এই মুহূর্তে




ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বন্ধ উড়ান, আগুন নিয়ন্ত্রণে নামল সেনা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দাউ-দাউ করে জ্বলছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে বন্ধ করে দেওয়া হয়েছে উড়ান পরিষেবা। দমকলের ৩১টি ইঞ্জিন বিধ্বংসী আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও আড়াই ঘন্টার বেশি সময় পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। দমকলের পাশাপাশি আগুন নেভানোর কাজে নেমেছে বাংলাদেশ বিমানবাহিনী ও নৌবাহিনী। কিভাবে ওই আগুনের সূত্রপাত তা জানা যায়নি।

দমকল বিভাগের মুখপাত্র তালহা বিন জসিম জানিয়েছেন ‘এদিন দুপুর ২টা ১৫ মিনিটে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের বিদেশি ক্যুরিয়ার সার্ভিসের কার্গো শাখায় আগুন লাগে। প্রচুর দাহ্য পদার্থ থাকায় নিমিষেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে আগুন। দুপুর আড়াইটে নাগাদ আগুন লাগার খবর পান দমকল কর্মীরা। শুরুতেই চারটি ইঞ্জিন পাঠানো হয়। আগুন নেভাতে হিমশিম খান দমকল কর্মীরা। পরে আরও ২৬টি ইঞ্জিন পাঠানো হয়।’ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক ও জনসংযোগ আধিকারিক মোহাম্মদ কাউছার মাহমুদ সংবাদমাধ্যমকে জানান,  ‘কার্গো ভিলেজে আগুন লাগার পরেই বিমানবন্দর ফায়ার সেকশন, বিমানবাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। বিধ্বংসী আগুনের কারণে সাময়িকভাবে উড়ান পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে ঢাকাগামী কয়েকটি বিমান চট্টগ্রাম ও কলকাতায় অবতরণ করেছে। ঢাকা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটও ট্যাক্সিওয়েতে আটকে আছে। ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ওডি–১৬৩ ফ্লাইট এবং ঢাকা থেকে মুম্বইগামী ইন্ডিগোর ৬ই–১১১৬ ফ্লাইট ট্যাক্সিওয়েতে অপেক্ষা করছে। ব্যাংকক থেকে ঢাকায় আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটি চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছে। দিল্লি থেকে ঢাকায় আসা ইন্ডিগোর ফ্লাইট কলকাতায় থামিয়ে দেওয়া হয়েছে। এয়ার আরাবিয়ার শারজা থেকে ঢাকা আসা ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে। হংকং থেকে ঢাকা আসা ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের বিমানটি অবতরণ না করতে পেরে আকাশে চক্কর দিচ্ছে। বাংলাদেশ এয়ারলাইন্সের সৈয়দপুর থেকে ঢাকাগামী ফ্লাইটটি ঢাকায় অবতরণ না করে চট্টগ্রামে নেমেছে। ইউএস–বাংলা এয়ারলাইন্সের চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ফ্লাইট ফের চট্টগ্রামে ফিরে গিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বাংলাদেশ নৌবাহিনীর হাতে বন্দি কাকদ্বীপের ১৪ ম‍ৎস্যজীবী

জতুগৃহে পরিণত শাহজালাল বিমানবন্দর, ঢাকাগামী বিমান পাঠানো হচ্ছে কলকাতা-চট্টগ্রামে

বাংলাদেশের সেনা কর্তাদের সঙ্গে গোপন বৈঠক ভারতীয় সেনা গোয়েন্দাদের, ঘুম উড়েছে মোল্লা ইউনূসের

দুধ দিয়ে স্নান করে রিয়ামণিকে তালাক, এবার কি চতুর্থ বিয়ের পিঁড়িতে হিরো আলম?

বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞ, এবার বাড়িতে ঢুকে বৃদ্ধকে নৃশংসভাবে খুন

‘হাসিনা উচ্ছেদ আন্দোলনে কোনও মাস্টারমাইন্ড ছিল না’, ইউনূসের দাবি নস্যা‍ৎ ক্রীড়া উপদেষ্টার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ