এই মুহূর্তে




দীপাবলিতে শেষ পাতে থাকুক এই মিষ্টি, বানিয়ে ফেলুন মাত্র ১৫ মিনিটে

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজো, লক্ষ্মীপুজো শেষ। এবার আসছে কালীপুজো ভাইফোঁটা। আলোর উৎসবে মেতে উঠবে গোটা দেশ। সঙ্গে আবার থকাবে রকমারি আহার আর শেষপাতে মিষ্টি। অনেকে বাইরের মিষ্টি খেতে পছন্দ করেন না। চান বাড়িতে বানানো হালকা মিষ্টি খেতে। তাঁদের জন্য রইল এমন এক মিষ্টির রেসিপি যা বানাতে লাগবে মাত্র ১৫ মিনিট। ছানা মাখা, চিনির রস বানানো এই সবের ঝামেলা করতে হবে না। তাহলে দেরি না করে জেনে নিন কীভাবে বানাবেন এই সন্দেশ।

উপকরণ:
মিল্ক পাউডার দেড় কাপ
নারকেল কোরা আধ কাপ
চিনির পাউডার বা গুড় আধ কাপ
দুধ ১/৪ কাপ
ড্রাই ফ্রুটস

পদ্ধতি:

প্রথমে অল্প অল্প করে দুধ দিয়ে মিল্ক পাউডার ভাল করে মেখে নিন। মাখা এমন করবেন যাতে মণ্ড নরম হয়। এর পর সেই মণ্ডটিকে দু’ভাগে ভাগ করুন। একটি ভাগের মধ্যে ঠেসে তাতে পছন্দ মতো কুচিয়ে  রাখা ড্রাই ফ্রুটস, পেস্তা-বাদাম ছড়িয়ে দিন। তার পর সেটি ভাল করে মেখে লম্বা করে রোল বানিয়ে নিন। খেয়াল রাখবেন রোল শক্ত হতে হবে। এর পর  অন্য মণ্ডটি রুটির মতো গোল করে বেলে   তার মধ্যে আগের রোলটি রেখে ভাল করে মুড়ে দিন। এরপর  রোলটি চাকা চাকা করে টুকরো করে নিন।  এই মিষ্টি নরম ও খেতেও অত্যন্ত সুস্বাদু। বাড়িতে অতিথি এলে পরিবেশন করতে পারেন বা ভাইফোঁটাতেও  রাখতে পারেন পাতে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কালীপুজোয় অতিথিদের চমক দিতে বানিয়ে ফেলুন পনির কালিয়া

মাংস ছেড়ে পরোটা-কুলচা-রুটির সঙ্গে পরিবেশন করুন সয়া টিক্কা মশলা, চেটেপুটে খাবে সকলে

রেস্তরাঁর মতো বাড়িতেই বানিয়ে ফেলুন প্রন গোল্ড কয়েন

একঘেয়ে রসা-কষা কিংবা রোস্ট ছাড়ুন, এই ভাবে বানিয়ে ফেলুন ফুলকপির কোর্মা

ফ্রোজেন ছাড়ুন, এভাবে বাড়িতে বানিয়ে ফেলুন ক্যাফের মতো ফ্রেঞ্চ ফ্রাই

সর্দি-জ্বরে মুখের স্বাদ নষ্ট হয়েছে? মচমচে করলা পাতার বড়া দেখাবে ম্যাজিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ