এই মুহূর্তে

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে পালাল মাদ্রাসার প্রধান শিক্ষক, আগুন লাগিয়ে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি : ১৩ বছরের কিশোরীকে নিয়ে পালিয়ে গেলেন স্কুলের প্রধান শিক্ষক। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায়। ওই এলাকার মাদ্রাসাটিতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষকের নাম মাহমুদুল হাসান (৩৫)। নাবালিকাকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

জানা গিয়েছে, মঙ্গলবার সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের উত্তর চর হাসান গ্রামের একটি মাদ্রাসায় আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে। জানা গিয়েছে ওই মাদ্রাসার প্রধান শিক্ষক ষষ্ঠ শ্রেণির এক নাবালিকাকে নিয়ে পালিয়ে গিয়েছে। উত্তেজিত জনতা ওই মাদ্রাসাতেই আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল বাহিনী। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযুক্ত শিক্ষক পিরোজপুর জেলার বাসিন্দা। মাদ্রাসার প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন তিনি। তার বিরুদ্ধে অভিযোগ, গত ৭ জানুয়ারি এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যান। পরে যদিও থাকে বাড়িতে ফিরিয়ে এনেছেন পরিবারের সদস্যরা। ওই ছাত্রের সঙ্গে প্রধান শিক্ষকের একটি সম্পর্ক গড়ে উঠেছিল। সেই কারণেই পালিয়ে গিয়েছিলেন তারা। কিন্তু কোনও রকমে ওই নাবালিকাকে উদ্ধার করা হয়েছে। ওই ছাত্রী আগে এই মাদ্রাসাতেই পড়ত। নোয়াখালী সদর উপজেলার নুরু পাটোয়ারীহাট মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করছে সে।

মাদ্রাসাতে আগুন লাগানোর পরে সুবর্ণ উপদজেলার অফিসার আকিব ওসমান এবং চরজব্বর থানার অফিসার ইনচার্জ মো. লুৎফর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার পরে মাদ্রাসায় তালা দিয়ে দেয় নাবালিকার পরিবার। প্রায় ১ সপ্তাহের বেশি সময় সেটি বন্ধ রাখা হয়েছিল।   কিন্তু মাদ্রাসাতে কারা আগুন লাগিয়েছে সেই বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি।

 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

১৭৯ আসনে লড়বে জামায়াতে, কতটিতে লড়ছে জাতীয় নাগরিক পার্টি?

ঢাকায় কলেজ ছাত্রীকে চলন্ত গাড়িতে ১২ ঘন্টা ধরে গণধর্ষণ, ধৃত বাসচালক-সহ ৩

হাসিনা বিরোধী আন্দোলনে পুলিশ ও হিন্দু খুনে জড়িতদের ‘রক্ষাকবচ’ দিল মোল্লা ইউনূস সরকার

আসন রফা নিয়ে মতানৈক্য, জামায়াতের জোট ছাড়ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ

জমি বিক্রির টাকা না দেওয়ায় বাবা-মাকে জ্যান্ত সমাধি দেওয়ার চেষ্টা, ধৃত দুই গুণধর ছেলে

পোস্টাল ব্যালটে উপরের দিকে জামায়াতের প্রতীক, ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে বিএনপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ