24ºc, Haze
Thursday, 23rd March, 2023 4:15 am
নিজস্ব প্রতিনিধি: বনেদি বাড়ির পুজো (DURGA PUJA) বললেই উঠে আসে জঙ্গিপুরের সিংহ বাড়ির কথা। এখানে সন্ধিপুজো হয় বন্দুকে গুলি করে। আর পুজোর জন্য চাই-ই চাই ২টি বেল। আগে এলাকার সমস্ত প্রতিমা নিরঞ্জনের আগে আনা হত সিংহবাড়িতে। এখান থেকেই নদী তিরে গিয়ে হত বিসর্জন। জমিদারি জমানা আর নেই। নেই সেই আটচালা মন্দির। এখন পুজো হয় নাট মন্দিরে। সেই জমানা না থাকলেও, রয়ে গিয়েছে ঐতিহ্য। এই পুজো সুরি সিংহের পুজো নামে পরিচিত।
জঙ্গিপুরে এই সিংহবাড়ি রয়েছে মহাবীরতলায়। জানা গিয়েছে, এই বাড়ির পুজো প্রায় ৩৫৩ বছরেরও বেশি প্রাচীন। একসময় এখানের জমিদার ছিলেন চেতিলাল সিংহ। তাঁর জমিদারত্ব ছিল জঙ্গিপুর থেকে সুতির সাদেকপুর পর্যন্ত। তিনিই প্রচলন করেছিলেন পুজোর। এখানে পুজোয় দেবীর ভোগ মানেই লুচি, মিষ্টি আর ফল। না, অন্নভোগ নিবেদনের রেওয়াজ নেই। এখানে নেই বলি প্রথাও।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সন্ধিপুজোর সময় ২ রাউণ্ড গুলি চালানো হয়। বিশ্বাস, প্রতি বছর সন্ধিপুজোর আগে পড়ে ২টি বেল। আর বেল পড়া, গুলি চালানোর পরেই শুরু হয় সন্ধিপুজো। আরও এক প্রাচীন প্রথা রয়েছে বনেদি বাড়ির এই পুজোয়। সপ্তমীর রাতে হয় ‘মহানিশা’ পুজো। শত্রু বিনাশের জন্যই করা হয় এই পুজো।