়ে বিপিনকে গ্রামে ঘোরায়। তার পরে স্থানীয় একটি হনুমান মন্দিরে নিয়ে যাওয়া হয়। সেখানে চুল কেটে ফেলে মাথা ন্যাড়া করে দেওয়া হয়। মন্দিরের সামনে প্রণাম করতে বাধ্য করা হয় এবং ড্রেনের জল এবং গোবর জল পান করতে বাধ্য করা হয়। মন্দিরে তার হাত একটি রডের পিছনে বেঁধে রাখা হয়। নির্যাতন চালানোর সময়ে আক্রমণকারীরা “জয় শ্রী রাম” বলতে বাধ্য করে।’ পারজং থানায় ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করেছেন বন্দনা নায়েক। ওই হামলায় জড়িত থাকার অভিযোগে বজরং দলের চার সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঢেঙ্কানলের পুলিশ সুপার অভিনব সোনকার।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রতিবন্ধী কোটায় ডাক্তারি পড়তে পায়ের আঙুল কেটেছিলেন যুবক, বান্ধবী ফাঁস করলেন রহস্য

রাতারাতি চুরি আস্ত সেতু, হাড় হিম কাণ্ড ঘটল কোথায়?

জনগণনা ২০২৬- প্রথম ধাপে কী কী প্রশ্ন করা হতে পারে? রইল তালিকা

১৯৮৪ সালের শিখ–বিরোধী দাঙ্গা মামলা: সজ্জন কুমারকে বেকসুর খালাস করল দিল্লি আদালত

হাতের মেহেন্দি এখনও ওঠেনি, স্ত্রীকে গুলি করে আত্মঘাতী গুজরাতের আমলা

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের ভাবনা অন্ধ্র সরকারের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ