এই মুহূর্তে

বাংলাদেশে হিন্দুদের দুর্দশা: বিশিষ্ট পদার্থ বিজ্ঞানীর জমি ১৮ বছর ধরে দখল করে রেখেছেন মসজিদের ইমাম

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: তালিকা ক্রমশই দীর্ঘ হচ্ছে। লতা সমাদ্দার, হৃদয় মণ্ডল, স্বপন বিশ্বাসের পরে বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী অরুণ বসাক (Arun Basak)। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 9Rajshahi University) পদার্থবিজ্ঞানের এবং পদার্থ বিজ্ঞানে দেশের একমাত্র এমিরেটাস (Emiretus Professor) অধ্যাপকের জমি দখল করে নিয়েছেন ওয়াকফ এটেস্টের মোতোয়ালি ও ইমাম ইয়াহিয়া ফেরদৌস (Yiahia Ferdous)। গত ১৮ বছর ধরে সেই জমি ফেরাতে প্রশাসনের দরজায় ছুটে গিয়েছেন বার বার। ২০২০ সালের জানুয়ারি মাসে হাইকোর্ট অবৈধ দখল ছাড়ার জন্য অভিযুক্ত ইমামকে নির্দেশ দিলেও দখল করা জমি অরুণ বসাককে ফেরত দেননি অভিযুক্ত ইমাম। প্রশাসনের নির্লিপ্ততায় অশীতিপর পদার্থ বিজ্ঞানের অধ্যাপক কার্যত জমি ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছেন। কিন্তু বার বার কেন হিন্দু শিক্ষক-শিক্ষিকারাই কেন নির্যাতনের শিকার হচ্ছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।
আন্তর্জাতিক বিজ্ঞানী মহলে পদার্থ বিজ্ঞানী হিসেবে যথেষ্টই খ্যাতি রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক ৮২ বছর বয়সী অরুণ বসাকের (Arun Basak)। দিনের বেশিরভাগ সময় গবেষণাগারেই কাটে নিঃসন্তান অধ্যাপকের। আন্তর্জাতিক জার্নালে ইতিমধ্যে তাঁর ২০০টির বেশি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। শহরের সাগরপাড়া (Sagarpara) এলাকায় নিজের স্ত্রী দেবিকা বসাকের (Debika Basak) নামে জমি কিনে বাড়ি করেছিলেন। আর চোখের সামনেই সেই জমি দখল হয়ে যেতে দেখেছেন। দখলদার আর কেউ নন। বাড়ির সীমান্ত লাগোয়া ওয়াকফ এস্টেটের মোতোয়ালি তথা মসজিদের ইমাম ইয়াহিয়া ফেরদৌস। ২০০৩ সালে নিজের বাড়ি দোতলা করার সময়ে অরুণ বাবুর জমির একাংশ দখল করে নির্মানকার্য করেন। ওই অবৈধ নির্মাণকার্য নিয়ে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের দ্বারস্থ হন প্রখ্যাত পদার্থ বিজ্ঞানী ও তাঁর স্ত্রী দেবিকা বসাক। পাঁচ বছর বাদে ২০০৮ সালে ওই অবৈধ নির্মাণ ভাঙার জন্য নোটিশ দেয় আরডিএ। সেই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে নিম্ন আদালতে মামলা করেন দখলদার ইয়াহিয়া। নিম্ন আদালত, জেলা আদালতে মামলা হেরে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।
২০২০ সালের জানুয়ারি মাসে হাইকোর্ট (High Court) নিম্ন আদালতের রায় বহাল রেখে ফেরদৌসকে (Yahia Ferdous) অরুণবাবুর স্ত্রী দেবিকা বসাকের (Debika Basak) কাছে ক্ষমা চাওয়ার এবং অধ্যাপক দম্পতিকে হয়রানি না করার নির্দেশ দেয়। হাইকোর্টের নির্দেশের পরে একই বছরের মে মাসে অবৈধ নির্মাণ ভেঙে ফেললেও দখল করা জমি অরুণবাবুকে (Arun Basak) ফিরিয়ে দেননি ফেরদৌস। প্রশাসনের দরজায় ঘুরে-ঘুরেও কোনও লাভ হয়নি দেশের পদার্থ বিজ্ঞানের একমাত্র এমিরেটাস অধ্যাপকের। কিছুটা হতাশার সুরে সোমবার সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমি পড়াশোনা আর গবেষণা নিয়ে ব্যস্ত থাকি। সম্পত্তির দেখাশোনা করতে পারিনি। সেই সুযোগ কাজে লাগিয়েছে আমার প্রতিবেশী। এখন আমি নিজের বাড়িতেই নিরাপত্তাহীনতায় ভুগছি।সমাধানের আশায় দুয়ারে-দুয়ারে ঘুরেছি। কিন্তু কারও কাছ থেকে কোনও সাহায্য পাইনি।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ক্ষমা চাইলেও তাঁর জায়গা নেই আমার কাছে, ছায়াও মাড়াতে চাই না: পরীমণি

আচমকাই প্রসব যন্ত্রণা, চলন্ত ট্রেনেই শিশু সন্তানের জন্ম দিলেন মহিলা যাত্রী

মাতৃহারা হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূজা চেরী

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রুখতে আইন আসছে বাংলাদেশে

পরীমণির ভিডিও ‘কপি’ করেছেন বুবলী, ফেসবুকে দুই নায়িকার তুমুল ঝগড়া

আদালতে হাজিরা না দেওয়ায় পরীমণিকে ১,০০০ টাকা জরিমানা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর