এই মুহূর্তে




বাংলাদেশের সেনা কর্তাদের সঙ্গে গোপন বৈঠক ভারতীয় সেনা গোয়েন্দাদের, ঘুম উড়েছে মোল্লা ইউনূসের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা ঘনিষ্ঠ ১৫ সেনা কর্তাকে গ্রেফতার নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে তুঙ্গে উঠেছে অসন্তোষ। তার মধ্যেই ঢাকায় এসে বাংলাদেশ সেনাবাহিনীর একাধিক শীর্ষ কর্তার সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় সেনা গোয়েন্দা (মিলিটারি ইন্টিলিজেন্স) সংস্থার তিন শীর্ষ আধিকারিক। আর তাতেই ঘুম উবেছে মোল্লা মুহাম্মদ ইউনূসের। সেনা অভ্যুত্থানের আশঙ্কায় ইতিমধ্যেই বিএনপি ও জামায়াত শীর্ষ নেতাদের দ্বারস্থ হয়েছেন তিনি। বাংলাদেশ সেনায় থাকা দুই দলের সমর্থক আধিকারিক ও জওয়ানরা যাতে সেনা অভ্যুত্থান প্রতিরোধ করতে সচেষ্ট হয় করজোড়ে সেই অনুরোধ করেছেন।

সূত্রের খবর, ‘গত ১৪ অক্টোবর ঢাকার মাটিতে পা রেখেছিলেন ভারতীয় সেনা গোয়েন্দা সংস্থার তিন আধিকারিক। তার মধ্যে একজন মেজর জেনারেল পদমর্যাদার। বাকি দুজনের একজন ব্রিগেডিয়ার ও একজন কর্নেল। মেজর জেনারেল পদমর্যাদার আধিকারিক কুন্দন কুমার সিংহ আবার ভারতীয় সেনা গোয়েন্দা সংস্থার অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্বে।ঢাকায় তিনদিন থাকার কথা ছিলেও চার দিন থেকেছিলেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকা ত্যাগ করে দিল্লির উদ্দেশে রওনা হয়েছেন।’ ঢাকায় অবস্থানকালীন ভারতীয় তিন সেনা গোয়েন্দা আধিকারিক ডিজিএফআই, অ্যাডজুট্যান্ট জেনারেল, কোয়ার্টার মাস্টার জেনারেল, সশস্ত্র বাহিনীর অপারেশন, পরিকল্পনা ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্তাদের সঙ্গেও বৈঠক করেছেন। দেশে ফেরার আগে বারিধারা কমপ্লেক্সে ভারতীয় দূতাবাসের শীর্ষ আধিকারিকদের সঙ্গেও মধ্যাহ্নভোজ-বৈঠকে অংশ নেন। ওই বৈঠকে হাজির ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা, ডেপুটি হাইকমিশনার পবন কুমার বাধে সহ মিশনের পদস্থ কর্তারা।

বাংলাদেশ সেনার এক আধিকারিক জানিয়েছেন, ‘গত বছর ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে দেশে ভারত বিরোধী বিদ্বেষ চূড়ান্ত জায়গায় পৌঁছেছে। তাই ভারতীয সেনা গোয়েন্দাদের সফরের বিষয়টি গোপন রাখা হয়েছিল। আগ বাড়িয়ে জানালে পাকিস্তানপ্রেমী জামায়াত ইসলামী ও তাদের দোসররা শোরগোল পাকাতে পারত ও ভারতীয় দূতাবাসেও হামলা চালাতে পারত।’

প্রসঙ্গত, দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তরফে গত ৮ অক্টোবর মুক্তিযুদ্ধ অনুসারী ২৫ প্রাক্তন সেনা আধিকারিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে তাঁরা হলেন ডিজিএফআই-এর প্রাক্তন মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) আকবর হোসেন, ডিজিএফআই-এর প্রাক্তন মহাপরিচালক মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) সাইফুল আবেদিন, ডিজিএফআই-এর প্রাক্তন মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) সাইফুল আলম, ডিজিএফআই-এর প্রাক্তন মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) আহমেদ তাবরেজ শামস চৌধুরী, ডিজিএফআই-এর প্রাক্তন মহাপরিচালক মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) হামিদুল হক, ডিজিএফআই-এর সিটিআইবির প্রাক্তন পরিচালক মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) মোহাম্মদ তৌহিদুল উল ইসলাম, ডিজিএফআই-এর সিটিআইবির প্রাক্তন পরিচালক মেজর জেনারেল শেখ সরওয়ার হোসেন, ডিজিএফআই-এর সিটিআইবির প্রাক্তন পরিচালক মেজর জেনারেল কবীর আহাম্মদ, ডিজিএফআই-এর সিটিআইবির প্রাক্তন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী, ডিজিএফআই-এর সিটিআইবির প্রাক্তন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী এবং লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) মখছুরুল হক। ওই গ্রেফতারি পরোয়ানা জারি নিয়ে শোরগোল পড়ে যায়।

সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল এমএইচ হাকিমুজ্জামান গত শনিবার (১১ অক্টোবর) ঢাকা সেনানিবাসে সংবাদ সম্মেলনে ১৪ কর্মরত আধিকারিক সহ ১৫ জনকে গ্রেফতারের কথা জানান। আর তার পরেই অসন্তোষ ছড়িয়ে পড়ে সেনা জওয়ান ও আধিকারিকদের মধ্যে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, দেশ ছাড়লে পদ হারাতে হতে পারে এমন আশঙ্কায় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দিল্লি ও সৌদি আরব সফর বাতিল করে দিয়েছেন। ১২-১৪ অক্টোবর ভারত সফরে যাওয়ার কথা ছিল তাঁর।  দিল্লি থেকেই সৌদি আরবে যাওয়ার কথা ছিল। তবে দুই সফর বাতিল করলেও গত কয়েকদিন ধরে জেনারেল ওয়াকারের কোনও হদিস পাওয়া যাচ্ছে না। তিনি ঢাকা আছেন নাকি ঢাকা ছেড়ে অন্য কোন সেনানিবাসে নিরাপদ আশ্রয়ে গেছেন, তা নিয়ে তীব্র জল্পনা চলছে। বাংলাদেশ সেনাবাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, প্রাণ বাঁচাতে কুমিল্লায় ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি জেনারেল নাজিমউদ্দৌলার শরণাপন্ন হয়েছিলেন ওয়াকার। ঢাকার সেনা সদর দফতর ছেড়ে কুমিল্লা সেনা ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন। গত সেপ্টেম্বরেই নিজের ঘনিষ্ঠ মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজিম-উদ-দৌলাকে মেজর জেনারেল পদে উন্নীত করে কুমিল্লার জিওসি করেছিলেন ওয়াকার।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বাংলাদেশ নৌবাহিনীর হাতে বন্দি কাকদ্বীপের ১৪ ম‍ৎস্যজীবী

জতুগৃহে পরিণত শাহজালাল বিমানবন্দর, ঢাকাগামী বিমান পাঠানো হচ্ছে কলকাতা-চট্টগ্রামে

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বন্ধ উড়ান, আগুন নিয়ন্ত্রণে নামল সেনা

দুধ দিয়ে স্নান করে রিয়ামণিকে তালাক, এবার কি চতুর্থ বিয়ের পিঁড়িতে হিরো আলম?

বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞ, এবার বাড়িতে ঢুকে বৃদ্ধকে নৃশংসভাবে খুন

‘হাসিনা উচ্ছেদ আন্দোলনে কোনও মাস্টারমাইন্ড ছিল না’, ইউনূসের দাবি নস্যা‍ৎ ক্রীড়া উপদেষ্টার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ