27ºc, Haze
Saturday, 13th August, 2022 11:42 pm
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশে করোনায় (corona) অ্যাক্টিভ কেসের সংখ্যা ছাড়িয়ে গেল ৭৫ হাজারের ঘর। লাফিয়ে বাড়ল মৃতের সংখ্যা। সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন সে কথাই বলছে।
সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় (রবিবার ১৯ জুন সকাল আটটা থেকে সোমবার ২০ জুন সকাল আটটা পর্যন্ত) করোনায় (corona) নতুন করে সংক্রিত হয়েছেন ১২, ৭৮১ জন। দৈনিক আক্রান্তের সংখ্যা রবিবারের তুলনায় কিছুটা কম হলেও ২৪ ঘণ্টার ব্যবধানে সক্রিয় রোগীর সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় চিকিৎসকমহল রীতিমতো আতঙ্কিত।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন অনুসারে, শনিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৩, ২১৬। রবিবার দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা কমে দাঁড়ায় ১২, ৮৯৯। তবে সক্রিয় রোগীর (active case) সংখ্যা একলপ্তে এতটা বেড়ে যাওয়ায় চিকিৎসকমহল রীতিমতো আতঙ্কিত। সেই সঙ্গে ২৪ ঘণ্টায় ১৮জনের মৃত্যুর খবরেও চিকিৎসকমহলে উদ্বেগ ছড়িয়েছে। করোনায় (corona)মৃতের সংখ্যা বেড়ে হল ৫২৪, ৮৭৩। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ হাজারের বেশি। একই সময়ের মধ্যে করোনাকে (corona)জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৫৩৭জন। এই সংখ্যাটা কিছুটা হলেও আমাদের স্বস্তি দিচ্ছে। এই নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার সংখ্য়া বেড়ে হল ৪২, ৭০ ৭৯০০। এ নিয়ে সুস্থতার হার দাঁড়াল ৯৮.৬১ শতাংশ। মৃত্যু হয়েছে মোট ৫,২৪,৮৭৩ জনের। মোট আক্রান্তের তুলনায় ১.২১ শতাংশ।
আরও পড়ুন রাজ্যে ফের করোনার তাণ্ডব, একদিনে আক্রান্ত ৩৬২ জন