এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বান্দারবানে কেএনএ জঙ্গিদের হামলা, নিহত ২ সেনা

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের বান্দরবানের রুমা জেলায় সেনা ছাউনিতে আচমকা হামলা চালায় জঙ্গিরা। সূত্রের খবর, চিনের মদতপুষ্ট কুকি চিন ন্যাশানাল আর্মির জঙ্গীরা আইডি বিস্ফোরণের পাশাপাশি অতর্কিতে গুলিও চালাতে শুরু করে সেনাদের লক্ষ্য করে। এই ঘটনায় এখনও অবধি দুই জন সেনা সদস্যের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুই সেনা অফিসার।

উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরের দিকে এই হামলার ঘটনা ঘটে। এবং বুধবার বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)-এই খবর জানায়।

আএসিপআর-এর ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোয়েন্দারা একটি সূত্র মারফত খবর পান, বান্দারবানের উপজেলা সুংসুংপাড়ার সেনা শিবিরের আওতায় থাকা জারুলিছড়িপড়ায় জঙ্গিরা আশ্রয় নিয়েছে। এবং সেই তথ্যের ওপর নির্ভর করে বাংলাদেশ সেনার মেজর মনোয়ারের নেতৃত্বে একটি দল ওই জায়গায় তল্লাশির জন্য ওই জায়গার দিকে রওনা দেয়।

টহলদারি দলটি যেই জারুলছড়িপাড়ার কাছাকাছি এসে পৌঁছোয়, ঠিক সেই সময় বাংলাদেশ সময় অনুযায়ী দুপুর ১টা ৫৫মিনিটের দিকে ওই জঙ্গী গোষ্ঠীর সদস্যরা আইডি বিস্ফোরণ এবং গুলি করতে শুরু করে সেনাদের লক্ষ্য করে। এই হামলাতেই ওই দুই সেনা কর্মীর মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। এবং আহত ওই সেনা কর্মী ও অফিসারদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হেলিকপ্টারের সাহায্যে দ্রুত নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম সামরিক হাসপাতালে। সেইখানে চিকিৎসারত অবস্থায় এক সেনাকর্মীর মৃত্যু হয়।

আইএসপিআর-এর বিজ্ঞতিতে আরও বলা হয়েছে, কেএনএ জঙ্গি গোষ্ঠী বান্দারবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি অঞ্চলের গভীর জঙ্গলে জঙ্গি কার্যকলাপ সৃষ্টির পরিকল্পনা করেছে। তাদের মূল উদ্দেশ্যই হল, ওই অঞ্চলগুলিতে ভয়ের পরিবেশ সৃষ্টি করা।

এদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে ওই ঘটনায় নিহত দুই সেনা সদস্যের প্রতি গভীর শোক জ্ঞাপন করা হয়েছে, পাশাপাশি নিহত সেনাদের পরিবারের প্রতি জানানো হয়েছে সমবেদনাও।

প্রসঙ্গত, বাংলাদেশের পার্বত্য এলাকা নামে খ্যাত চট্টগ্রাম অঞ্চলে নতুন জঙ্গি গোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করেছে কুকি চিন ন্যাশানাল ফ্রন্ট। আর তাদের বিরুদ্ধে গত বছরের ৯ অক্টোবর থেকে অভিযান শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী। এবং এই জঙ্গিগোষ্ঠীর আস্তানাগুলিতে অভিযান চালিয়ে ইতিমধ্যেই নতুন আর এক জঙ্গিগোষ্ঠী জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার অনেক সদস্যকেই গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, এই জঙ্গিগোষ্ঠীটি গড়ে ওঠে বান্দরবানের রুমা উপজেলায়। এর প্রধান হলেন নাথান বম নামের এক ব্যক্তি। সে রুমা উপজেলার সদর বাজারের বাসিন্দা। ২০১২ সালে বম কুকি চিন ডেভলপমেন্ট অর্গানাইজেশন নামে একটি সংগঠন গড়ে এবং সেটিই পরবর্তীত সময়ে কেএনএফ জঙ্গি গোষ্ঠীতে রূপান্তিরত হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাঁশের চালে রান্না হচ্ছে ভাত, পায়েস, ব্য়াপারটা কী

তাপপ্রবাহে জ্বলছে বাংলাদেশ, ঢাকায় তাপমাত্রা ছাড়াল ৪০ ডিগ্রি

বিনা চিকি‍ৎসায় মারা গেলেন বাংলাদেশের প্রথম পতাকার নকশাকার শিবনারায়ণ দাস

পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন গোয়েন্দা সংস্থার

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় বাংলাদেশের মেরিনা তাবাসসুম

তীব্র গরমে পুড়ছে বাংলাদেশ, ৬ জেলায় তাপমাত্রা ছাড়াল ৪০ ডিগ্রি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর