এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

দ্বিতীয় স্ত্রীর অবৈধ সম্পর্ক নিয়ে বিস্ফোরক শাকিব, জবাব কী দিলেন বুবলী?

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ফের খবরের শিরোনামে বাংলাদেশী কিং এবং রাজার ছোট রানী। বুঝতেই পারছেন কারা এই প্রতিবেদনের আলোচ্য বিষয়! আসলে ঢাকাই ইন্ডাস্ট্রির সুপারস্টার শাকিব খানকে নিয়ে আলোচনার শেষ নেই। তাঁর পেশাগত থেকে ব্যক্তিগত কোনটাই আড়ালে নেই। সবটাই লোকচর্চার মুখে। সিনেমা ছাড়াও কখনও শাকিব খান-বুবলী আবার কখনও শাকিব খান-অপু বিশ্বাসের নানা ইস্যুতে নাজেহাল মিডিয়া। গতবছর ফেসবুকে প্রেগনেন্সির ছবি দিয়ে রীতিমতো সকলকে চমকে দিয়েছিলেন ঢাকাই ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। এরপর বিতর্ক উঠতেই তিনি ঘোষণা করেন যে, শাকিব খানের সঙ্গে বিয়ে হয়েছে তাঁর ২০১৮ সালে। তাঁদের একটি সন্তান রয়েছে, যার জন্ম হয় ২০২১ সালে। এই ঘটনাটি অস্বীকারও করেননি শাকিব। তবে এই ঘটনার দিন কয়েক পরে শাকিব আচমকাই বলেন যে, বুবলীর সঙ্গে আর তাঁর অনস্ক্রিন বা অফস্ক্রীন, কোনও সম্পর্কই নেই। আবার এই বছরের শুরুতেই অপু বিশ্বাসের সঙ্গে শাকিবের আবারও সম্পর্ক জোড়া লাগছে এমন একটা জল্পনা চলছিল। কিন্তু কোনটাই ধোপে টেকেনি। এর রেশ কাটতে না কাটতে গতকাল থেকে আবারও একটি নতুন ইস্যু তৈরি হল শাকিব-বুবলীকে ঘিরে। বুবলীকে নিয়ে আবারও বিস্ফোরক মন্তব্য করে ঘরোয়া উত্তাপ উস্কে দিলেন শাকিব। গত মাসে একটি চ্যানেলের কর্ণধার কৌশিক হাসান তাপসের সঙ্গে শবনম বুবলীর প্রেমের গুঞ্জন উঠে। যা জানান তাপসের স্ত্রী ফারজানা মুন্নি। এরপর তার আর অপু বিশ্বাসের একটি কলরেকর্ডও ফাঁস হয়। সেখানেও মুখ্য বিষয়বস্তু হয় তাপস-বুবলীর প্রেম। সে সময় ভারতে ছিলেন শাকিব। কাজের ব্যস্ততার মাঝেও এসব ঘটনা তাঁর কান এড়িয়ে যায়নি। কিন্তু তখন মুখ খোলেননি। তবে দেশে ফেরার সপ্তাহ খানেক পরেই এ নিয়ে তিনি প্রথম টিভি চ্যানেলে মুখ খুললেন।

বাংলাদেশের একটি বেসরকারি সংবাদমাধ্যম অনুযায়ী, শাকিব জানালেন, ‘কথাগুলো বলতে চাই না। বললেও আমার নিজের কাছে নিজেকে খুব লজ্জিত মনে করব। অপমানিত মনে করব। মুন্নী ভাবিকে আমি যত স্ট্রং পারসোনালিটির মানুষ হিসেবে দেখেছি, তার মতো মানুষকে আমি এত অসহায়ভাবে আশা করিনি। আর এমন একটা মানুষকে নিয়ে কথা, যার সঙ্গে একটা সময় আমার সম্পর্ক ছিল। এই ব্যাপারে আমি জড়াতেও চাই না। আমার জীবনে বুবলীর কোনো অস্তিত্ব নেই। তাকে (বুবলী) নিয়ে আমি কথা বলতেই চাই না। যার সঙ্গে আমার সম্পর্ক নেই, তাকে নিয়ে অনধিকার চর্চা কেন করতে যাব! আমার তো কোনো দরকার নেই। তার তো এর আগেও অনেক স্ক্যান্ডাল শুনেছি। এই স্ক্যান্ডালটা তো তাপসের ওয়াইফ নিজে বললেন। সেটার অডিও আমরা সবাই শুনলাম। আমারটা আমি না-ই বললাম। এই ঘটনাগুলোয় আমি অনেক কিছু আমার ঘাড়ে নিয়েছি। আমার ওপর দিয়ে দোষ গেছে, আমি চুপ করে বসে ছিলাম। তাদের বিরুদ্ধে কখনও কিছু বলতে চাইনি। আজও বলছি না। কাউকে বলছি না যে, তাপসের বউ আমাকে কী বলেছেন! আমি আসলে বরাবরই মানুষ চিনতে ভুল করেছি। বিশেষ করে দ্বিতীয়বার (বুবলীকে বিয়ে) আমি মানুষ চিনতে ভুল করেছি। সিনেমাতে যেমন দেখা যায়, যাকে চিন্তাই করতে পারি না যে তিনি ক্রিমিনাল হতে পারে। যেটুকু জীবন আমি নষ্ট করেছি। আমার মূর্খতা আর ভুলের কারণে আমার পরিবার অসম্মানিত হয়েছে, ফ্যানসরা অস্মানিত হয়েছে।’

না এই ঘটনায় চুপ করে থাকেননি বুবলী। শাকিবের এসব কথা বুবলী শুনেছেন। ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়ে শাকিবের নাম উল্লেখ না করে লিখেছেন, ‘ভূতের মুখে রাম রাম (নাম)। অবশেষে নায়ক সাহেব বরাবরের মতোই ‘ভুয়া গুজব’ সিনেমার প্রধান পরিচালক হিসেবে সামনে আসলেন। অবশ্য এ রকম পরিচালনা তার জন্য নতুন কিছু না। মজার ব্যাপার হচ্ছে নায়ক এবং তার গ্যাংয়ের সদস্যদের আমার নাম নিয়ে শুধু আলোচনায় থাকতে হয়। এদের রিজিকের ব্যবস্থা করছি ভেবে ভালো লাগে।’ ২০১৮ সালের ২০ জুলাই বুবলীকে গোপনে বিয়ে করেছিলেন শাকিব খান। এরপর ২০২০ সালের ২১ মার্চ জন্ম হয় তাদের সন্তান শেহজাদ খান বীরের। সন্তান জন্মের আগে বুবলী মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘ভূতের ভবিষ্যৎ’-খ্যাত ‘আত্মারাম’-কে বাঁচাতে এবার অভিনব উদ্যোগ টলিউডের

পুষছেন গরু, শয়নকক্ষে ৫০ বছরের খাট, বাড়িকেই ‘ফার্মহাউস’ বানালেন বিবেক

‘২০১১-র আগে কোথায় ছিলে মা?’ পান্ডুয়া থেকে লকেটকে নিশানা অভিষেকের

৫৪-তে পা দিলেন কাঞ্চন মল্লিক, বরের জন্মদিনে রাজকীয় আয়োজন শ্রীময়ীর

জানেন কি, মনিষা নয়, রেখাই হতে পারতেন ‘হীরামাণ্ডি’র মল্লিকাজান

সেলফি তুলতে চাওয়ায় ভক্তের সঙ্গে দুর্ব্যবহার সাকিবের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর