এই মুহূর্তে

পোস্টাল ব্যালটে উপরের দিকে জামায়াতের প্রতীক, ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে বিএনপি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য অনলাইনে ভোট দেওয়ার আবেদনকারীদের কাছে পোস্টাল ব্যালট পাঠাতে শুরু করেছে নির্বাচন কমিশন। আর ওই পোস্টাল ব্যালটের উপরের সারিতেই রয়েছে পাকিস্তানপন্থী এবং মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লা। আর তাতেই ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে তারেক রহমানের দল বিএনপি। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দলের তরফে এক প্রতিনিধি দল নির্বাচন কমিশনের কর্তাদের সঙ্গে দেখা করে এ বিষয়ে আপত্তি জানিয়েছে। শুধু তাই নয়, রাখঢাক না রেখে বিএনপির প্রবীণ নেতা নজরুল ইসলাম খান অভিযোগ করেছেন, ‘উদ্দেশ্যমূলকভাবে একটি রাজনৈতিক দলের নাম ও প্রতীক পোস্টাল ব্যালট পেপারে সবার আগে দেওয়া হয়েছে।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বিদেশে থাকা বাংলাদেশিরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। তাদের ভোট দেওয়ার জন্য পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়েছে। পাশাপাশি যারা ভোট কর্মী ও ভোটের দায়িত্বে অন্য জেলায় যাবেন তাদের জন্যও পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হয়েছে। দেশ ও দেশের বাইরে মিলিয়ে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার পোস্টাল ভোট দেওয়ার জন্য নিজেদের নাম নথিভুক্ত করেছেন। তাদের মধ্যে দেশের মধ্যে রয়েছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন। আর বিদেশে অবস্থানরত প্রবাসী ভোটার রয়েছেন ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন।

অনলাইনে ভোট দেওয়ার আবেদনকারীদের পাঠানো পোস্টাল ব্যালট নজরে আসতেই নড়েচড়ে বসেছে বিএনপি শীর্ষ নেতৃত্ব। গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে তারেক রহমানের দল। এদিন বিএনপির প্রবীণ নেতা নজরুল ইসলাম খান বলেন, ‘বর্ণমালা অনুসারে ব্যালট সাজানো হয়নি। বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের নাম আগে চলে এসেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে হয় ইচ্ছে করেই এমনটাই করেছে। কমিশনের কাছে অনুরোধ রাখব, পোস্টাল ব্যালটের মতো সংসদ নির্বাচনের ব্যালটের ক্ষেত্রে একই ভুল না করা হয়। পাশাপাশি যারা জামায়াতের হয়ে এমন কারচুপি শুরু করেছেন তাদের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।’ নাম না করে জামায়াতের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘একটি বিশেষ দল ভুয়ো ভোটার তৈরির চেষ্টা চালাচ্ছে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

১৭৯ আসনে লড়বে জামায়াতে, কতটিতে লড়ছে জাতীয় নাগরিক পার্টি?

ঢাকায় কলেজ ছাত্রীকে চলন্ত গাড়িতে ১২ ঘন্টা ধরে গণধর্ষণ, ধৃত বাসচালক-সহ ৩

হাসিনা বিরোধী আন্দোলনে পুলিশ ও হিন্দু খুনে জড়িতদের ‘রক্ষাকবচ’ দিল মোল্লা ইউনূস সরকার

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে পালাল মাদ্রাসার প্রধান শিক্ষক, আগুন লাগিয়ে উত্তেজনা

আসন রফা নিয়ে মতানৈক্য, জামায়াতের জোট ছাড়ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ

জমি বিক্রির টাকা না দেওয়ায় বাবা-মাকে জ্যান্ত সমাধি দেওয়ার চেষ্টা, ধৃত দুই গুণধর ছেলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ