28ºc, Haze
Friday, 24th March, 2023 8:47 pm
নিজস্ব প্রতিনিধি: দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন অসুস্থ খালেদা জিয়ার (Khaleda Zia) মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হচ্ছে। রবিবার বাংলাদেশের আইন মন্ত্রকের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বাংলাদেশের বিরোধী নেত্রী বর্তমানে অসুস্থতার কারণে শর্তসাপেক্ষে কারাগারের বাইরে রয়েছেন। শর্তসাপেক্ষে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৪ মার্চ । তাঁকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসার প্রয়োজন রয়েছে বলে দাবি করে খালেদা জিয়ার পরিবারের তরফে সেদেশের আইন মন্ত্রকে তাঁর মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন জানানো হয়। সেই আবেদন বিবেচনা করে তাঁর মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর পক্ষে মত দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
রবিবার সাংবাদিকদের আইনমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া পরিবারের পক্ষ থেকে আবেদন করেছেন। ফৌজদারি কার্যবিধির নিয়ম অনুযায়ী এ দরখাস্ত করতে হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, এ দরখাস্ত তারা প্রথম থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করে আসছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোন পদক্ষেপ নেওয়ার আগে আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে থাকে।’ তিনি আরও বলেন, ‘খালেদা জিয়ার ষষ্ঠবারের মুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। সেজন্য তারা আবেদন করেছিলেন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা তাকে আগের মতো, আগের যে দুটো শর্ত ছিল, সেই দুটো শর্ত সাপেক্ষে আবারও মুক্তির মেয়াদ ছয় মাসের জন্য বৃদ্ধি করছি।’ প্রসঙ্গত বাংলাদেশের বিরোধী নেত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যাসহ বহু রোগে ভুগছেন।