এই মুহূর্তে




বাংলাদেশে কোটা আন্দোলনের বলি ১৭৪, বাড়ছে কার্ফুর মেয়াদ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কোটা আন্দোলনকে ঘিরে দেশ জুড়ে চলা হিংসায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৪। তার মধ্যে গতকাল রবিবার (২১ জুলাই) হিংসার বলি হয়েছেন ১৯ জন। এর মধ্যে সাতজন আগেই গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তাঁরা। এমনটাই দাবি করেছে দেশের প্রথম সারির দৈনিক সংবাদপত্র ‘প্রথম আলো’। যদিও প্রশাসনের তরফে এখনও কোটা আন্দোলন ঘিরে চলা অশান্তিতে কতজনের প্রাণ গিয়েছে তা নিয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় দেশ জুড়ে চলা কার্ফুর মেয়াদ ফের বাড়ানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, কার্ফু চলবে। আজ সোমবার (২২ জুলাই) বেলা দুটো থেকে পাঁচটা পর্যন্ত কার্ফু শিথিল থাকবে। সাধারণ মানুষ যাতে বাজার ও প্রয়োজনীয় কাজকর্ম সেরে নিতে পারেন সেই কারণে তিন ঘন্টার জন্য কার্ফু শিথিল করা হবে। বিকেল পাঁচটার পর থেকে ফের কার্ফু চলবে। আগামিকাল মঙ্গলবার থেকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরের কারফিউ কতদিন চলবে, কতক্ষণ শিথিল থাকবে তার সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রক। দেশের বাকি জেলার ক্ষেত্রে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন। গত পাঁচদিন ধরে মোবাইল-ইন্টারনেপট পরিষেবা বন্ধ থাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। সাধারণ মানুষ কার্যত নির্জন দ্বীপের বাসিন্দা হিসাবেই বসবাস করছেন। কবে ফের ইন্টারনেট পরিষেবা চালু হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাতে পারেননি স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিকে, কার্ফু চলার কারণে রবি ও সোমবার দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছিল জনপ্রশাসন মন্ত্রক। কার্ফুর মেয়াদ বাড়লে সাধারণ ছুটি বাড়ানো হতে পারে বলে সোমবার জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। তাঁর কথায়, ‘যদি কার্ফুর মেয়াদ বাড়ে, তাহলে সাধারণ ছুটিও বাড়ানো হবে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আদালতে গিয়ে আত্মসমর্পণ, অর্থ‌ আত্মসাৎ ও প্রতারণা মামলায় জামিন পেলেন অভিনেত্রী মেহজাবিন

অর্থ‌ আত্মসাৎ ও প্রতারণার দায়ে এবার অভিনেত্রী মেহজাবিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

সোমে শেখ হাসিনার ফাঁসির রায় সরাসরি টিভিতে সম্প্রচার হবে

২০২৬ সালের পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়ে দিল আরব আমিরাত

স্ত্রীকে পেটানোর মামলায় ২০০ টাকার মুচলেকায় জামিন পেলেন হিরো আলম

‘ক্ষমতায় এসে ভারতের দাদাগিরি বন্ধ করে দেব’, হুঙ্কার খালেদার দলের মহাসচিবের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ